নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের অখ্যাত অক্ষরজীবি হয়ে লিখি বাউন্ডুলে মনের এলোমেলো কথাগুলো।।জীবন ফুরালে সময়ের নির্মম অত্যাচারে হয়তো আজকের লিখাগুলো রূপ নিবে ধূসর পান্ডুলিপিতে,নয়তো কোনো ডায়েরির ছেড়া পাতায়!!সেদিনও আমি বেচে থাকবো লিখাগুলো বিবর্ণ অক্ষর হয়ে!!

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ › বিস্তারিত পোস্টঃ

©©©অবাক আধুনিকতা©©©

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬


সময় রাত ১২ টা ছুই ছুই।কানে হেডফোনগুলো গুজে দিয়ে রেডিও শো শুনতেছি।শো এর এক পর্যায়ে একটি মেয়ে ফোন দিল.....

_ হ্যালো!কে?কোত্থেকে বলতেছেন?
_ আমি মিম!ঢাকা,গুলশান থেকে বলতেছি।
_ তুমি কি গান করতে পারো?
_ হুমম!পারি।
_ তুমি কই?..(বাংলা গান) এইটা গেয়ে শুনাও।

তারপর অতি ভাব নেওয়া ইসমার্ট ললনার উত্তর...

_ আমি ঐ সব ক্ষ্যাত,বাজে গান শুনি না!
আমার কেমন যেন খটকা লাগল।
_ তাহলে তুমি যেসব গান শুন,তোমার ভাল লাগে এমন একটা গান শুনাও।

তারপর মেয়েটা কোকিলা কন্ঠে,পেশাদার শিল্পীর মোড়কে একটি ভারতীয় গান(হিন্দি) প্রশব করল।

মেয়েটার কথা,ভাব ভঙ্গি দেখে কবি আবদুল হাকিম এর একটি কবিতার লাইন মনে পরে গেল।

"দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়;
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।"
"যে সব বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী;
সেসব কাহার নির্ণয় ন জানি।"

নয় মাস যুদ্ধের পর,ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা।পেয়েছি একটি মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার।
কিন্তু ওরা কারা???
যারা আজ অতি আধুনিকতার আড়ালে ফেলে নিজ ভাষাকে হারিয়ে ফেলে।
ওরা তো তারাই।
যারা বছরের নির্দিষ্ট দিন গুলোতে দেশপ্রেমী বলে গলা ফাটাই।আসলেই কি তারা দেশপ্রেমিক?দেশপ্রেমের কথা বলে অনেক মঞ্চ তৈরী করে,দেশপ্রেম দেখিয়ে ফেসবুকের নিউজফিড ভরিয়ে তুলে দেশের পতাকা আর ভালবাসা মাখা স্টাটাসে।সব কিছুর আড়ালে শুধুই নগ্নতা আর লোক দেখানো ছাড়া কিছুই নয়।
এটা সত্য যে প্রত্যেকের ভাল লাগা কিংবা মন্দ লাগা আছে।তাই বলে নিজ ভাষা কে অস্বীকার করেই??
এসব বলতে গেলে আমি দেশদ্রোহী,আমিও ক্ষ্যাত কিংবা নোংরা মনের অধিকারী।

আমি এই নোংরা মন,ক্ষ্যাত রুচি,যদি প্রয়োজন হয় রাজাকার হয়েও বাচঁতে রাজি তবুও ঐ লোক দেখানো,নগ্নতাই ঢাকা দেশপ্রেমে নিজেকে জড়াতে চাই না।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৯

গেম চেঞ্জার বলেছেন: সহমত ভাই। ঐরকম রোবোটিক দেশপ্রেম দরকার নাই। (পোস্টে প্লাস)

২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২০

গেম চেঞ্জার বলেছেন: সামু ব্লগে স্বাগতম।

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: ধন্যবাদ ভাই!!

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: সহমত ভাই।কিন্তু ওদেরই সংখ্যা মনে হয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে!!!

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: মনে হয় বললে ভুল হবে,দৃষ্টি মেলে দেখলেই ওদেরকেই দেখি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.