নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের অখ্যাত অক্ষরজীবি হয়ে লিখি বাউন্ডুলে মনের এলোমেলো কথাগুলো।।জীবন ফুরালে সময়ের নির্মম অত্যাচারে হয়তো আজকের লিখাগুলো রূপ নিবে ধূসর পান্ডুলিপিতে,নয়তো কোনো ডায়েরির ছেড়া পাতায়!!সেদিনও আমি বেচে থাকবো লিখাগুলো বিবর্ণ অক্ষর হয়ে!!

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার বাস্তবতা!!

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৬

আজ ভাললাগা কিংবা ভালবাসাটা বড় অসহায় বাস্তবতার নির্মম কষাঘাতে।যেখানে ভালবাসাটা লুকিয়ে থাকে মোটা মানি ব্যাগে,দামী মার্চেডীজে কিংবা ডিগ্রীদারী কোনো সার্টিফিকেটে।যেখানে নেই কুয়াশামাখা সন্ধ্যায় রাস্তার টং দোকানে এককাপ চা ভাগ করে খাওয়া অথবা সবুজ ঘাসের চাদরে শিশিরের চাদর মাড়িয়ে হাটা কিংবা কোলাহলপূর্ণ ব্যস্ত শহরে জীর্ণ রিকশায় পাশাপাশি বসে এগিয়ে চলা।না থাকুক আমি সুখ খুজে নেব এক টুকরো হারানো ভালবাসায়।

এটাই কি ভালবাসার বাস্তবতা???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২

kamrul islam বলেছেন: ভালো+বাসা এই দুইটা শব্দ সবাই একাত্র করতে পারে না ।
আবার অনেকেই একাত্র করতে পারে, কিন্তু এই দুইটা শব্দের মুর্ম বুঝে না ।
আর যারা এই দুইটা শব্দের মর্ম বুঝে, তাদের কাছে দামী মার্চেডীজে চড়া আর
সবুজ ঘাসের চাদরে পায়চারি করা একই কথা ।

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৫

রুদ্র জাহেদ বলেছেন: প্রকৃত ভালোবাসাও আছে :)

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: প্রকৃত ভালবাসা আছে তবে তা অতি দূর্লভ!!!

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: সহমত দাদা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.