![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতঃপর স্মৃতির পাতায় আরেকটি নির্ঘুম রাত্রি।
না প্রেয়ষীর অবহেলিত ভালবাসার জন্য নয়,নয় কোনো নীলপরীকে দেখে ভাবনায় লুকোচুরি খেলতে রাত্রি কাটানো।
তিনি অপরিচিত,আড়ালের মহামানব,ভালবাসার অকৃত্রিম খনি এমন একজনের জন্য।
তার জন্যই কেন নির্ঘুম রাত কাটাবো?
প্রশ্ন করলে এমনটাই দাড়াই।
তবে আমার কাছে ঐ অবান্তর প্রশ্নটার নির্লিপ্ত জবাব,"যার কারনেই আমার প্রতিটা মুহূর্ত হাসি খুশিতে কাটে,আমার কষ্টে বলে উঠে_ "ধুর পাগল এই এমন আর কি কষ্ট,নে আমার গাওয়া গান শুন বলে মন ভালো করে তার মন খারাপের দিনে আমাকে দেওয়া একটু অবহেলা,একটু ভালবাসার অভাব এক নির্ঘুম রাতেই যে পূরণ হওয়ার নয়।
ভালবাসি সেই অপরিচিত আত্মার আত্মীয়টাকে।
হ্যা,অনেক বেশী!!
একটু নির্ঘুম রাত,সকালের ফইন্নি ডাকটা চির অমর থাকুক!!
©somewhere in net ltd.