নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের অখ্যাত অক্ষরজীবি হয়ে লিখি বাউন্ডুলে মনের এলোমেলো কথাগুলো।।জীবন ফুরালে সময়ের নির্মম অত্যাচারে হয়তো আজকের লিখাগুলো রূপ নিবে ধূসর পান্ডুলিপিতে,নয়তো কোনো ডায়েরির ছেড়া পাতায়!!সেদিনও আমি বেচে থাকবো লিখাগুলো বিবর্ণ অক্ষর হয়ে!!

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ › বিস্তারিত পোস্টঃ

একরাশ লুকোনো কষ্ট,নির্ঘুম রাত অতঃপর এক চিলতে ভালবাসা!!!

২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

অতঃপর স্মৃতির পাতায় আরেকটি নির্ঘুম রাত্রি।
না প্রেয়ষীর অবহেলিত ভালবাসার জন্য নয়,নয় কোনো নীলপরীকে দেখে ভাবনায় লুকোচুরি খেলতে রাত্রি কাটানো।
তিনি অপরিচিত,আড়ালের মহামানব,ভালবাসার অকৃত্রিম খনি এমন একজনের জন্য।
তার জন্যই কেন নির্ঘুম রাত কাটাবো?
প্রশ্ন করলে এমনটাই দাড়াই।
তবে আমার কাছে ঐ অবান্তর প্রশ্নটার নির্লিপ্ত জবাব,"যার কারনেই আমার প্রতিটা মুহূর্ত হাসি খুশিতে কাটে,আমার কষ্টে বলে উঠে_ "ধুর পাগল এই এমন আর কি কষ্ট,নে আমার গাওয়া গান শুন বলে মন ভালো করে তার মন খারাপের দিনে আমাকে দেওয়া একটু অবহেলা,একটু ভালবাসার অভাব এক নির্ঘুম রাতেই যে পূরণ হওয়ার নয়।
ভালবাসি সেই অপরিচিত আত্মার আত্মীয়টাকে।
হ্যা,অনেক বেশী!!
একটু নির্ঘুম রাত,সকালের ফইন্নি ডাকটা চির অমর থাকুক!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.