নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের অখ্যাত অক্ষরজীবি হয়ে লিখি বাউন্ডুলে মনের এলোমেলো কথাগুলো।।জীবন ফুরালে সময়ের নির্মম অত্যাচারে হয়তো আজকের লিখাগুলো রূপ নিবে ধূসর পান্ডুলিপিতে,নয়তো কোনো ডায়েরির ছেড়া পাতায়!!সেদিনও আমি বেচে থাকবো লিখাগুলো বিবর্ণ অক্ষর হয়ে!!

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ › বিস্তারিত পোস্টঃ

লুকোনো ভালবাসা!!

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

!!বাবা!!
.
বাবা কতদিন হয়নি বসা,
তোমার পাশে করে গা ঘেষাঘেষি।
বাবা কতদিন ধরে হাটা হলোনা,
আঙ্গুল ধরে তোমার পাশাপাশি।
.
বাবা শৈশবের কত স্মৃতি
আজ গিয়েছি সব ভুলে।
তবে মনে আছে আজো
নিয়ম করে জুস খেতাম
প্রতি রাতে প্রাণ খুলে।
.
বাবা বাল্যশিক্ষায় ভর্তি হয়ে,
ম্যাডামকে না বুঝে গালাগাল।
বাবা অমর গাছের ডালে তুমি
পিটিয়ে তুলেছ ছাল।
.
বাবা ক্লাস ওয়ানটা ভালোই কাটালাম
ক্লাস টুতে এসে
স্কুল পালানোর ভূতটা হঠাত্‍
মাথায় জুড়ে বসে।
.
একবার স্কুল পালিয়ে তোমার
মার খেয়েছিলাম খুব
সেই থেকেই যে পালিয়েছে
আমার স্কুল পালানোর ঝোক।
.
বাবা আজ প্রাইমারী গেল,মাধ্যমিক গেল
চুকিয়েছি কলেজের পাঠ
আজ কতদিন হলো বুলোনো
হলোনা মাথায় তোমার হাত।
.
বাবা তোমার ভালোবাসা আর শাসন গুলো,
আজ দূরে রয়েছে প্রায়
দশটি বছর ধরে
তোমার দুষ্টু মিষ্টি শাসনগুলো
আজ মনে পড়ছে বারেবারে।
.
বাবা তোমার তরেই ভালবাসাগুলো
তোমার তরেই সব
আজ সময় অসময়ে তোমায়
ভাল বাসছি অসম্ভব।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর হয়েছে+

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: ধন্যবাদ!!

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

গেম চেঞ্জার বলেছেন: চালিয়ে যান। প্লাস+

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.