![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুপটাপ শব্দে শ্রাবনের মেঘগুলো ঝরে পরছে. . .
ছাতাটা মাথায় দিয়ে হেটে চলছে অপু. . . হঠাত্___ কেমন জানি বুকের বাম পাশটা কেপে উঠলো অপুর. .
নিজেকে হারিয়ে ফেললো সেই পুরনো দিনের আরেকটি বৃষ্টি ঝরা শ্রাবনের দুপুরে. . .
অপু হাটতে হাটতে হৈমর মোবাইলে ফোন দিল. . .রিং পরতেছে কিন্তু রিসিভ করতেছে না.অপু কল দিয়েই চলেছে. . .
হঠাত্ ফোন রিসিভ করে. .
হৈম:হ্যালো.কেমন আছিস?
অপু: আরে রাখ তোর কেমন আছিস. .কি হইছে?তোরে তিনদিন ধরে ফোন দিতেছি তুর রিসিভ করার নাম গন্ধ নাই কেন?
অপু আর হৈম সম্পর্কে বন্ধু.সেই স্কুলে ভর্তি হওয়া থেকে.কিন্তু একটা ছেলের সাথে একটার মেয়ের সম্পর্ক শুধু বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ থাকে না.তাই দিনদিন হৈমর প্রতি একটা ভালো লাগা জন্মে অপুর.হয়তো এই ভালো লাগাটাই ছিল অপুর ভালবাসা.
হৈম:আর বলিস না,বাসায় সমস্যা হইছে তাই.
অপু: আমি ফোন দিলেই তোর সমস্যা বাইড়্যা যায় না?
হৈম:সরি.তুই বুঝতে চেষ্টা কর.
অপু:আচ্ছা থাক, কি হইছে বল?
হৈম:আরে বলিস না.রাতে ফোনে কথা বলতেছিলাম আব্বু দেখে ফেলছে.শুরু করছে চিল্লাচিল্লি.ফোন নিয়ে ফেলছে. . .
অপু:তুই এতো রাতে আবার কার সাথে কথা বলতেছিলি?
অপু কথা বলতে বলতে মসজিদের ছাদে উঠে গেছে.অপু তখনো জানেনা হৈমর উত্তর তার জন্য কত বড় হৃদয় ভাঙ্গা ঝড় বয়ে নিয়ে আনতেছে.
হৈম:বলব?আমার কিন্তু লজ্জা লাগতেছে.
অপু:আরে এতো ন্যাকামি রাইখ্যা বলে ফেল.
হৈম:আরিফের সাথে.
অপু:আরিফটা কে?
হৈম:আমার বন্ধু.
অপু:আমিও তো তোর বন্ধু,কই আমার সাথে তো রাতে কথা বলস না?সত্যি করে বল কে?
হৈম:আমার বয়ফ্রেন্ড.
ততক্ষনে অপুর চোখে নোনা জলের জোয়ার এসে গেছে.
অপু:ওর সাথে পরিচয় হল কিভাবে?
হৈম:ও আমার ছবি দেখে আমাকে পছন্দ করেছে. . . হৈম বলেই চলেছে. . . . .
কিন্তু অপুর কানটা যেন কেমন বধির হয়ে যাচ্ছে,চোখগুলো ঝাপসা হয়ে গেল.গলাটা কেমন ধরে আসছে বুঝতে পারছে না.
শুধু বুকের বাম পাশে একটু ব্যাথা আর কেমন নড়াচড়া অনুভব করে. . . .
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: হা হা হা!!
টিক তা না!!
কমেন্টটা মজার!!
তবে অপুর আর হৈমন্তি চরিত্র দুইটার প্রতি আলাদা দূর্বলতা কাজ করে!!
ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯
রক্তিম দিগন্ত বলেছেন: হৈমন্তি অপু ভার্সণ মনে হল ।