![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যস্ততা ভুলে নিস্তব্ধ নিশায়
ঘুমিয়েছে রাতের পাখি।
ওহে!কল্পপরী আমি ডাকছি তোমায়,
এইবার খুলো তোমার আখি।
নির্জন রাত,রাতজাগা পাখি
একটু শীতল হাওয়া,
তোমার পায়রা কোমল বুকে মুখ লুখাতে
এই শীতার্তের চাওয়া!!
©somewhere in net ltd.