নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের অখ্যাত অক্ষরজীবি হয়ে লিখি বাউন্ডুলে মনের এলোমেলো কথাগুলো।।জীবন ফুরালে সময়ের নির্মম অত্যাচারে হয়তো আজকের লিখাগুলো রূপ নিবে ধূসর পান্ডুলিপিতে,নয়তো কোনো ডায়েরির ছেড়া পাতায়!!সেদিনও আমি বেচে থাকবো লিখাগুলো বিবর্ণ অক্ষর হয়ে!!

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ › বিস্তারিত পোস্টঃ

পুঞ্জিভূত মেঘের দল

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

অসীম অনন্ত নীল আকাশ!!
অযাচিত মেঘের দল প্রতিনিয়ত ভীড় চলেছেই সেই কবে থেকে।
নীল আকাশ মৃদু হাসির ঝাপটা বাতাসে কালো মেঘগুলো কাটিয়ে দিয়েছে,মাঝে মাঝে পুঞ্জিভূত মেঘের দল এতোটাই ভারী হয়েছিল যে আকাশ অনিয়ন্ত্রিত বৃষ্টিফোটায় মেঘ ঝরিয়েছে।
কিন্তু আমি স্বপ্নবিলাসী,কষ্টের ফেরিওয়ালা নীল আকাশের সাথে সাথে নোনা বৃষ্টিতেও সুখ খুজি।স্বার্থপরের মত ভালবাসাটাও।
তবে আজ কতদিন হলো সেই দিনের নীল আকাশটা দেখি না।
নীল আকাশ কষ্টবিলাসী মেঘের আচ্ছাদিত।
প্রতিনিয়তই হচ্ছে হৃদয়ের রক্তক্ষরন।
আমি নিকষ কালো মেঘের ঝরে পড়া বৃষ্টি ফোটায় দাড়িয়ে অপেক্ষায় আছি সেই দিনের শুভ্র নীল আরেক খন্ড আকাশের।
আকাশ কি শুনছে আমার কথা?
বুঝে নেবে কি আমার হৃদয়ের আহাজারি?
তবে আমি অপেক্ষায় আছি,থাকবো।



দাদা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ, ভাল লিখেছেন

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

আরজু পনি বলেছেন:

কথা সাজানোর ক্ষমতা সবার থাকে না ।
আপনার আছে।
সুন্দর লিখেছেন ।
শুভ ব্লগিং ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: বাবন ভাইয়্যা ধন্যবাদ জানবেন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: আরজুপনি আপু মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনুপ্রেরনা পেলাম,ভালবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.