নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের অখ্যাত অক্ষরজীবি হয়ে লিখি বাউন্ডুলে মনের এলোমেলো কথাগুলো।।জীবন ফুরালে সময়ের নির্মম অত্যাচারে হয়তো আজকের লিখাগুলো রূপ নিবে ধূসর পান্ডুলিপিতে,নয়তো কোনো ডায়েরির ছেড়া পাতায়!!সেদিনও আমি বেচে থাকবো লিখাগুলো বিবর্ণ অক্ষর হয়ে!!

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ › বিস্তারিত পোস্টঃ

!!শান্ত হৃত্‍পিন্ড!!

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৩

হ্যা আমিও মানুষ।
দুপেয়ে যন্ত্রমানব নই।
সবার মত আমারও আছে,
বক্ষ পিঞ্জরে সযতনে রাখা,
হৃদয় নামক অদ্ভুত এক ধাঁচে।
হাত ঠেকালেই ঢিব ঢিব শব্দ শুনি,
কখনও শুনি আবার কখনও,
শিশু হয়ে ঢিব ঢিব শব্দ গুনি।
একটা সময় ছিল যখন_
সামান্য ভয়েই বুকের বা পাশটা,
হুলস্থুল ড্রাম বাজাতো।
তবে এখন কেমন যেন সয়ে গেছে।
তবে কি ভয় কে জয় করেছি?
না হৃত্‍পিন্ডটা কঠিন হয়ে গিয়েছে?
প্রশ্ন ছুড়ি,উত্তর নেই,উত্তর খুজে লাভ ও নেই।
হাসপাতালের পাশেই এক
বিকট গন্ধের ছড়াছড়ি,
কেউ নাকেও হাত দেই বুঝি?
আমি হাসপাতালের বাসিন্দা,
সাদা বেডের সাথেই আমার আত্মীয়তা
উটকো গন্ধেই সুঘ্রান খুজি।
সত্যি বলছি আমিও মানুষ,
নয় কোনো দুপেয়ে যন্ত্রমানব।
বুকের বামপাশে হৃদয় নামে কিছু একটা আছে।
কাঁপে,মাঝে মাঝে ড্রামের শব্দ তুলে,
তবে ধীরে,খুব শান্তভাবে।
থেমে যায় কেউ শুনার আগে।
ঘুমন্ত দেহকেও মৃত মানব ভেবে,
ভুল করতাম,ভয় পেতাম।
বুকের বা পাশটা কাঁপতো।
তবে এখন আর এমনটা হয় না।
তবে কি ভুল করা ভুলে গেছি?
নাকি বা পাশটা শক্ত হয়ে গেছে?
প্রশ্ন ছুড়ি,উত্তর নেই,উত্তর খুজে লাভ ও নেই।
হাতজোড় করে বলছি_
"আমি মানুষ,একজন মানুষ"
কোনো দুপেয়ে জন্তু নই।
বুকের বা পাশটা কাপে,
ধীরে,শান্তভাবে,খুব শান্তভাবে।
তবে থেমে যায়,কেউ শুনার আগে।
এমনকি আমি শুনার আগেও।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৮

বিজন রয় বলেছেন: "আমি মানুষ,একজন মানুষ"
কোনো দুপেয়ে জন্তু নই।

নাহ! মানুষ না। জন্তুই।

২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

বিজন রয় বলেছেন: !!শান্ত হৃত্‍পিন্ড!! এটা কি হৃৎপিন্ড হবে?

৩| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: হৃত্‍পিন্ড

৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব ভাল লেগেছে ।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: ধন্যবাদ জানবেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.