![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানে অনলাইনে কিছু কেনাকাটা করা প্রয়োজন কিন্ত ক্রেডিট কার্ড ছাড়া পথ দেখচি না।পেপ্যাল সাপোর্ট করে না বাংলাদেশে এই আরেক সমস্যা।
এখন জানতে চাচ্ছিলাম ব্যাঙ্ক একাউন্ট এ কত টাকা থাকতে হবে বা কত টাকা খরচ হবে একটা ভিসা, মাস্টারকার্ড কার্ড করতে।ব্রাক ব্যাঙ্ক বা ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে করা যাবে কিনা
বা কোথায় করলে ভাল হবে আর কি কি কাগজ পত্র লাগতে পারে।এবারে একটু হেল্প করেন প্লিজ সমস্যায় আছি।
০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৫৯
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: হুম আমার তো আবার টিন নাই ! টিন কিভাবে করতে তাও তো জানিনা!
যেহেতু এমি এখনো ইন্টারের স্টুডেন্ট টিন করতে পারব কিনা কনফিউজড।
আর ব্রাক এ ৫০ হাজার টাকা লাগে কার্ড করতে ! এত বেশী! দেখি ব্যাঙ্ক এ গিয়ে আলাপ করতে হবে
২| ০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫২
জমিদার বাবু বলেছেন: চাকুরি করলে, বেতনের উপর ভিত্তি করে ক্রেডিট লিমিট নির্ধারণ করে ক্রেডিট কার্ড দেওয়া হয়। আর ব্যাংকে এফ.ডি.আর এর বিপরীতেও কার্ড পেতে পারেন।
০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৩
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: না ভাই আমি ইন্টারের স্টুডেন্ট চাকরি বাকরি তো দুরের কথা! হে হে !
এনিওয়ে এফ ডি এর আবার কি ?
৩| ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৩২
প্রতিচ্ছবি বলেছেন: খুবই দরকারী পোষ্ট। আমারও জানা দরকার!!
০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৭
সাদা মাটা গরীব ছেলে বলেছেন:
৪| ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৯:৩২
নাজমুল হাসান ( অপু ) বলেছেন: আপনি যেহেতু স্টুডেন্ট এবং আপনার কোন স্যালারি একাউন্ট নেই এজন্য আপনাকে একটা এফ ডি আর (ফিক্সড ডিপোজিট) করতে হবে। যেটার এগেনস্টে আপনাকে ক্রেডিট লিমিট দেওয়া হবে। ফিক্সড ডিপোজিট ৫০ হাজার বা তার থেকে বেশি হতে হবে (নট সিওর)
০৪ ঠা অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৮
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: হমম তো এই কাহিনী ।। এফডিএর এর এমাউন্ট টা তো বেশী হয়া গেল ।।দশ পনর হাজার হইলে করতে সুবিধা হত।দেখি আর কোন পন্থা পাই কিনা
৫| ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ১০:৫৪
রবিন মিলফোর্ড বলেছেন: আমার ও জানা দরকার । দেখি কেউ বিস্তারিত বলেন কিনা ।
০৪ ঠা অক্টোবর, ২০১১ দুপুর ২:৪৯
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: স্টে টিউন্ড
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৩:০০
হিড্ন্ ম্যান বলেছেন: আমিও জেনে নিলাম
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪০
সাদা মাটা গরীব ছেলে বলেছেন:
৭| ০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:০৫
জমিদার বাবু বলেছেন: আপনি ক্রেডিট কার্ড করতে পারবেন না। ক্রেডিট কার্ড এক প্রকার লোন। আপনার যদি ইনকাম না থাকে তাহলে আপনাকে লোন দিবে না।
আপনি ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। একাউন্টে টাকা থাকলে আর কার্ডে ভিসা/মাস্টারের মনোগ্রাম থাকলে আপনি যে কোন জায়গা থেকে কেনা কাটা করতে পারবেন।
এফ.ডি.আর থাকলেও আপনাকে ক্রেডিট কার্ড দেওয়ার কথা না।
আর একটা উপায় আছে...
আপনার বাবা, মা, ভাই, বোন কেউ ইনকাম করলে তাকে একটা ক্রেডিট কার্ড করিয়ে, নিজে তার সাপ্লিমেন্টারী কার্ড নিতে পারেন। যদি আপনার খরচের উপর তার আস্হা থাকে।
০৫ ই অক্টোবর, ২০১১ সকাল ১০:৪৮
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: আশায় গুরেবালি !
ইনকাম আইব কইথেকে এখনও তো পড়া লেখাই আরো কত বাকি..।। আর ডেবিট কার্ড তো ডাচ বাংলার একটা ইউজ করি এইটাতে তো ভিসা মাস্টারের কোন সিল নাই
আর পরিবারে ক্রেডিট কার্ড এর কথা কইলে দৈড়ানি দিব আমারে ভাইডি ভাবসিলাম নিজে নিজে কইরা ফালাম আইসস
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৭:১৯
খেয়া ঘাট বলেছেন: সাদা মাটা গরীব ছেলে- ব্যাংক , ক্রেডিট কার্ড এগুলাতো ধনীদের ব্যাপার।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৪
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: এহেন সামগ্রী আধুনিক জুগে সর্বস্ত আম পাব্লিকের জইন্য উন্নুক্ত ক্ররা দর্কার
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৯
নাঈম আহমেদ আকাশ বলেছেন: হ্যা পারবেন । শুধু একটা উপায়ে - এফ.ডি.আর এর বিনিময়ে । আর ৫০০০০ এর নিচে কোন ক্রেডিট কার্ড দিবে না ।
এতো তাড়াতাড়ি ক্রেডিট কার্ডের কি প্রয়োজন পড়ল ? বাংলাদেশেই যেহেতু ইউজ করবেন !
১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: বাংলাদেশেই ইউজ করব কিন্ত দর্কার অনলাইনে কেনাকাটার জন্য। ৫০ হাজার বাক্স ডেটস হিউজ
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
জোকার৬৬৬ বলেছেন: কার্ড করায়া ইনফু গুলা দিও, তুমার টেকা নিয়া নিমু।
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১০
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: অকে অকে নো প্রবলেমো জোকার ব্রো ইনফু গুলো আগামী ৩০ ফেব্রুয়ারী পাঠিয়ে দেয়া হৈবেক।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:৩৫
আরহাসান বলেছেন: আপনার কি TIN আছে? শুধু টাকাই না TIN ও লাগবে।
ব্রাক এ ৫০,০০০ এ মনে হয় দেয়।
সবচে ভাল হয় সরাসরি বাংক এ যোগা্যোগ করলে।