নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ এর দৃষ্টিভঙ্গি

ফ এর দৃষ্টিভঙ্গি › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ ঃ শিল্পকলার নতুন ডিজি

১০ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫

"আমরা কিভাবে ওয়াজ মাহফিলের বিপরীতে নাটককে জনপ্রিয় করতে পারি?"

"২০২৪ সালে এসেও মেয়েদের বোরকা পরতে হবে কেনো?"

এই দুইটা উক্তিই শিল্পকলা একাডেমির নবনিযুক্ত ডিজি সৈয়দ জামিলের। শোনা যায়, আসিফ নজরুল আর সামিনা লুৎফার প্রিয়পাত্র হওয়ায় এই লোককে নিয়োগ দেয়া হয়েছে। আসিফ নজরুল তার কর্মকাণ্ডের মাধ্যমে অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। আওয়ামীদের তো আগে থেকেই সে চক্ষুশূল ছিলো, এখন বাকি রইলো সাধারণ জনগণ। তারাও যদি ক্ষেপে ওঠে, তার টিকে থাকা মুশকিল হয়ে যাবে। পেছনে ইতিমধ্যেই শেখ মুজিবের ছবি রেখে সে ছবি তোলার পোজ দিয়েছে, যার অর্থ দেয়াল থেকে মুজিবের ছবি নামেনি। বাকশাল, স্বৈরাচার টিকে থাকার অন্যতম চিহ্ন এটিই, যে তাদের নাম-নিশানা মুছে না ফেলা। ছাত্র-জনতা হাত ধরে তাকে এই পদে এনেছিলো। এখন সময় ঘনিয়ে আসছে তাকে টেনে এখান থেকে নামানোর।

এবার জামিলের প্রসঙ্গে আসি। আওয়ামী লীগের লাস্ট ১৬ বছর তো বটেই, আগের ৫ বছর মেয়াদেও আমরা দেখেছি ইসলামবিদ্বেষের ছড়াছড়ি৷ জামিলের এই।বক্তব্য প্রমাণ করে, আওয়ামী লীগ এখনো পলায়ন করেনি অথবা চলে গেলেও তাদের অবৈধ পয়দা, ভাবধারা, চ্যালা-চামুণ্ডা এখানে ফেলে রেখে গেছে। পাশাপাশি দুইটা মাঠে এক জায়গায় নাটক আর আরেক জায়গায় ওয়াজ মাহফিল চালু করে জামিলদের আমি আহবান জানাবো, জনপ্রিয়তা কোনটার বেশি তা যাচাই করতে। তাদের চোখ কপালে উঠে যাবে সার্ভের ফল দেখে। টিভি নাটকের জনপ্রিয়তাই তো এখন নাই, ইউটিউবে এসে ভিউ ব্যবসার কাঁচামাল হয়ে গেছে। আর মঞ্চ নাটক! ইয়াক! টাকা দিয়ে টিকেট কেটে এসব বমন-উদ্রেককারী জিনিস কোন বেকুবে দেখবে? উল্টো সামনে এমন দিন আসতে যাচ্ছে, দেখা যাবে টাকা দিয়েই বরং মঞ্চে দর্শক ভাড়া করা লাগছে।

আর বাকি রইলো বোরখার কথা! এরা সাধারণত মিডিয়া/শিল্পকলার লোক তো, লুচ্চামি, নারীলোভ এদের রক্তের প্রতিটি কণিকার মধ্যে! এরা কখনোই চাইবে না মেয়েরা নিজেদের সম্ভ্রম ঢেকে চলাচল করুক। বরং লুচ্চামি করতে অসুবিধা হওয়ায় এরা মেয়েদের শালীনতার সাথে চলাচলে বাধা দেবে। আমি অবশ্য অবাক হইনি। এই লাইনের লোকজন আর তাদের মেন্টালিটি এমনই। লুচ্চামির পাশাপাশি ইসলামবিদ্বেষও এদের মধ্যে ঠাসা। নারীর পর্দা ইসলামী কালচারের অন্তর্গত হওয়াটা এদের বোরখাবিদ্বেষের আরেকটা কারণ হতে পারে।

অবিলম্বে আলেম সমাজসহ সাধারণ মুসলমানদের এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। নইলে এরা আরো বেশি সংখ্যায় নানান পদগুলো দখলে নিয়ে নেবে। আর ডঃ ইউনুস, আসিফ নজরুলসহ সবাইকে নিজেদের পছন্দের লোক প্রশাসনে নিয়োগ দেয়া থেকে বিরত থাকতে হবে। মানুষ যেভাবে আপনাদের মাথায় তুলেছে, ঠিক সেভাবেই আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলতে মোটেও সময় নেবে না। এদের পাশাপাশি সমন্বয়কদেরও দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্যাপারগুলোতে নজর দিন। নইলে এরা সামনে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে।

সংযুক্তি:
১. Click This Link

২. (পিওর চেতনা ব্যবসায়ী ও মুজিবপ্রেমী) Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.