| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
⬛ ওপারের রাজুদার পরোটা বিক্রির ভিডিও দেখে হাসার কিছু নেই। তারচে বরং ৩টে পরোটা, একটা ডিম, আনলিমিটেড সবজি ওখানে ৩০ রুপি হলেও এখানে ফুটপাতেও ৭৫ টাকা খসে পড়ে কেনো, এ নিয়ে ভাবা উচিত।
⬛ দ্রব্যমূল্য প্রসঙ্গ যখন এসেই গেলো, না বলে পারছি না যে সব ইস্যু বাদ দিলেও এই একটা ইস্যুই যথেষ্ট এই সরকারকে গণমানুষের কাছে অজনপ্রিয় করতে। কারণ খুব স্বাভাবিকভাবেই মানুষ উদরপূর্তির চিন্তাটাই সবার আগে করে। সাধারণ লোকের প্রোটিনের সহজলভ্য উৎস ডিমসহ প্রতিটি দ্রব্যের সিন্ডিকেটই যেভাবেই হোক, ভাংতেই হবে। কঠোর মনিটরিং শুরু করা দরকার।
⬛ গোটাদেশেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু তন্মধ্যে ঢাকার মোহাম্মদপুরের কন্ডিশন মনে হয় একটু বেশিই খারাপ। দোকানে ডা*কা/তি আর একটা ছি+নতা-ইয়ের সিসিটিভি ফুটেজ আর জেনেভা ক্যাম্পে ওপেন গোলাগুলির ভিডিও দেখলাম৷ পরিস্থিতি মোটেও ভালো মনে হচ্ছে না। এদিকটায় নজর দেয়া উচিত।
⬛ প্রথম কালো আর দিল্লী স্টারসহ এককালের দালাল পত্রিকা/মিডিয়াগুলোর প্রতি আসিফ নজরুল সাহেবের সফট কর্নার একই সাথে আশংকা ও সন্দেহের উদ্রেক করছে। এই দুই তাঁবেদার আর স্বৈ-রাচা/রের পদলেহি যতদিন আছে, বিপ্লব বলেন আর স্বাধীনতা-সার্বভৌমত্ব বলেন, কিছুই নিরাপদে নেই।
©somewhere in net ltd.