নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ এর দৃষ্টিভঙ্গি

ফ এর দৃষ্টিভঙ্গি › বিস্তারিত পোস্টঃ

উত্তরা ট্র‍্যাজেডি : বেকায়দায় ইন্টেরিম, ক্যাশ করতে চাইছে পলাতক BAL!

২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৫

ইন্টেরিমকে এখন গালাগালির সময় হয়েই এসেছে! এরা পতিতাদের কোটি টাকা দান করে, আর পুড়ে যাওয়া বাচ্চাগুলোর জন্য ক্রাউড ফান্ডিং চায়! মানুষের গালাগাল শুনে পোস্ট ডিলিট করেছে।

মাইলস্টোনে এইচএসসির সিট পড়েছে কিনা জানি না। পড়ার কথা...পরীক্ষা স্থগিতের নিউজ এসেছে আজ সকালে। অথচ পোলাপান কাল প্রিপারেশন নিয়ে আজ পরীক্ষার হলেও চলে গেছে। পরীক্ষার আগের রাতে টিভি বা পরীক্ষার দিন ফেসবুকে চোখ রাখার মতো অবস্থা কি পরীক্ষার্থীদের থাকে? সরকারের কি এই বুঝটা নাই? নাকি ঘুমে থাকায় হিসাব থাকে না?

চাইনিজ বিমান হওয়ায় নানাবিধ কথাবার্তা ডালপালা মেলছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে অস্ত্র বাণিজ্যের বিপক্ষে। এর পেছনে মার্কিন কোনো এজেন্ডা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

শিক্ষা সচিবকে অপসারণ করার যৌক্তিকতা দেখি না, যদি তা এই ইস্যুতে হয়ে থাকে। এখানে তার হাত নেই।

পাশাপাশি এয়ারফোর্স এ আওয়ামী আমলের নিয়োগ করা লোকগুলিকে নিয়েও একটা সিদ্ধান্তে আসা দরকার। আওয়ামী লীগ এই আন্দোলন ক্যাশ করার শতভাগ চেষ্টা করবে। সচিবালয়ে পোলাপান ঢুকে যাওয়ার ব্যাপারটাও আওয়ামী ষড়যন্ত্র বলে মনে করি। এদের উস্কানি তারাই দিয়েছে।

এই সুযোগে কেউ যদি বলে আওয়ামীরাই ভালো ছিলো, তাদের ফিরিয়ে আনতে হবে - এই গোষ্ঠীকে চিনে রাখুন। মরে গেলেও আমি আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তন চাইবো না। জীবনেও না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.