| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তাঘাটে স্কুলের ইউনিফর্ম পরিহিত বাচ্চা দেখলেই আরো বহুদিন হয়তো মাইলস্টোন ট্র্যাজেডির কথা মনে পড়বে। অনেক মায়ের কোল খালি হলো, আবার অনেকে হসপিটাল থেকে রিলিজ পেয়ে চলেও যাচ্ছে। কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে হয়তো আরো সময় লাগবে তাদের। এই ট্রমা বহুদিন তাদের তাড়িয়ে ফিরবে, প্লেনের শব্দও হয়তো সেই ভয়াল স্মৃতি মনে করিয়ে দেবে। আজকে থেকে নাকি মাইলস্টোনে আংশিক ক্লাস শুরু হবার কথা! এই ডিসিশনটা আমার মতে খুবই বাজে একটা ডিসিশন ছিলো। না শিক্ষক না শিক্ষার্থী - কেউই এক সপ্তাহেরও কম সময়ে আগের মতো স্বাভাবিক হতে পারবে না এত বড় একটা ইনসিডেন্টের পর!
আবাসিক এলাকায় বিমান উড্ডয়ন, এয়ারফোর্সের অবস্থাসহ আরো কিছু যৌক্তিক প্রশ্ন উঠেছিলো ঘটনার পর। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, এত বড় দুর্ঘটনা আর সমাধান সংক্রান্ত আলোচনা আমাদের নিউজফিডে দুইটা দিনের বেশি টিকলোই না!
আফসোস!
©somewhere in net ltd.