| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ সালে কথিত "যুদ্ধাপরাধী"(!)-দের ফাঁ সির দাবীতে ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ সড়ক অবরোধ করে কিছু হাভাতে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা মূলত অনলাইনে, সামহোয়্যারইন, মুক্তমনা ব্লগে ইসলামবিদ্বেষী ও নোংরা চটি লেখালেখি করতো। যার পুরোভাগে ছিলো অমি পিয়াল, রাজীব হায়দার, অভিজিৎরা। প্রথমটায় না বুঝেই অনেকেই এদের জোরালো সমর্থন জানালেও তাদের ব্যাকগ্রাউন্ড, মোটিভ, স্পন্সর ধীরে ধীরে খোলাসা হতে শুরু করে মূলত শফিউর রহমান ফারাবীসহ আরো কিছু ইসলামপ্রিয় ভাইদের কল্যাণে।
আলহামদুলিল্লাহ.….দীর্ঘ ১০ বছর পর শাহডগিদের যম, সেই শফিউর রহমান ফারাবী ভাই আজ জামিন পেয়েছেন। ইয়াং বয়সের ও জীবনের স্বর্ণালী সময়টা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অতিবাহিত হলেও আমরা তার জন্য দু'আ করি, আল্লাহ তাকে এই কষ্টের বিনিময়ে উত্তম প্রতিদান দিন। আর ইনশা আল্লাহ, এরই ধারাবাহিকতায় আল্লাহ বাদবাকি মজলুম, ইসলামপ্রিয় ভাইদের মুক্ত বাতাসে ফিরিয়ে আনবেন।
©somewhere in net ltd.