নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ এর দৃষ্টিভঙ্গি

ফ এর দৃষ্টিভঙ্গি › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীদের গেরিলা ট্রেনিং দিচ্ছে আর্মি স্টাফ : কিসের আলামত?

০১ লা আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

খু নী হাসুর আত্মীয় ওয়াকার আর তার বাহিনীর লোকজন যে জুলাই গাদ্দার হিসেবে একদিন আত্মপ্রকাশ করবে, এটা আগেই জানতাম। কিছু চুশীল, কচুক্ষেতি ইয়াজুজ শুয়োরাসহ আরো যারা তাকে মহান বানাতে সর্বদাই সচেষ্ট, তাদের কানের নিচে কয়েকটা জুতার বা রি দিয়ে জিজ্ঞাসা করবেন আর্মি অফিসারের BAL এর কর্মীদের গেরিলা ট্রেনিং দেয়া সম্পর্কে।

প্ল্যানমাফিক যখন এরা গেরিলা ট্রেনিং নিয়ে মাঠে নামবে, তখন এদের প্রতিহত করতে না পাশে পাবেন হাসুর অনুগত কুকুর পুলিশ, না র‍্যাব না আর্মির কাউকে! প্রায় বিনা বাধায় এরা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে আবারও চব্বিশের জুলাইয়ের মতো র ক্তগঙ্গা বইয়ে দেবে। এরপর হয় একটা টেকওভার নতুবা ক্যু/পাল্টা ক্যু হবে!

নির্বাচন নিয়ে যেসব ছাগলের পাল সস্তা ট্রল করে, তাদের হিদায়াত হোক। দ্রুত নির্বাচন ছাড়া এখন আর কোনো গতি দেখছি না। আর খোদ ইউসুফ সরকারসহ একটারেও বিশ্বাস করি না। শহীদের র ক্ত মাড়িয়ে ক্ষমতার মসনদে বসে এরা দেশকে নিয়ে ঘৃণ্য খেলায় মেতেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.