| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭৮ বছর আগের এই দিনে, দুই শতাব্দীর ব্রিটিশ গোলামীর জিঞ্জির ছিন্ন করার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িক, দা*ঙ্গাবাজ, হি*ন্দুত্ব*বাদী জমিদারদের নাগপাশ থেকে নিজেদের মুক্ত করেছিলো উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠী। আজকের বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রগতি ঘটেছিলো আরও এক ধাপ। ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে মূলত আজকের দিনটিতেই বপন হয়েছিলো বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের বীজ।
আপনি মানুন বা না মানুন, ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান না হলে আজকের এই বাংলাদেশের জন্ম একেবারেই অসম্ভব ছিলো। ৪৭ স্বয়ং ৭১ এর জননী! সেদিন পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় না ঘটলে আজ ভারতের অধীনে থেকে চোখের সামনে দেখতে হতো গরুর গোস্ত খাওয়ার "অপরাধে" (!) নিজ পরিবারের কাউকে পি টিয়ে হ=ত্যা, মসজিদ ভা[ঙ্গা], নারীর সম্ভ্রমহানিসহ আরো অনেক কিছু। সমস্ত প্রশংসা ও ইচ্ছা আল্লাহর, আর ধন্যবাদ পাওয়ার যোগ্য মুসলমানদের পৃথক আবাসভূমির স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী আল্লামা ইকবাল, মুহাম্মাদ আলী জিন্নাহ, এ.কে. ফজলুল হক, স্যার সলিমুল্লাহ প্রমুখকে!
৪৭ অস্বীকার করে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করা যায় না। আজকের এই দিন শুধু পাকিস্তানের একচ্ছত্র সম্পত্তি না। এখানে বিশাল অবদান বরং আমাদেরই রয়েছে।
আপনার বাপ ৭১ এর সংগ্রাম করেছে, এটা মানলে এও মানতে হবে যে আপনার দাদা ৪৭ এ ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে অংশ নিয়েছিলো। সুতরাং পাকিস্তান বলেন বা আজকের বাংলাদেশ, তা আমাদের পূর্বপুরুষদেরই আন্দোলনের ফসল। শুধু পাকিস্তান না, ভারতও আমাদের মুসলমান জনগোষ্ঠীর কাছে ঋণী। ব্রিটিশরা সবচেয়ে বেশি র*ক্ত মুসলমানদেরই ঝরিয়েছে। আর একটি বিশেষ ধর্মের লোকজন, শিক্ষিত পণ্ডিত আর জমিদারেরা তো ব্রিটিশদের পা-চাটায় ব্যস্ত ছিলো, যাতে তাদের জমিদারি ক্ষমতা আরো দীর্ঘায়িত হয়।
এনসিপি নাকি ৪৭ ঔন করে! কই, তাদের কারো তো এ নিয়ে কোনো পোস্ট দেখলাম না! শুধু ওসমান হাদী আর তার ইনকিলাব মঞ্চের পোস্ট চোখে পড়েছে। আর ৪৭ নিয়ে এবার মানুষ গত বছরের চেয়েও আরো বেশি কথা বলছে, ফ্যাক্ট, ইতিহাস, বইয়ের কোটেশন তুলে ধরে ডিস্কাস করছে। ব্যাপারটা বেশ ভালো লেগেছে যে আমরা কেউ শিকড় ও সত্যিকারের ইতিহাস ভুলে যাইনি, দেড় যুগ আওয়ামীদের এত প্রাণান্তকর প্রচেষ্টার পরও! যাই হোক, আমার উপরের কথার বিরোধিতাকারী যাকেই দেখবেন, বুঝবেন হয় সে আওয়ামী নতুবা আওয়ামী ভাবধারায় বেশ ভালোভাবেই প্রভাবিত! আর এর কোনোটাই না হলে বুঝবেন, আওয়ামী লীগের শুন্যস্থান পুরণ করার মিশনে আছে।
ক্বওম, মুলক, সালতানাত
পায়িন্দাহ তাবিন্দাহ বাদ,
শাদ বাদ মানজিলে মুরাদ...
আবারও আজাদীর মুবারাকবাদ!
©somewhere in net ltd.