| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দেশের মিডিয়া আর সেলেব্রিটি বিশেষ করে মিডিয়াকে সেদেশের দর্পণ বলা হয়। আমাদের দেশটা এতটাই অভাগা যে না মিডিয়া না সেলেব্রিটি, কোনোটাই দর্পণ বলা তো দূর, মানুষের জাতের মধ্যেই পড়ে না। এদের নাম শুনলেই মুখে অটোমেটিকালি গালি চলে আসে। মাত্র একটা বছর, এরই মধ্যে ২০০০ শহীদের শোক এদের কাছে হালকা হয়ে গেছে! কিন্তু স্বাধীন দেশের প্রথম স্বৈরাচার মুজিবের জয়বাংলা হয়ে যাবার সুবর্ণ জয়ন্তীর "শোক" (!) এদের কাছে এখনও টাটকা! এসব কুলাঙ্গারদের কি বলা যায়?
জুলকারনাইন সায়েরের পোস্ট, তৌহিদ আফ্রিদির প্রতি অভিযোগ, সবকিছু মাথায় রেখেই বলছি, এসবের পরেও কথিত দুই আনার সেলেব্রিটি আর মিডিয়া নটাংকিদের এই গুরুতর অপরাধ লঘু হয় না। ফ্যাসিস্ট এতদিন আমাদের মাথার উপর ছড়ি ঘুরালো, এর পেছনে এই সেলেব্রিটি নামক কুকুরগুলোরই অন্যতম দায় ছিলো। যমুনা টিভি নিয়ে অতিরিক্ত ফালাফালি যারা করেছিলো, তাদের আশা করি ঘুম ভেঙ্গেছে! এরা তাদের আসল রঙ দেখিয়ে দিয়েছে।
মিডিয়ার মধ্যে দৈনিক আমার দেশ আর সেলেব্রিটিদের মধ্যে লতিফুল ইসলাম শিবলী ও মাবরুর রশিদ বান্নাহ - মাত্র এই কয়টি নামই এখন বিশ্বাসযোগ্য। আর কালচাড়াল শুয়োরদের কথা বলতে গেলে বলতে হয়, লিলিপুট ফারহানের বিনম্র শ্রদ্ধার ট্রল ভিডিও বা এদের পোস্টার বানিয়ে সেখানে জুতা নিক্ষেপ - দুটাই তাদের অপরাধের মাত্রা বিবেচনায় কিছুই না। এদের ছবির উপরে মূত্র বিসর্জন করা উচিত ছিলো। আর আমরা জাতি হিসেবে বেহায়া, সুতরাং এদের বয়কট করতে পারবো না। তাই বয়কটের প্রসঙ্গে আর গেলাম না। দুই টাকার যাহের আলভী, আরশ খান, খায়রুল বাশাররা তাই আমাদের চোখের সামনে খু নীকে শ্রদ্ধা জানায় আর আমরা চেয়ে চেয়ে দেখি।
©somewhere in net ltd.