![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাম্পাসের ঐ বারান্দাটায়
একলা সেদিন বসে
স্যারের দেয়া অংক গুলো
নিচ্ছি আবার কষে !
হঠাৎ সেথা ষোড়শী এক ত্বন্বী
এসে পাশে বসে,
আমার পানে অপলক চেয়ে,
মুচকি মিষ্টি হাসে ।
ওষ্ঠদ্বয়ের আলতো কাঁপন
আমার চোখে ভাসে ।
তার দৃষ্টির গভীর খাতে
অজ্ঞাতে যাই ফেঁসে ।
হঠাৎ আবার হারিয়ে গেল
আজানা পথের শেষে !
হৃদয় হারি সেই ত্বন্বীকে আর
কখনো দেখিনি পাশে।
এখানে ওখানে খুজে ফিরি
নিয়ে অতৃপ্তি ! দীর্ঘশ্বাসে !!
©somewhere in net ltd.