নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতের ইতিহাসঃ

৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

সকালে অফিসে যাইতে গিয়া দেখি আমার ড্রোন স্টার্ট নেয় না।আউট অফ অর্ডার। মেজাজ খারাপ হয়ে গেলো।
আজ বাসে কইরা যাওয়া লাগবে মনে হয়! তাড়াতাড়ি রিক্সায় কইরা মিরপুর রোডে চলে আসলাম।

রাস্তায় বাসের অভাব নাই। কিন্তু উঠতে পারি না কোনটাই... দুনিয়ার ভিড়!
একটা লক্কর ঝক্কর ৮ নম্বর বাস আসলো - সীটও খালি আছে মনে হলো-
বাসের হেল্পার ডাকে "এই পল্টন মতিঝিল কমলাপুর সিংগাপুর..."
আমি লাফ দিয়া উঠলাম।

"কই যাইবেন কমলাপুর নাকি সিংগাপুর?"

"সিংগাপুর যামু ভাড়া কত?"

কন্ট্রাকটর কয় ভিসা থাকলে চারশ আর ভিসা না থাকলে চারশ পন্চাশ-
কইলাম ভিসা তো নাই তোরা কি অন এরাইভাল ভিসার ব্যবস্থা করবি?
কয় এক মিনিটের ব্যপার;
গাড়িতেই অনলাইনে ভিসার ব্যবস্থা আছে
এম্বেসির সাথে সরাসরি যোগাযোগ করে পাসপোর্টে ভিসা লাগাই...
আপনে পাসপোর্ট দেন।

কইলাম পাসপোর্টতো আনি নাই সাথে!
কন্ট্রাকটর কয় "কোন সমস্যা নাই... গাড়িতে রোবোডগ আছে; ক্যামেরা সহ। বাসার ঠিকানা দেন...রাস্তায় যে জ্যাম লাগছে - আমরা ফার্মগেট পৌছানোর আগেই ও এক দৌড়ে আপনার বাসা থেকে নিয়া আসবে..."
আমি বললাম সাব্বাশ্!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: রুপকথার দেশ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হা হা হা....... B-)

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সেইরাম ফিউচার ;)

+++

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ভবিষ্যতেও ফার্মগেট জ্যাম থাকতে পারে। আমি একমত।
আচ্ছা, মেট্রোরেলের সার্ভিস কেমন?

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

পবন সরকার বলেছেন: দারুণ লাগল।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: ফিউজিটিভ,




হা..হা.. ভবিষ্যৎ তো আরো খারাপ। বাসা থেকে তো রাস্তায় পা-ই ফেলতে পারবেন না। কাজে কামে যেতে হলে হয় হেলিকপ্টার লাগবে নয় তো জ্যামে বসে থাকা বাস-ট্রাক-টেম্পু-মোটরকার-রিক্সা ঠেলাগাড়ির ছাদে পা ফেলে হেটে হেটে মতিঝিলে বা গুলশানে যেতে হবে ঠিক যেমনটা এ্যাকশান ধর্মী ছবিতে হিরো সাহেব একটার পর একটা গাড়ীঘোড়ার ছাদের উপর দিয়ে দৌঁড়ে যায় ভিলেনকে ধরতে তেমন করে........... :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.