| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩১ মে, রাঙ্গামাটি জেলার ভূষণছড়া গণহত্যা দিবস । ১৯৮৪ সালের ৩০ মে দিবাগত রাত আনুমানিক ৪টা থেকে পরদিন সকাল ৮টা ৩০মিনিট পর্যন্ত সময়ে অর্থাৎ ৩১ মে সংঘটিত পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ভূষণছড়া গণহত্যা। যে ঘটনার মাধ্যমে মাত্র কয়েক ঘন্টা সময়ে হত্যা করা হয়েছে চার শতাধিক নিরস্ত্র নিরীহ মানুষ । এবং আহত করা হয়েছে আরও সহস্রাধিক মানুষ। নিশ্চিহ্ন হয়ে গেছে একটি জনপদ। আজ থেকে ২৯ বছর আগে রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ও তার পার্শ্ববর্তী এলাকার বাঙ্গালীরা এই নির্মম গণহত্যার শিকার হন। সম্ভবতঃ পার্বত্য চট্টগ্রামের কয়েক শত বছরের ইতিহাস ঘাটলেও এত বড় ধ্বংসযজ্ঞের আর কোন নজির খুঁজে পাওয়া যাবে না। এমনকি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে পাকিস্তানী পাষণ্ডরাও এখানে এমন জঘন্যতম ঘটনার জন্ম দেয়নি।
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
ফুরামন ২ বলেছেন: শুধু তাই না, গত ২৭ মে কেবিনেট মিটিংয়ে পার্বত্য ভূমি কমিশন আইনের যে সংশোধনী পাস করা হয়েছে, তা যদি কার্যকর হয় তাহলে পার্বত্যাঞ্চল শুধু নামে মাত্র বাংলাদেশের অংশ থাকবে। তা-ও আবার খুব বেশি দিনের জন্য না। কেননা পুরো বিষয়টাই ছেড়ে দেয়া হয়েছে সন্তু লারমাদের হাতে
২|
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
আহসান২২ বলেছেন: লিঙ্ক
উপরের লিংকে ইউপিডিএফএর পতাকা। নিচে মিয়ানমারের পতাকা। অথচ মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার পর বাঙ্গালী তাদের আশ্রয় দেয়।
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
ফুরামন ২ বলেছেন: অথচ এর পরেও আমাদের কর্তৃপক্ষ আঙ্গুল চুষতেছে
৩|
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
আহসান২২ বলেছেন: লিঙ্ক
তাদের এই লিঙ্কে তারা কিভাবে মিথ্যা ছড়াচ্ছে। বাঙ্গালীরা উদার বলে তারা এত ওভার স্বাধীনতা(স্বাধীন দেশের ভিতর আরেকটা স্বাধীন দেশ(এক দেশের ২ সংবিধান)) ভোগ করতেছে।
শ্রীলঙ্কা যেমন তামিল টাইগারদের নিধন করছে বাংলাদেশের উচিত তেমনি ইউপিডিএফ নিধন করা। এরা পাহাড়ে পপি চাষ করে তা আবার গোল্ডেন ট্রাইএঙ্গেলে যায়। এই নিয়ে ইন্ডিপেন্ডেন্টে টিভির একটা অনুষ্ঠান 'তালাশে' প্রতিবেদন দেখায়। এরা মিয়ানমারের উলফাদের কাছ থেকে অস্ত্র কিনে।
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২
ফুরামন ২ বলেছেন: ইন্ডিপেন্ডেন্ট টিভি খবর পায়, আর আমাদের নিরাপত্তা রক্ষীরা ঘুমায়...., অথবা দেখেও না দেখার ভান করে
৪|
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
মাজহারুল হুসাইন বলেছেন: ৩০ হাজার বাঙালির হত্যাকারীকে বাঙালি জাতিয়তাবাদের দাবিদাররাই পৃষ্ঠপোষণ করে রহস্য কি ?
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ফুরামন ২ বলেছেন: রহস্য তারাই ভালো জানেন যারা এই রহস্যের রসে সিক্ত। আমরা হইলাম আম বাঙালি, আমাদের জন্মই হয়েছে শুধু তাদের রহস্যের লীলা দেখার জন্য
৫|
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
নষ্ট ছেলে বলেছেন: এই ব্যাপারে সুলতানা কামাল চক্রবর্তীরা নীরব থাকে!
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ফুরামন ২ বলেছেন: আহা! আম বাঙালির জন্য ওনারা কথা বলে মানবাধিকার ব্যবসায় লস করতে যাবেন কেন? নিজের লাভ-লস তো পাগলেও বুঝে, তাই না?
৬|
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আতা2010 বলেছেন: বর্বর জংলি
৭|
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
আতা2010 বলেছেন: বর্বর জংলি
৮|
৩০ শে মে, ২০১৮ রাত ১:১৩
মাহের ইসলাম বলেছেন: ভাই,
লেখালেখি ছেড়ে দিলেন নাকি ?
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
আহসান২২ বলেছেন: কি আর কমু বাঙালিরা লাই দিয়া এই উপজাতিদের মাথায় তুলছে।
এরা রাজাকারের বংশধর। চরম বাঙ্গালী বিদ্বেষী।
# তাদের সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফএর পাহাড়ে ওপেন ত্রাস সৃষ্টি করতেছে। এমনকি তারা বাংলাদেশকেই বিশ্বাস করে না। তাদের পতাকা মিয়ানমারের পতাকার সাথে মিল। সরকার দেখে না দেখার ভান করেতেছে।
এতদসত্তে বাংলাদেশের জনসংখ্যার .০০৫% হওয়ার পরেও ৫% কোটা দিয়া প্রশাসনের সব জায়গায় তাদের নিয়োগ সত্যিই দুর্ভাগ্যজনক।