নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গালীব পাশা (কবি ও ছড়াকার) লেখক নাম, মূল নামঃ মামুনুর রশীদ।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

বই প্রকাশ প্রসঙ্গে

০২ রা মে, ২০১৫ রাত ৮:৫৯


বন্ধুরা,আল্লাহ যদি তওফিক দেন তাহলে আগামী ২০১৫ তে একটি প্রেমের বই প্রকাশ করার ইচ্ছে করছি।বইটির নাম হবে "প্রেম ও যৌবণ"।না এটি গতানুগতিক কোন প্রেমের বই হবেনা,এটি হবে আধ্যাত্ত প্রেমের বই।এখন কথা হচ্ছে বইয়ের জন্য এখনো তেমন কোন কবিতা লেখা হয়নি।মাত্র গতকাল (০১/০৫/১৫) এ চিন্তা মাথায় এসেছে।তাই কিছুটা লেখা আরম্ভ করছি,বন্ধুদের কাছে শুভ কামনা ও দোয়া প্রার্থনা করছি যেন আশা পূরণ হয়।সবার জন্য রইল শুভ কামনা।ও হ্যাঁ কিছু লিখলাম,কেমন হল জানাবে..।।।।
"প্রেমের শরাব"
পিয়েয়েছ সখা মোরে প্রেমের শরাব এখন আমি যে মাতাল
যে দিকে তাকাই তোমায় দেখি স্বর্গ ,মর্ত্য ,পাতাল।
আমার হিয়া মিশে গিয়াছে তোমার হিয়ার মাঝে
বিচ্ছেদ তা করতে পারেনা দুনিয়ার কোনো লাজে।
লাজ,শরম আমি দূরে সরে দিয়ে মজেছি তোমার প্রেমে
তৃষিত হৃদয়ের তৃষ্ণা মিটাই শরাব সাগরে নেমে।
যত পিহি শরাব তৃষ্ণা মিটাতে তৃষ্ণা যে আরো বাড়ে
বল সখা ওরে তুমি ছাড়া এ তৃষ্ণা কে মিটাতে মোর পারে।
হর রোজ আমি শরাব সাগরে ডুবে হই একাকার
মন তাতে মোর বাধ মানেনা ডুবে যেতে চায় বার বার।
এ শরাব সাধ বুঝাবো কেমনে মোর নাই তাতে ভাষা
তুলনা বিহিন এর তুলনা লক্ষ তুলনায় ঠাসা।
যদি চাহি আর পিহিবোনা ভুলে ফের গিলে ফেলি
হাজারো ফুলের নির্যাস তাতে চম্পা,চামেলি,বেলী।
একবার যাকে পিয়াও এ শরাব সে যায় তাতে মজে
আসমান,জমিন পাহাড়,পর্বত সবখানে তার খুঁজে।
নেশায় তাহার বুঁদ হয়ে যায় নেশা তার ভারী
কাটেনা এ নেশা সখা বিহনে মাথায় মার শত বাড়ি।
চার দিকে দেখে সখার ছবি অন্য তাহাতে নাই
মন চায় শুধু সখারে দেখতে,চাই আর শুধু চাই।
সখা যদি ক্ষনিক যায় যে লুকিয়ে অথবা লুকাতে চায়
চার দিকে ব্যাথায় ধ্বনি যে উঠে হায় ,হায়,হায়,হায়।
এ ধ্বনি বাজে স্বর্গে,মর্ত্যে চার দিকে উঠে শোর
পটাপট করে খুলে যায় যত ফানা-ফিল্লাহর দোর।
যে পিয়ে প্রেমের মাতাল শরাব সে ডুবে হয় তাতে লীন
বেহুস,বেহাল মাতোয়ারা হয় শুনে যে সখার বীন।
আমিও পিয়ে প্রেমের শরাব পড়েছি প্রেমের ঘোরে
ধ্যানে কেটে যায় সারা রাত,দিন,সকাল,বিকাল,ভোরে।
রচনা কালঃ০১/০৫/২০১৫ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.