নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গালীব পাশা (কবি ও ছড়াকার) লেখক নাম, মূল নামঃ মামুনুর রশীদ।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

নাগা মা

১০ ই মে, ২০১৫ সকাল ১১:৩৩

আমি ছিলাম পরিবারের সবচেয়ে বোকা সদস্য ও সবার ছোট।সব সময় মায়ের আচল ধরে থাকতাম।জানিনা বিধাতার কি অদৃশ্য খেলা ছিল এই আমিই হয়ে গেলাম ভবঘুরে।এই ভবঘুরে জীবনের এক অধ্যায়ে ঘুরতে ঘুরতে ভারতের নাগাল্যান্ডের রাজধানি "কুইমা"তে পৌছি।এখানে একদিন এক গলির ভেতর দিয়ে যাচ্ছিলাম,হঠাত আমার নজরে পড়ল এক অন্ধ ভিখারি মা।আমি ভিখারির দিকে চেয়ে দেখলাম কি যেন হাতড়াচ্ছে।একটু দূরে দেখলাম একটি ছোট বাচ্ছা।বাচ্ছাটি অন্ধ মায়ের কোল থেকে হাটু ভর দিয়ে একটু দূরে গিয়েছে।তাই মা পাগলের মত বাচ্ছাকে হাতড়্যে বেড়াচ্ছে।একটু পরেই বাচ্ছাটি মায়ের হাতের নাগালে চলে এল।অন্ধ মা,টি বাচ্ছাটকে কোলে চেপে ধরে কেঁদে দিল,কিন্তু তার দুই চোখ তো অন্ধ।সে অন্ধ চোখের কান্নার ভাষা আমি আপনাদের বুঝাতে পারবোনা।শুধু এই টুকু বলবো ;আমার দু,চোখ দিয়ে বিষম ব্যথায় ধর ধর করে
পানি ঝরছিল।কারন আমার মায়ের কথাও তখন মনে পড়ে গিয়েছি,আমার বোকামির জন্য আমার মা তখন আমার থেকে অনেক দূরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.