নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গালীব পাশা (কবি ও ছড়াকার) লেখক নাম, মূল নামঃ মামুনুর রশীদ।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

গালীব পাশার কবিতা

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০


“প্রার্থনা”
হে খোদা,
এত দয়া মায়া
এত ভালোবাসা
এত তরু ছায়া
দিয়েছ তুমি আমায়।
তাই ঘুমো ঘোরে
ফুল মধু বনে
স্বরি আমি তোমায়।
হে মোর বন্ধু বিধাতা
তুমি ভুলোনা আমায়
তোমারি ক্ষমায়
ভাল তব বাসায়
রাখিও আমারে ।
আমার চোট্ট বুকে
সুখ আর সুখে
করো অফুরান
সব কর দান।
আমার দ্বারা
হয় না যেন ক্ষতি
হে নিয়তি,কোন মানুষের।
সব শেষে,
আসবে যখন চিঠি
আমারে তুমি
তোমাই বুকে,অতি যতনে
দিও ঠাই।
হে খোদা।
তোমারি কাছে এ মোর চাওয়া,
আর চাওয়া কিছু নাই।
আমার দিব্য চোখে
বিশাল শুন্যতায় দেখে
তুমি ছাড়া সবই মিথ্যে
আর কিছু নাই নাই।
রচনাকালঃ ৫ই এপ্রিল ১৬,ঢাকা
NB:লেখটি লিখতে গিয়ে আমার চোখে পানি এসে গেছে,কেন জানিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.