নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গালীব পাশা (কবি ও ছড়াকার) লেখক নাম, মূল নামঃ মামুনুর রশীদ।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

“মানবতাবাদীরা আজ কোথায়”

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১



হিউম্যান রাইটস ওয়াচ সহ বিশ্বের মানবতাবাদী সংগঠন ও মানবতাবাদী ভাইয়েরা এখন কোথায় ?মিয়ানমারের রাষ্টীয় মদদ পুষ্ট সেনাবাহিনী ও বৌদ্ধরা মিলে মুসলমানদের মেয়েদের গনিমতের মাল মনে করে যে যে ভাবে পারছে ধর্ষন শেষে মেরে ফেলছে।ওদের শিশুদের পুড়ে কাবাব বনাচ্ছে,পুরুষদের কুত্তার মত জবাই করছে,বাড়ী ঘর জালিয়ে শ্ব্শান বানাচ্ছে।আর আপনারা সামান্য গায়েসারা প্রতিবাদের নামে প্রতিবাদকেই অপমান করছেন।এ কেমন কথা।আপনাদের প্রতিবাদে এখন জোর নেই কেন ?এ দেশে কিছু হলেই আপনা্রা হই হই রৈ রৈ ফেলে দেন।অতচ মানবতাকে যারা পায়ের নিছে পিষে ফেলে বিশ্ব কে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কার্যকর কোন প্রদক্ষেপ নিচ্ছেন না। কিন্তু কেন?আমরা চাই আপনারা আর দেরি না করে এ বিষয়ে আরো জোরালো প্রদক্ষেপ নিন।বিষয়টিকে বিশ্ব দরবারে কার্যকর ভাবে উপস্থাপন করুন।এ নিরীহ মানুষগুলোকে রক্ষার এগিয়ে আসুন বা সবাইকে এগিয়ে আসতে সহায়তা করুন।যেখানে মানবতা মৃত্যুর দুয়ারে এসে হাহাকার করে মরছে সেখানে মানিবতাবাদী সংস্থা গুলো ও মানবতাবাদীর জোরালো কোন ভুমিকা না থাকা কোন ভাবেই কাম্য নয়।আমরা কখনো কোন জাতি,ধর্ম,গোষ্টির প্রতি কারো কোন প্রকার অত্যাচার,অনাচার সমর্থন করিনা।সে যে দেশ বা কালেরই মানুষ হউক না কেন। সে সাথে নোবেল কর্তৃপক্ষকেও অনুরোধ করছি সুচীর নোবেল প্রত্যাহারের জন্য।কোন অমানুষ নোবেল নিয়ে মানুষ হত্যায় সাহায়তা করে মানবতাবাদী নোবেল তথা নোবেল পুরস্কারকে বিতর্কিত করবে তা হয়না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.