নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গালীব পাশা (কবি ও ছড়াকার) লেখক নাম, মূল নামঃ মামুনুর রশীদ।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

গালীব পাশার সুচির প্রতি ছড়া

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬


“আগুন,গুলি,ফাঁসি”

সুচি তোমার বুছিতে কেউ
জোরসে মারে কোপ
বলো তোমার এই আঘতে
লাগবে না’ক দুঃখ?
তোমার পাচায় বরুয়া বাঁশ
কেউ যদি দেয় ঠেলে
বলো তোমার পাচার ছাল
যাবে না’ক ছিড়ে ?
(বেদনারই নীল কষ্টে
ধরবে না’ক ঘিরে!)
আগুন মাঝে তোমায় ফেলে
কেউ করে হই চই
জলসে যেতে তোমার কেমন
লাগবে বলো সই?
এখন বলো রেহিঙ্গাদের
করছো তুমি এমন
শুয়োরেরও অধম হয়ে
করছো তাদেরন দমন।
রেহিংঙ্গাদের মেয়ে শিশুর
লজ্জা স্থানে বসে
লেলিয়া দেয়া কুকুররা তোর
উঠছে ভীষণ হেসে।
আগুন,গুলি,ফাঁসি তাদের
ভাগ্যে কেন লিখা
বসত ভিটায় জলছে কেন
তোর আগুনের শিখা ?
এই সবুজের জমি কেন
তাদের দোজখ হলো
শান্তিকামি নোবেল সূচি
বলো বলো বলো............??
ঃলেখকের কফিয়তঃঃ ছড়াটিতে বাংলা ভাষার কিছু ফালতু শব্দ ব্যবহার করা হয়েছে এবং তা ইচ্ছে করেই। আর ছড়াটির প্রাসিঙ্গতার জন্যই তা করা হয়েছে।তাই বেহুদা কেউ নাক,কান,ভুরু চুলকাবেন না।মিয়ানমারে যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তা কুকুরের পক্ষেও করা সম্ভব নয়।তাই লিখতেই হল। আর এই সময় সন্নিক্ষনে একজন লেখকের পক্ষে ” শ্যাম রাখি না কুল রাখি ”এ দো’টানায় থাকা সম্ভব নয়।তাই লেখকের দায়িত্ব ও বিবেকের তাড়নাই লিখেছি।লেখকের সহজ লিখন কোন কালেই সহজ ছিলনা।এখনো তা নয়।এদেশে তো কিছু বাড়তি সমস্যাও আছে,তা রাজাকারবাদ,জঙ্গিবাদ।জঙ্গিবাদ,সমাজ,রাষ্ট্র সব কিছুর রক্ত চক্ষু উপেক্ষা করে একজন লেখককে লিখতে হয়।পৃথিবীর যেখানেই যে জাতি বা ধর্মের লোকেই অত্যাচারিত হবে লেখকের কলম সে মজলুমের পক্ষেই গর্জে উঠবে।So লিখলাম,বাকী নিয়তির হাতে।
রচনাকালঃআজিমপুর, ঢাকা।
৩০।০১১।২০১৬ ইং

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ধ্রুবক আলো বলেছেন: লেখার জন্য অভিনন্দন জানাই, সবচেয়ে ভালো লাগছে ছড়াটা যেটা সু চি কে ওর দেশিয় ভাষায় পড়ে শোনানো দরকার.,,,
ভাই আমাদের তো শুধু কলমই আছে হাতিয়ার হিসেবে তাই এইসব জালিমদের বিরুদ্ধে লিখে প্রতিবাদ করতে হবে। দেখা যায় নোবেল তো ভন্ডামিতেই দেয়া হয়! রোহিঙ্গাদের উপর অনেক অত্যাচার হচ্ছে কিন্তু কোন রাষ্ট্র মানে শক্তিশালি রাষ্ট্র চাপ দিচ্ছে না কোন!

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ক্ষমতায় থাকার জন্যই সুচি আজ অসুচি হয়ে গেছে

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
সুচি বলে ওদেশে কেউ নেই। বলতে হবে সুকি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.