নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গালীব পাশা (কবি ও ছড়াকার) লেখক নাম, মূল নামঃ মামুনুর রশীদ।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

গোলাফ ফোটাও পৃথীর মাঝে

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:১২

গোলাফ ফোটাও পৃথীর মাঝে
-----গালীব পাশা

যুদ্ধ মানে লাশের সারি
যুদ্ধ মানে চোখের জল
যুদ্ধ মানে রক্ত নদী
বইছে সদা কল কল কল।
যুদ্ধ মানে শিশুর হাসি
বুলেট মেরে ঝাঁঝরা করা
যুদ্ধ মানে মায়ের বুককে
চির তরে খালি করা।
যুদ্ধ মানে বিশ্ব মাঝে
হাহাকার আর ক্ষুদার জ্বালা
বিশ্বটাকে থমকে দেয়ার
বন্ধ করা দানব তালা।
যুদ্ধ মানে মা-হারা আর
বাবা-হারার সাগরসম যন্ত্রণা
স্বামী সন্তান সব হারিয়ে
সিন্ধু সম বঞ্চনা……।
তাই বলি ভাই যুদ্ধ নয়
গোলাফ ফোটাও পৃথীর মাঝে
দুনিয়াতে অশান্তি নয়
সবাই লাগি মানব কাজে……

২১/০৩/২০২২ ইং


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: গোলাফ ????????????????????????????????????


বানান ঠিক করেন B-)

২| ২১ শে মার্চ, ২০২২ রাত ১০:৩১

ওয়াজ বাবা বলেছেন: ভাই, সিরোনামে বানান ভূল থাকলে চোক্ষে বাজে, ঠিক করে দিলে ভাল হত

৩| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: শিরোনামটা ঠিক করুণ।

৪| ২২ শে মার্চ, ২০২২ রাত ১:০৮

নূর আলম হিরণ বলেছেন: আপনি কি, গোলাপ ফোটাও পৃথিবীর মাঝে বলতে চেয়েছেন?

৫| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: শিরোনামের বানানই যদি ভুল হয় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.