নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুল নামঃ মো, মামুনুর রশীদ (কবি,ছড়াকার ও সাহিত্যিক)।

গালীব পাশা

মা কে ভাল বাসুন,মা'ই জান্নাত।

গালীব পাশা › বিস্তারিত পোস্টঃ

মজলুমের পক্ষ নিন

১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৪১

গাজায় বোমার আঘাতে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়ে যাচ্ছে আর আমাদের মধ্যপ্রাচ্যের শেখেরা শুনেছি মরুভুমিতে হন্যে হয়ে চষে বেড়ায় মরুভুমির নিরীহ জন্তু সান্ডাদের শিকার করার জন্য।এ জন্তু গুলো খেলে নাকি মদ্দামি শক্তি বাড়ে।এ জন্য তারা অনেক টাকা ব্যয় করে।ধিক হে শেখ,তোদের ধিক।শিশুদের ছিন্ন ভিন্ন শরীর দেখে যেখানে আরশ কেপে উঠছে সেখানে তোমরা নোংরামি আর বিলাসিতায় ডুবে তোমাদের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ।ছি তোমাদের ছি।ছি তোমাদের বিলাসিতায় ছি তোমাদের নোংরা যৌনতায়।আরশের অধিপতির কাঠগড়ায় একদিন তোমাদের জবাব দিতেই হবে।সেদিন এমন বান্ডা তোমাদের পাচায় দেয়া হবে যে লাড়ির চামড়াও খুজে পাওয়া যাবেনা।এখনো সময় আছে তওবা করে সান্ডা খোজা বাদ দিয়ে স্বজাতির এন্ডা বাচ্ছাদের রক্ষায় কঠোর হস্তে এগিয়ে আসো।মজলুমের পক্ষে দাড়াও......

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: সৌদির দোষ দিয়ে লাভ নাই।
সৌদি অসহায়।
শক্তি নেই, তবু কেন ইজরায়েলের সাথে লাগতে যায়?

২| ১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৫

রাসেল বলেছেন: নিরাপরাধীদের উপর যত অত্যাচার অবিচার হইতেছে, যা উন্নত বিশ্ব সচেতনভাবে সমর্থন দিয়ে যাইতেছে। এই অন্যায়ের প্রতি চরম ঘৃণা প্রকাশ করিতেছি।

৩| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.