![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে সোনালী ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলছি। এতদিন দরকার পরেনি তাই টাকার বান্টেলটা খুলিনি। আজকে খুলে দেখি ৫০০ টাকার ১১ টা নোট ছিড়া শুধু ছিড়া না বেড়াছেড়া অবস্থা
এখন আমি কি করতে পারি ?
প্লিজ কারো জানা থাকলে জানিয়ে এই গরীবকে উদ্ধার করেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
গারো হিল বলেছেন: কি কন আবার কমিশন দেয়া লাগবে
কোন ব্যাংকে নিয়ে যাবো ?
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
দুরন্ত-পথিক বলেছেন: ঐ ব্যাংকে অথবা যে কোন ব্যাংকে গেলে বদলে দেবে
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
গারো হিল বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ঐ শাখায় নিয়ে যান, কিছু পামপট্টি দ্যান- পাল্টায়ে দিবে।
নতুন লুলু পোস্ট পোস্টান ছোটভাই ||
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
গারো হিল বলেছেন: লাভ নাইরে বস
এই সময় লুলু পোস্ট দিলে মাইর মাটিতে পড়বো না বড় ভাই
তারপরও একটা রিস্ক নিতে হপে
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
নিয়েল ( হিমু ) বলেছেন: উম দেন ২/১টা বান্ডিল বাড়তেও পারে
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
গারো হিল বলেছেন: কিরাম আছেন ?
দূর মিয়া আমি মুরগী নাহি
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
নিয়েল ( হিমু ) বলেছেন: ব্লাছি
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
গারো হিল বলেছেন: ক্যামনে
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
কায়সার ইয়াসিন বলেছেন: বাংলাদেশ ব্যাংক এ যোগাযোগ করুন।টাকা যদি পুঁড়ে না যায় তাহলে এরা আপনাকে এর পরিবর্তে নতুন টাকা দিবে।তবে একটু কষ্ট করতে হবে তা হল নোটের ছেঁড়া স্থান গুলো কাগজ লাগাতে হবে
আমি একবার ডেস্ক এ ৫০০ টাকার নোট রেখেছিলাম যা ইঁদুরে কেটে ফেলেছিল।আমি বাংলাদেশ ব্যাংক এ নিয়ে গিয়েছিলাম কাজ হয়েছিল।
য়ার যদি কষ্ট করতে না চান ওখানে আশে-পাশে একটু ঘুরলে দেখবেন অ্নেকে আছে ঘোরাঘুরি করছে এসব টাকা নেয়ার জন্য।তবে হ্যাঁ এরা কিন্তু প্রতি নোটের জন্য কিছু টাকা কেটে রাখে।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
গারো হিল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
পরবর্তীতে এইরকম হলে কাজে আসবে......আপাতত টাকাগুলো এক বড়ভাইকে দিয়ে চালিয়ে দিয়েছি
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ভিটামিন এ বলেছেন: ব্যাংকে নিয়ে গেলে কিছু কমিশন কেটে টাকা ফেরত দেবে।