![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লার দোহায় লাগে আর একটা বার বসে দেশের জন্য কিছু করুন....আমরা দেশকে ভালোবাসি....আমরা ছোট্র একটি রাস্ট্রের অনেক গরীব হয়েও আমরা যে ইতিহাসের জন্ম দিয়েছি......তা কি আর কেউ পেরেছে ........তার প্রতিদান আমরা দিয়েছি ৭১, ৫২ ছাড়াও দেশের প্রত্যকটি খারাপ সময়ে....অনেক না পাওয়ার মাঝেও আমরা অনেক ভাল ছিলাম......প্লিজ আমাদের ভাল থাকতে দিন আল্লার দোহায় লাগে
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩
গারো হিল বলেছেন: আমরা আবার ফিরে যেতে চাই সেই সোনালী দিন
২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩
সাজিদ এহসান বলেছেন: আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেকে...
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
গারো হিল বলেছেন: আল্লার দোহায় লাগে আর একটা বার বসে দেশের জন্য কিছু করুন....
৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩
বোকামন বলেছেন:
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
গারো হিল বলেছেন: আল্লার দোহায় লাগে আর একটা বার বসে দেশের জন্য কিছু করুন....(
৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩
আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: মনে হয় দেশ গযব হইয়া যাইবো, মাগার হেরা কেমতে গদি দখল করা যায় হেই দেমাগ চালানী বন্ধ করবো না !
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
গারো হিল বলেছেন: পাব্লিক কলা খাক তাদের কিছু আসে যায় না বুঝি কিন্তূ তারপরও দেশের বৃহত্তর স্বার্থে..........
৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল থাকতে কেউ দেয় না । ভাল থাকা অর্জন করে নিতে হয়
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২
গারো হিল বলেছেন: নিয়েল ভাই আর কি হবে.....মাঝে মাঝে হতাশার রাজ্যো নিমজ্জিত হই.......তারুন্যটাকে ধরে রাখতে পারি না
৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫
আমি ব্লগার হইছি! বলেছেন: চুপকে চুপকে রাতদিন
আসু বাহানা ইয়াদ হ্যায়।
হামকি আবতক আশিকী কা ও যামানা ইয়াদ হ্যায়।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪
গারো হিল বলেছেন: বুঝি নাই......কারন আমার জন্ম পাকিস্থান বা ইন্ডিয়াতে হয় নাই.....।
কিছু মনে করবেন না.....পারলে বাংলায় বলেন।
৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সাজিদ এহসান বলেছেন: আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেকে...
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
গারো হিল বলেছেন: আল্লার দোহায় লাগে আর একটা বার বসে দেশের জন্য কিছু করুন....
৮| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
কান্টি টুটুল বলেছেন:
আহা কি সোন্দর ফটুক,দেখলেই মনডা ফেরেস হইয়া যায়,
এই ছবি দেশময় ছড়াইয়া দিয়া দুই নেত্রীকে আলোচনায় বসিতে বাধ্য করা হউক -দেশে শান্তি অবশ্যই আসিবে।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
গারো হিল বলেছেন: পাব্লিক কলা খাক তাদের কিছু আসে যায় না বুঝি কিন্তূ তারপরও দেশের বৃহত্তর স্বার্থে..........
আমরাও শান্তির অপেক্ষায়........
৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ধূর্মিয়া, একটা একটা ছবি দিয়ে কি পোস্ট করেন ।
এ ধরনের কয়েকটা ছবি একসাথে করে পোস্ট করেন, নাইস কালেকশন হবে ||
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০
গারো হিল বলেছেন: বড় ভাই সাহস পাইলাম......দিমুনে...আরও অনেক ছবি আছে আমার কাছে....
ধন্যবাদ মুন ভাই......
১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮
হাসান রাজু বলেছেন: তাঁহাদের এত সুন্দর হাসি, বাংলাদেশের কথা ভাবিয়া নয়, বরং অতি নিকটের ক্ষমতার হাতছানির পুলক মাত্র । ৯০ পরবর্তী গত ৪/৫ সরকারের কার্যকলাপই তার প্রমান।
আমার বিশ্বাস, এরা যেদিন এক টেবিলে বসবে, সেদিন হবে এ দেশের শেষ নিশ্বাসের দিন। এরা একক ভাবে যে হারে সন্ত্রাস আর লুটতরাজ করে তাতে ই আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা ।আর এরা এক হয়ে শুরু করলে _ _ _ _
কেন ভালো চিন্তা করতে পারি না ? ভাই, এরা দুর্নীতি আর লুটের মজা পেয়ে গেছে (অনেকটা বনের বাঘের, মানুষের মাংসের স্বাদ পাওয়ার মত)। তাই এরা জনগণের জন্য কষ্ট করতে চাইবে কেন ? যেখানে এটা পরীক্ষিত যে, এ দেশের জনগনের দুর্নীতিবাজ আর লুটেরাদের ভোট দিতে বিবেকেই বাঁধে না।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
গারো হিল বলেছেন: পাব্লিক কলা খাক তাদের কিছু আসে যায় না বুঝি কিন্তূ তারপরও দেশের বৃহত্তর স্বার্থে..........
আমরাও শান্তির অপেক্ষায়........
১১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯
পাপাই বলেছেন: তেনাগো লাইগা আইজ্জো দেশত এই অফস্তা। ...... সব কয়ডাই ডাস্টবিন ছিছঠেম এর থন উডি আইসে। ......... ইরুম কারুক রে ধইরা আইনবার লাগবি যেতায় ডাস্টবিন ছিছঠেম থাইকা উডি আহে নাই।
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
গারো হিল বলেছেন: আরে ভাই দেশ গোল্লায় যাক আগে কন আপনে কিরাম আছেন
আরে কইয়েন না আমজনতা কলা খাকগা হেরা ভালা থাকলেই হেরা খুশি.........দুজনেরি খেতা পুরি.......।
আল্লার দোহায় লাগে আর একটা বার বসে দেশের জন্য কিছু করুন....
১২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮
স্বপনীল জলরং বলেছেন: ছবিটা কবের তা কি জানাবেন?????
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২
গারো হিল বলেছেন: জানিনারে ভাই........তবে এটা জানি-অনেক অনেক দিন আগের কথ...... যখন তাঁহারা বাংলাদেশের কথা ভাবিতেন
১৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮
ডেনজারাসবয় বলেছেন:
০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
গারো হিল বলেছেন: আল্লার দোহায় লাগে আর একটা বার বসে দেশের জন্য কিছু করুন....(
১৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
প্যাপিলন বলেছেন: সুব্রত বাইন আর শাহাদাত বাহিনী যদি এক হয় তাহলে কি ঢাকায় শান্তি ফিরে আসবে নাকি অর্গানাইজড সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে, আবার একইভাবে যদি বেক্সিম পীর, আবুল আর কালো বেড়াল যদি একটা সিন্ডিকেট করে
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬
গারো হিল বলেছেন:
খালি শান্তি চাই........শান্তি
১৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২
গ্রাম্যবালিকা বলেছেন:
অঃটঃ এতদিন কোথায় ছিলেন?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৩
গারো হিল বলেছেন: পড়ালেখা নিয়ে বিজি ছিলাম.......
আশাকরি ভাল আছেন।
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো আছি।
আপনি চমৎকার সব ফান করেন। ভালো্লাগে। এখন নিয়মিত হবেন?
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
গারো হিল বলেছেন: :-& :-& :-&
ধন্যবাদ আপুনি
১৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪
হাসান রাজু বলেছেন: শান্তির জন্য শয়তানের সাহায্য চাইলে হইব ??!??
আল্লাহ বলছেন, যে জাতি নিজের ভাগ্য বদলে নিজে সচেষ্ট নয়, তিনি তাদের সাহায্য করেন না।
০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
গারো হিল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইহাই ছিল দিন সোনালী দিন। জাতী কখনো শংকায় দিন কাটাতে হয়নি। আজত অমবশ্যায় কাটছে ।