নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু ট্যাহা দেয়না-নিজের খায়া ব্লগিং করি।

দেশী মুরগীর ডিম পছন্দ

গারো হিল

আমার কথা।

গারো হিল › বিস্তারিত পোস্টঃ

এই চারটা ছবি একি দিনের, একি সময়ের :|:|:|

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

আমি পারতাম অনেক মৃত দেহের ছবি দিতে, কংক্রিটের নিচে চাপা পড়া কিশোরি মেয়ের নুপুর পরা রক্তারত পা দেখাতে... দেখাইনি...

আমি পারতাম থেতলে যাওয়া মাথা দেখাতে... আমি দেখাইনি...

আমি পারতাম হাজার হাজার লাশের সারি, আর অগুনিত নিঃস্ব মানুষের করুন আহাজারি দেখাতে... আমি দেখাইনি



আমি শুধু দেখিয়েছি... নিষ্ঠুর বাস্তবতা... ধ্বংস হয়ে যাওয়া বিবেক :(

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

গৃহ বন্দিনী বলেছেন: দুটো দুই ভিন্ন জগতের ছবি মনে হচ্ছে । :( :( :(

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

গারো হিল বলেছেন: নিষ্ঠুর বাস্তবতা... :(

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
গতকাল থেকে মাথা ভার হয়ে আসে।
রাজনীতিবিদগুলার একটার পর একটা moronic কথা-বার্তা শুনে মুখ খারাপ করতেসি ||

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

গারো হিল বলেছেন: আমাদের দেশের সবগুলাই বাচাল রাজনীতিবিদ । তাহারা ভাবেন জনগন তাহাদের মতো মধ্যপান করেন। দেশের এই ভয়াবহ দূর্দীনে তাদের কথা শুনে মুখ দিয়ে তাদের সম্পর্কে আমার একটা ভালো কথাও গালি ছাড়া বের হয় না।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক সপ্তা পিছিয়ে দিলে দেশটাকে কে নিয়ে যেত???


এমনিতেইতো দেশের কোন মা বাপ আছে বলে মনে হয় না!!!!!


শপথ বাদ দিয়ে যদি সাভার পরিদর্শনে যেত তা হত সবচে বেশি ন্যায়বোধ সম্পন্ন কাজ, মানবিক, বিবেকবানের কাজ।

কে কারে বোঝায়?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

গারো হিল বলেছেন: শপথ বাদ দিয়ে যদি সাভার পরিদর্শনে যেত তা হত সবচে বেশি ন্যায়বোধ সম্পন্ন কাজ, মানবিক, বিবেকবানের কাজ।

ভাইরে এরা বাংলাদেশের রাজনীতিনিবীদ :(

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

নিরীহ জন বলেছেন: বুঝিনা শপথ আগে না সাভার আগে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

গারো হিল বলেছেন: শপথ আগে :| একটা দেশের ৩০০ কেনো ৩০০০হাজার লোক একসাথে মরে গেলোর এদের কিছু যায় আসে না :(

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

নাহিদ সৈকত বলেছেন: আর যাই বলেন, প্রেসিডেন্ট থেকে এটা আশা করি নাই। যে শপথ নেয়ার আগেই দেশের অবস্থা দেখল না, সে শপথ নেয়ার পর দেশের কি করবে তা প্রশ্নবিদ্ধ !!

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

গারো হিল বলেছেন: শপথ নেওয়াই আসল কথা.......দেশ, দেশের জনগন পটু ারা খাক :(

৬| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: নিজেদের আখের গুছানোতে ব্যস্ত থাকা আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়?

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

গারো হিল বলেছেন: আমাদের জন্য সোনার হরিন গার্মেন্টস বিজনেস......তাও ধ্বংসের মুখে......যেটা থেকে আমাদের রেমিটেন্স আসে সবচেয়ে বেশী......এখন আছে তোরা গোছা--যখন কিছুই থাকবে না তখন কোথায় পাবি :(

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:২১

ডি মুন বলেছেন: :( :( :( :( :(

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

গারো হিল বলেছেন: :(

৮| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১০

এবং ব্রুটাস বলেছেন: :(

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০

গারো হিল বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.