নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু ট্যাহা দেয়না-নিজের খায়া ব্লগিং করি।

দেশী মুরগীর ডিম পছন্দ

গারো হিল

আমার কথা।

গারো হিল › বিস্তারিত পোস্টঃ

আজ টি-২০ উদ্বোধনি অনুষ্ঠানে মাইলসকে পারফর্ম করতে দিলো না!!!!! কেন?????????

১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৪

আমি এ আর রহমান কে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম-LRB'র 'সেই তুমি'র মত একটা গান বানিয়ে দিক।মাইলস এর 'নীলা' অথবা 'ধিকি ধিকি আগুন জ্বলে'র মত কয়টা লিরিক লিখে দিক।কুমার বিশ্বজিৎ এর মত একটা হাসি দিক !আর Akon কে বলছি,Stoic Bless এর 'আবার জিগায়' অথবা Deshi Mc's এর 'গ্যাঞ্জাম' এর মত একটা Rap Song বানায় দেক।১০০ বছর সময় দিলেও পারবেনা ।



অবশ্যই গুনীর কদর করা উচিত... কিন্তু নিজেদেরকে উপেক্ষিত রেখে /:)/:)/:)



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: আমিও তাই বলি। নিজেরাই যদি নিজেদের দেশকে প্রমোট না করি তাহলে কি বিদেশীরা করবে?

১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫

গারো হিল বলেছেন: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ... খবর পাওয়া গেলো, বাংলাদেশের শিল্পীদের যথেষ্ট অবজ্ঞা করা হচ্ছে ... তাদের জন্য সাধারণ গ্রীন রুম রাখা ... স্টেজে মাইলসকে উঠতে দেয়া হয় নাই ... এই উদ্বোধনী অনুষ্ঠানের মেইন পোস্টারেই কোন বাংলাদেশী শিল্পীর ছবি নাই ... বিদেশীদের পা চাটা আয়োজকদের দ্বারা এইটাই সম্ভব !! সবচেয়ে আশ্চর্য হলাম, দর্শকদের আচরণে ... মানুষটার নাম আইয়ুব বাচ্চু ... নামটুকুই যথেষ্ট ... আর কিছু বলা লাগে না ... এই মানুষটা স্টেজে গান গাইতে উঠলেন ... দর্শকদের সাড়া নেই ... তাদের তালি দিতে কষ্ট হচ্ছিলো অনেক ... আর পারলেন না আইয়ুব বাচ্চু ... বলে ফেললেনঃ "আপনারা যারা কষ্ট করে বাংলা গান শুনছেন তাদের অনেক ধন্যবাদ ... আপনাদের হাত না চলুক, চোখ আর কান তো খোলা আছে ... এতেই চলবে, হাততালি এখন খরচ করে লাভ নেই ... হাততালি পরের জন্য রেখে দিন, চোখ কান খোলা আছে এটাই যথেষ্ট ... আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনছেন, তার জন্য অনেক ধন্যবাদ ... Love You Guyz ... আর একটি গান গাইবো কেবল !!" আচ্ছা, একটা মানুষ কতটা কষ্ট পাইলে এই কথাগুলা বলতে পারে ?? আচ্ছা একটা দেশের দর্শক কতটা নির্লজ্জ হইলে দেশের একজন কিংবদন্তী শিল্পীর সাথে এরকম আচরণ করতে পারে ?? আমি শুনতে পেলাম, এ আর রহমান এর নাম শুনতেই তাদের তালি আর চিল্লাপাল্লা ... একটু পর AKON আসবে, আবার দর্শক চিল্লাবে, তালি দিবে ... AKON গানের সুরে বলবেঃ "I WANNA FUCK YOU ... FUCK YOU" সবার অনেক ভাল লাগবে !! ... ... ... হায় দর্শক, এই দেশে থেকে, এই দেশে খেয়ে, এই দেশটাকে, দেশের শিল্পীদেরকেই সম্মান করতে পারো না ... নিজের মা এর সাথে দুর্ব্যবহার করে অতিথির সাথে হাসিমুখে কথা বলা ... তোমরাই পারো ... ছি !! ... ... ... আইয়ুব বাচ্চু, আমাদের ক্ষমা করবেন ... ঐ স্টেজের কিছু মানুষ দিয়েই পুরা দেশটা না ... স্টেজের বাইরে লক্ষ লক্ষ মানুষ এখনো গুন গুন করেঃ "বোঝে না, কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যথা চেনার মত কেউ চিনলো না এই আমাকে !!" বাচ্চু ভাই, আমরা চিনি ... দেশের অনেকগুলা মানুষ চেনে ... চেনার মত করেই চেনে ... দেশের অনেকগুলা মানুষ দেশের ডালভাত চেনে ... শুধু কিছু মানুষ দেশের ডালভাতের প্লেটে লাথি মেরে বিদেশের হটডগ চেনে ... তাদের জন্য করুণা !! আপনার জন্য ভালোবাসা ... দেশের সবগুলা শিল্পীর জন্য ভালোবাসা !!" বাংলাদেশ

২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:২১

বোধহীন স্বপ্ন বলেছেন: নিজের ভালো পাগলেও বুঝে, আমাদের দেশের গন্ডমূর্খ গুলা বুঝে না

১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৮

গারো হিল বলেছেন: আমাদের লজ্বাও নাই, দেশপ্রেম ও নাই। মিথ্যা চেতনা চেতনা বলে চেচাই।

৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

দি সুফি বলেছেন: দেশী লোকের কদর করা উচিত নিসন্দেহে। কিন্তু আপনার চ্যালেঞ্জগুলো বেশ হাস্যকর।
অ্যাকন হিপ-হপ এবং আর&বি গায়ক, র‌্যাপার না। আর স্টোয়িক ব্লিসের "আবার জিগায়" গানটা একটা ইংরেজী গানের হুবহু (১০০%) সুর কপি করা! /:)

৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
দি সুফি ঠিক বলসেন।

তবে ব্যাপার গুলা আসলেই মন-মেজাজ খারাপ করে দেয়ার মতো।৩ডি, আতশবাজী দেখবো ভাবতেসিলাম, পরে আর ইচ্ছা কাজ করেনাই ||

৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৭

মুদ্‌দাকির বলেছেন: সীমানা ছাড়িয়ে বলেছেন: আমিও তাই বলি। নিজেরাই যদি নিজেদের দেশকে প্রমোট না করি তাহলে কি বিদেশীরা করবে?

বোধহীন স্বপ্ন বলেছেন: নিজের ভালো পাগলেও বুঝে, আমাদের দেশের গন্ডমূর্খ গুলা বুঝে না

আওয়ামিলীগের ইন্ডিয়াপ্রেম, জামাতের পাকিস্তান প্রেমকে ছাড়িয়ে গেছে !!!!!!! X( X( X( X(

৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৫

সুমন কর বলেছেন: এ আর রহমান নিজেই প্রথমে ইংলিশ গানের সুর নকল করে, তামিলে নাম পায়। পরে আবার একই গান হিন্দিতে করে নামে আসে। পরে আস্তে আস্তে মৌলিকে আসে। তারপরেও একই ডঙ্গে, সুর করা আর মিউজিক দেয়া।

৭| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৪২

বেকার সব ০০৭ বলেছেন: আওয়ামিলীগের ইন্ডিয়াপ্রেম, জামাতের পাকিস্তান প্রেমকে ছাড়িয়ে গেছে

৮| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
কিয়ো মিঁয়া ! :-< |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.