নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আপনারে দীপ করে জ্বালো\' (\'অত্তদীপ ভব\')

গৌতমী সাময়িকী

নীড় ছাড়ার গন্ধ শরীরে যার!

গৌতমী সাময়িকী › বিস্তারিত পোস্টঃ

স্বর্গ-নরক সবই নিজের সৃষ্টি

০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭



পৃথিবীতে সুখে-শান্তিতে থাকতে চাইলে,অন্যদেরও সুখে-শান্তিতে থাকতে দিন, তবেই পৃথিবীকে বাসযোগ্য গড়ে তুলতে পারবেন। যতদিন পর্যন্ত এই মহান তত্ত্ব মেনে না নিবেন, ততদিন পর্যন্ত পৃথিবীতে সুখ-শান্তি আশা করতে পারবেন না। কেবলমাত্র প্রার্থনা করে স্বর্গ থেকে এই সুখ আসবে না।☆

মানবীয় উৎকর্ষে পরিপূর্ণ নৈতিক তত্ত্বগুলো পালন করলে, এখনই আপনি এই পৃথিবীতে স্বর্গ রচিত করতে পারবেন।
আবার অমূল্য মানবজীবনকে অপব্যবহার করেও আপনি এই পৃথিবীতে নারকীয় অগ্নিকুন্ড জ্বালাতে পারবেন।☆

মহাবিশ্বের মহাজাগতিক নিয়ম না জেনে আমরা প্রায়ই অন্যায় কাজ করে ফেলি। যদি প্রত্যেকেই নির্দোষ,নিরীহ এবং শ্রদ্ধান্বিত জীবনযাপন করে, তবে মরণের পর মানুষ যা আশা করে, তার চেয়েও অনেক সুন্দর স্বর্গীয় সুষমামণ্ডিত জীবন ইহজীবনেই উপভোগ করতে পারবে।❀❀

অন্য কোথাও সততার পুরষ্কারস্বরুপ স্বর্গ কিংবা পাপের শাস্তিস্বরুপ নরক সৃষ্টি করা অনর্থক।✓

ধর্মীয় বিশ্বাস ব্যতিরেকেই এই পৃথিবীতে শুভ এবং অশুভের নিজস্ব অনিবার্য প্রতিক্রিয়া রয়েছে। সমবেদনা -সহানুভূতিই স্বর্গ গড়ে তোলার একমাত্র পথ।☆

সহনশীলতা আর সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে, সমাজ ও দেশের মঙ্গলের জন্য কাজ করা একটি আলোকিত আদর্শ।
নৈতিক এবং সৎ জীবনযাপনের মাধ্যমে আপনি নিজেকে এবং অপরকে সাহায্য করতে পারবেন।

বর্তমানে মানুষকে সে নিজে যা নয়, তা-ই মনে হয়। বিশ্বব্রম্মান্ডের মধ্যে এই গ্রহটি মানসিক বিকারগ্রস্তদের আশ্রম, যেখানে মানুষ ধর্মের আগে চলে, রাজনীতি, এতিহ্য, রীতিনীতির প্রতিযোগিতায় মেতে উঠে এবং অন্যদের নিপীড়ন করে আর সহিংসতার জন্ম দেয়।☆☆☆

সুত্র# ☀আপনি এবং আপনার সমস্যা ☀
মূল: ড.কে.শ্রী ধাম্মানন্দ
ভাষান্তর: শ্রীমৎ সানু কীর্তি ভিক্ষু।☆

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.