নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা কি জানতো যে, শীঘ্রই সামরিক ক্যু হবে?

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০




আমার ধারণা, মে মাসর শেষের দিক থেকে শুধু শেখ হাসিনা নয়, যেসব আওয়ামী পরিবারের লোকজন মিলিটারীতে ও ব্যুরোক্রেসীতে উঁচু পদে ছিলো, এরা সংকতে পেয়েছিলো যে, সামরিক ক্যু হতে পারে। যেভাবে টাকা পয়সা সরানো হয়েছে ও আমাদের এলাকার আওয়ামী ডাকাতরা আমেরিকা এসে চুপ করে বসবাস করছিলো, তাতে মনে হয় যে, ক্যু'এর আশংকা করা হয়েছিলো অনেক আগের থেকেই। কিন্তু মনে হয়, শেখ হাসিনার ভরসা ছিলো যে, ১৯৭৫ সালের মতো ছোট (শুরুতে ) একটা অংশ ইহাতে জড়িত হতে পারে; বড় অংশ উনার পক্ষে আছে। সামন্তরালভাবে ৮/১০ বছরের প্রস্তুতি নিয়ে যে, ছাত্রদের রাস্তায় নামানোর জন্য পাকিস্তান ও জামাত কাজ করছিলো উহা নিয়ে কোন ধারণা শেখ হাসিনার লোকদের ছিলো না।

ক্যু সম্পর্কে ভারত জানতো কিনা? অবশ্যই জনাতো; কিন্তু বাংলাদেশের এই ট্রেনের যাত্রী হওয়ার ইচ্ছা ওদের ছিলো না; তারা বাংলাদেশকে নিজের গন্তব্যের দিকে যেতে দিয়েছে; বিশ্ব রাজনীতিতে তাদের বর্তমান পজিশনকে নিয়ে তারা সামান্য বাংলাদেশের জন্য মাথা ঘামাতে চাহেনী। ভারত সরকার বুঝতে পারছিলো যে, বাংলাদেশ ঘুরেফিরে একদিন ছোট অন্য এক পাকিস্তানে পরিণত হবে।

ভারত ইন্দিরাকে সন্মান করে ও উনার নীতিকে অনুসরণ করতে গিয়ে শেখ হাসিনাকে রাখছে; তবে, ইহা নিয়ে তারা খুব একটা আশাবদী নয়; তারা আশাবাদী হলে, মনে হয়, শেখ হাসিনাকে আইনী সহায়তা দিয়ে আদালতে যেতে সাহায্য করার কথা বলতো; এখন তারা শেখ হাসিনাকে অনেকটা হোমলেস হিসেবে স্হান দিয়েছে; কারণ, তারা জানে যে, শেখ হাসিনা দলাইলামা নয়, ইহা মৃত ঘোড়া।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৫

আঁধারের যুবরাজ বলেছেন: কেমন আছেন ?

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৬

জেনারেশন৭১ বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো আছি।
আপনি কেমন আছেন?

শেখ হাসিনা মামলায় উপস্হিত থাকার কথা ঘোষণা দিলে কেমন হবে?

২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা পিছু হটলেও পরাজয় স্বীকার করেননি।অবশেষে তিনি ইসকনকে মাঠে নামিয়েছেন।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৮

জেনারেশন৭১ বলেছেন:



ইসকনের লোকজন বেকুব নয়, ওদের পেছেন আমেরিকা ও পুর্ব ইউরোপের "জেন-জি" ও অনেক লোকজন আছে; ওরা শেখ হাসিনার জন্য লেজ হারানোর লোকজন নয়।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫২

আঁধারের যুবরাজ বলেছেন: আমার শরীর এখন অনেক ভালো ,ধন্যবাদ।

লেখক বলেছেন:শেখ হাসিনা মামলায় উপস্হিত থাকার কথা ঘোষণা দিলে কেমন হবে?


- আপনি পূর্বেও অনেকবার বলেছিলেন উনার উচিত আদালতে হাজির হওয়া। ইন্ডিয়ার সাহায্য নিলে ,জীবনের নিরাপত্তা পেতেন। জেলে যেতেন , কিন্তু আওয়ামীলীগ ঘুরে দাঁড়াতে পারতো। তৃণমূলের সমর্থকরা ঘুরে দাঁড়াতো। কিন্তু উনার ছেলে / মেয়ে বা আত্মীয়রা যে বিপুল টাকা চুরি করেছে সেই টাকার মায়া কাটাতে পারছে না , তাই উনাকে দেশে যাবার পরামর্শও দিচ্ছে না।

কিন্তু আমি ভাবছি ,উনার ইন্ডিয়ান অভিবাককরা কেন উনাকে পাঠাচ্ছে না।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০১

জেনারেশন৭১ বলেছেন:




ভারত উনাকে খাবার ও থাকার যায়গা দিচ্ছে, বাংলাদেশী হোমলেস; এর বাহিরে ভারত আর কিছু করবে বলে মনে হয় না; এখন ভারতের পজিশন ১৯৭৫/১৯৭৬ সালের মতো নয়। উনার ছেলে, বোন ও বোনের ছেলে উনাকে আদালতে আসতে দিবে না।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শেখ হাসিনা মনে হয় ভাবতেই পারেননি এমন কিছু হবে। কিন্তু উনার কিছু লোক ভাবছিল মনে হয়। তারা আগেই সরে পড়েছে। শেখ হাসিনা তার অদূরদর্শিতার ফল ভোগ করছেন।

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১১

জেনারেশন৭১ বলেছেন:



গত ১০ বছর থেকে উনার মগজ কাজ করছে না; এটা টের পেয়ে উনার দলের ডাকাতরা, ব্যুরোক্রেটরা ও দুষ্ট ব্যবসায়ীরা ব্যাংক ডাকাতী করেছে ও বাজেটের থাকা থেকে ডাকাতী করেছে, সব সুযোগ দখল করেছে।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে কোন মানুষ যখন অতি অহংকারী হয়
তখন তার জীবনে পতন ঘন্টা বাজে ।

.........................................................................
তার চারপাশ চাটুকার বেষ্টনী ছিল
ফলে সত্যি কথা উনার কান অবধি যেত না
কিছু গেলেও তিনি বিশ্বাস করতেন না ।
এমনকি তার বিশ্বস্ত প্রতিষ্ঠান গুলো
টাকার কাছে বিক্রী হয়েগিয়ে ছিলো ।
আর নিজ দলের নিষ্ঠাবান কর্মীরা কাঊয়ার অত্যাচারে দূরে সরে যায়
এবং দুর্যোগের সময় তাই দেখতে পাই দুর্বল চিত্তের কাউয়ারা দলে দলে পালায়ে গেল ।

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪৬

জেনারেশন৭১ বলেছেন:




আমার মনে হয়, নীচু মানের দক্ষতা ও দলের লোকমাদের মাঝে রাজনীতি না থাকাতে দেশ চলে গেছে জল্লাদদের হাতে, সম্পদ চলে গেছে ডাকাতদের হাতে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: গতকাল এক প্রাইভেট কারের ড্রাইভারের সাথে আলাপচারিতার সময় তিনি স্বীকার করেন শেখ হাসিনা উন্নয়ন করেছেন কিন্তু লুটপাট তার চেয়েও বেশি করাইছেন। ২০১৪ সালেই উনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়।


আমাদের দেশে শক্তিশালী বিরোধী দল আওয়ামী লীগ ব্যতীত গড়ে না উঠার কারণ কি? ভারত বিএনপি-জামাত কে নিয়ে সবসময় অস্বস্তি তে ভোগে। আপনার প্রিয় সংগীত শিল্পী নুসরাত ফতেহ আলী খানের ছেলে ফ্রী তে গান গাইতে বাংলাদেশে ডিসেম্বরে আসবে। এই লোকের নিজের এখন তেমন ইনকাম নাই তবুও ফ্রী তে গান গাইবে চ্যারিটির জন্য!

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪৯

জেনারেশন৭১ বলেছেন:



ড্রাইবার মোটামুটি সঠিক বলেছে; অনেক বেসিক সার্ভিস চালু হয়েছে যা বাংগালীরা কখনো ভাবতে পারার কথা নয়; অন্য দলের লোকেরা তা করতো না।

নুসরাতের ছেলের জনপ্রিয়তা তেমন নেই; তবুও হয়তো মানুষ্বের টানে আসবে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১৪

নান্দাইলের ইউনুছ বলেছেন:



কোনে এ্ক জন নেতা বলেছিলেন- গ্রেনেড ছিল বিরোধী নেতার ভ্যানিটি ব্যাগের ভিতর।

তবে আসাল কথা হচ্ছে- ২১ শে আগস্ট কোন গ্রেনেড হামলাই হয়নি।
ইহা ছিল অপপ্রচার মাত্র।
উপযুক্ত বিচার হয়েছে।
ইহাকে বলে কাজীর বিচার।

০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২০

জেনারেশন৭১ বলেছেন:



শেখ হাসিনা কিছু কিছু কাজের জন্য চিরস্মরনীয় হয়ে থাকবেন; এগুলো হলো, শেখ হত্যার বিচার, রাজাকারদের বিচার, মুক্তিযোদ্ধাদের ভাতা, মেয়েদের উপবৃত্তি, বিনা পয়সায় বই, বয়স্কদের ভাতা ও উত্তর বংগের মংগার অবসান।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:



ইনার গোয়েন্দা বিভাগে সব সময় বিএনপি জামাতের লোকে দিয়ে ঠাসা ছিল। তারা উনাকে সঠিক তথ্য দিতেন না।

শেষ দিকে উনি হঠাৎ করেই ইমরান খানের মতো আমেরিকা বিরোধী হয়ে যান।
সেনাবাহিনী উনার সাথে থাকেনি।

ফলে জামাত-হিজবুত পরিচালিত কোমলমতিরা কোটা আন্দোলন বাদ দিয়ে উনার পদত্যাগের দাবী তুলে এবং সেনাবাহিনীর সহযোগিতায় সফল হয়।

আবাল আবু সাইদকে হত্যা করা হয়েছে। এই আবাল ছিল বলির পাঠা

০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২৬

জেনারেশন৭১ বলেছেন:



২০১৪ সালে উনার জনপ্রিয়তা তুংগে ছিলো; কিন্তু তিনি বুঝতে পারেননি, ভুল ভোট করেন। দেশ চালনায় উনার অজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যুরোক্রেটরা, দলের লোক, ব্যবসায়ীরা ও উনার বংশধরেরা ডাকাতী করছিলো; উনি সেটা চলতে দিয়ে জাতীকে ধ্ংস করেছেন।

সেনাবাহিনী ১৯৭৪ সাল থেকেই আমেরিকার কাছে বিক্রয় হয়ে গেছে।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গাজী সাহেব, পাকিস্তান ও জামাত হাসিনা লাথিমেরে খেদিয়ে দিলো আর 'র' তথা ভারত এনিয়ে কিছুই করলোনা এটা কীভাবে সম্ভব?

০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪

জেনারেশন৭১ বলেছেন:


আপনার ধারণাগুলো নীচু মানের; ফলে, আমি আপনার প্রশ্ন নিয়ে তেমন সময় ব্যয় করতে যাবো না।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩

জেনারেশন৭১ বলেছেন:


পদ্মাসেতু করার কথা উঠেছিলো ১৯৭৩ সালে।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি ১৯৭৩ এ পদ্ম সেতু দেখিনি। ১৯৯৪ এ মেয়েদের উপবৃত্তি দেখেছি।
আচ্ছা যমুনা সেতুর কথা কিছু বলেন।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

জেনারেশন৭১ বলেছেন:



আপনি ১টি গুরুত্বপুর্ণ সেক্টরে চাকুরী করেছেন; এর বাইরে আপনার ষ্টেইটমেন্টগুলো খুবই দুর্বল।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪২

নান্দাইলের ইউনুছ বলেছেন:



শেখ হাসিনার একটি অবদান জাতিকে মনে রাখতেই হবে।
সেটা হচ্ছে- মানুষের পরিচয়ের ক্ষেত্রে মায়ের নাম ব্যবহার করা।
আগে কেউ মায়ের নাম কোথাও ব্যবহার করতে পারতো না।
এখন পারে।
কেন পারে কেউ জানে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১৮

জেনারেশন৭১ বলেছেন:



শেখ হাসিনা যা যা করেছেন, তা অন্য কারো দ্বারা সম্ভব হতো না।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:০৪

নান্দাইলের ইউনুছ বলেছেন:




শেখ হাসিনার কর্মীরা সৎ না।

তারা অনেক বেশী লোভী ও নগদ নারায়নে বিশ্বাসী।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০৬

জেনারেশন৭১ বলেছেন:



উনি দলকে রাখাল ও লাঠিয়ালের দল বানায়েছিলো; রাজনীতি বলে কিছু ছিলো না দলে। দলে রাজনীতি থাকলে ১ জন হলেও উনাকে বলতো, "আপনি কেন ৪৪ বছর দলের সভাপতি?"

দলের হাজার হাজার ছেলের চাকুরী ছিলো না; এরা মানুষের জমি, ব্যবসা, সম্পদ, টাকা কেড়ে নিয়ে দাপুটে জীবন যাপন করছিলো।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

মেয়েদের উপবৃত্তি নিয়ে আপনি সঠিক তথ্য দেন নি। আবার যমুনা সেতু এড়িয়ে গেছেন। ১৯৭৩ সালে পদ্মা সেতুর কথা উঠেছিল বলেছেন , পরিষ্কার তথ্য দিন।
আমাদের মতই যারা ব্লগার না তাদের বুঝতে সুবিধা হবে।

আগে নিজের ষ্টেইটমেন্ট ক্লিয়ার করুন। ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

জেনারেশন৭১ বলেছেন:



মেয়েদের উপবৃত্তি নিয়ে তথ্য সঠিক হয়নি?
সঠিক তথ্য টা আপনি উল্লাখ করেন। বৃত্তি শব্দটা ব্যব হার না করে উপবৃত্তি কেন হলো?

আপনি যদি ব্লগার না হয়েও সামুতে লেখেন, আপনাকে বুঝানোর চেষ্টা আমি করবো না।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগ বিষয়ে আপনার ধারণা সঠিক নয়।
উহা আপনার কনসেপ্ট মাত্র।

যাইহোক , বাবা কে হারিয়েছি। আপনার কনসেপ্ট পাল্টানোর বিন্ধু মাত্র ইচ্ছা এখন হচ্ছে না।

২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

জেনারেশন৭১ বলেছেন:



আপনার জন্য ও আপনার পরিবারের সবার জন্য সহমর্মিতা রলো; বাবা এখন থেকে হৃদয়ে স্হান নিয়েছেন।

আপনার পিতার পরলোক গমণ উপলক্ষে লেখা আপনার পোষ্ট পড়েছিলাম; কমেন্ট করার ক্ষমতা না'থাকায় আপনার ও আপনার পরিবারকে সহানুভুতি জানাতে পারিনি তখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.