নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় বড় জাতিদের বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো বিশ্বকে আজকের অবস্হানে এনেছে; ফরাসী বিপ্লব আজকের ইউরোপ, আমেরিকা গড়েছে; ফিলিস্তিনে গণহত্যার শুরু ছিলো রোমানদের যেরুসালেম দখলকে কেন্দ্র করে; নাতানিয়াহু আজকেও উহা চালিয়ে যাচ্ছে। যেরুসালেমের ২০০ বছরের ক্রুসেডের একটি ইন্টারেষ্টিং পার্ট হচ্ছে, রাখাল ছেলেদের ক্রুসেড; উহার সাথে আমি আমাদের প্রশ্নফাঁস কোমলময়তিদের "বিপ্লব"এর ( আন্দোলন ) মিল দেখছি।
যারা রাখালদের ক্রুসেড সম্পর্কে জানেন না, তাদের জন্য: ক্রুসেড চলেছিলো ২০০ বছর; রাজা, পোপ, গোপ, সুলতানরা এই ধর্মীয় যুদ্ধ করছিলো, ৪ লাখ মানুষ মেরেছিলো। এর মাঝে ফ্রান্সের ১ রাখালের ( গির্জার ফাদার, ১২৫১ সাল ) মাথায় এলো সেও যেরুসালেম যাবে ক্রুসেড করতে; আসলে সে চেয়েছিলো ৭ম ক্রুসেডে নাজেহাল কিং লুইসকে সাহায্য করতে। সে রাখালদের ( হোমলেস মানুষ ) থেকে সৈন্যসামন্ত ও জেনারেল ফেনারেল যোগাড় করে যেরুসালেম যাবার জন্য প্রস্তুত হলো; কিন্তু কোন রাজা, রাণী, জমিদারেরা টাকা দিলো না। তখন সে তার বাহিনী নিয়ে স্পেনে গিয়ে মুর মুসলমানদের জমিদারী ইত্যাদি ও স্হানীয় ইহুদীদের আক্রমণ করার শুরু করলো, স্হানীয় বেকুবদের সমর্থনও পেয়েছিলো; কিন্তু কিছু সময়ের মাঝে পরাজিত হয়ে বাতাসে মিশে গেলো।
আমাদের কোমলমতিদের "বিপ্লবী" সরকার গঠন দেখার পর, আমি সেই রাখাল বালক ও আমাদের প্রশ্নফাঁসদের মাঝে মিল দেখছি। প্রশ্নফাঁসরা দেশকে পুর্ন পাকিস্তান কিংরা ইয়েমেন বানানোর চেষ্টা করছে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
জেনারেশন৭১ বলেছেন:
হেফাজতি মোল্লা, জামাতী, হেজবুতি ও মুসলিম লীগের মানুষরা ১৯৭১ সালের স্বাধীনতাকে মেনে নেয়নি; ওরা এবারের "নতুন স্বাধীনতা"কে গ্রহন করেছে; কারণ, এবারের স্বাধীনতা এনেছে ওদের কোমলমতিরা; ফলে, ওরা এই স্বাধীনতাকে কাজে লাগাচ্ছে।
২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৮
সৈয়দ কুতুব বলেছেন: আমি যে গ্রুপের সাথে আন্দোলন করেছিলাম এরা বাদে সবাই নানা ধরণের ছাত্র পরিষদ গঠন করেছে। কমপক্ষে ৫/৭ টা ছাত্র সংগঠন নতুন হয়েছে যাদের রুহানী নেতারা ২০০৫-২০১০ সালের এক্স শিবির নেতা। জাপান, কুয়েত, সৌদি আরব, কাতার, ইরান ও ডুবাই থেকে ফান্ড আসছে এসব দলের জন্য। কোটা আন্দোলন মূলত আমাদের নিরীহ গ্রুপের আন্দোলন ছিলো। এই আন্দোলন পরে হাইজাক হয়ে যায়। আমাদের আশ্বাস দেয়া হয়েছিলো তারা আমাদের দাবী বিয়ে আন্দোলন করবে৷ কিন্তু ৫ ই আগস্টের পর এরা আমাদের থেকে সরে যায়।
ছাত্রদের বিপ্লবের প্রথম ব্যর্থতা হলো ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রহসন রায়। বিপ্লবীরা চুপচাপ কেন বুঝলাম না। গতকাল রিজভী আর আব্বাস ছাত্রদের খুশি করতে ভারতের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে। একজন ছাত্র নেতা সেজন্য তাদের ধন্যবাদ জানায়
০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
শিবির ও হিজবুত কৌশলে পুলিশের মুখোমুখী করেছিলো ছাত্রদের; ওরা ৮/১০ বছরের প্ল্যান নিয়ে এগুলো করেছে; এখন দেশ পুরোপুরি বিশৃংখলার মাঝে; ইহা থেকে কিভাবে বের হবে, অনুমান করা কষ্টকর।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: কোমলমতিদের যুদ্ধ এখনও শেষ হয়নি। শেখ হাসিনা পিছু হটেছেন তবে পরাজয় স্বীকার করেননি। ভারতকে সাথে নিয়ে তিনি এখনও যুদ্ধেই আছেন।
০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
টাকা নিয়ে যাওয়ায়, উনি ও শেখ পরিবার আপনাআপনি বাদ পড়ে গেছে; ভারত উনাকে কোনভাবে সাহায্য করবে না। দেশকে স্হিতিশীল করার মতো কেহ এখন নেই।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনাজে কি কমেন্ট ব্যান করেছে নাকি?
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৬
জেনারেশন৭১ বলেছেন:
না, এখনো কোন কিছুতে উনারা হাত দেননি।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪৭
নান্দাইলের ইউনুছ বলেছেন:
এই সব প্রতারণা্র আবাল বিপ্লবীরা পালাবে।
খুব তাড়াতাড়ি।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৭
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে দেখেন, বেশীরভাগ মানুষ এদের মতো লিলিপুটিয়ান।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৩০
নান্দাইলের ইউনুছ বলেছেন:
জনতার লাথি আর উষ্ঠা অপেক্ষা করছে এদের জন্য।
সেই সময় বেশী দূূরে নেই।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৮
জেনারেশন৭১ বলেছেন:
ওরা টিকে থাকার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
নতুন বলেছেন: নান্দাইলের ইউনুছ বলেছেন:
এই সব প্রতারণা্র আবাল বিপ্লবীরা পালাবে।
খুব তাড়াতাড়ি।
আপা আর আসছেন না।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
জেনারেশন৭১ বলেছেন:
আপা কিংবা শেখদের কেহ আর আসতে পারবে না, দরকারও নেই; কিন্তু শিবিরও বাংগালীদের মাথায় বসে পেশাব করতে পারবে না।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দ্বিমত পোষণ করছি। বর্তমান প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, ভাইয়া। তবে, আপনার মতো মানুষদের পাশে রাখা দরকার বলে মনে করি।
আপনাকে ফিরে পেয়ে ভালো লাগছে।
আমি কয়েক দিন ব্লগের বাইরে ছিলাম। এসে দেখি আপনি সোলেমানী ব্যান হয়েছেন!!!
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের ছেলেরা রাখাল ছেলে থেকেও অধম; এরা ২ পয়সায় বিক্রয় হয়।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫
নতুন বলেছেন: আপা কিংবা শেখদের কেহ আর আসতে পারবে না, দরকারও নেই; কিন্তু শিবিরও বাংগালীদের মাথায় বসে পেশাব করতে পারবে না।
শিবিরকে বাংলাদেশীরা ঘৃন্যা করে।
কিন্তু ছাত্রদল/আয়ামীলীগ সন্ত্রাসী, চাদাবাজী করে মানুষের মনে ঘৃন্যা সৃস্টি করেছে। বিপরীতে শিবির মেধাবীদের দলে টেনে নিয়েছে।
জামাত শিবিরের নেতারা নেকড়ের মতন বুদ্ধিমান
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
জেনারেশন৭১ বলেছেন:
মেধাবী বলতে যেই ধরণের মানুষকে বুঝায়, উহা বাংলাদেশে নেই।
মানসিকভাবে পংগু ও জল্লাদরা শিরিরে যাবেই যাবে।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫০
নতুন বলেছেন: মেধাবী বলতে যেই ধরণের মানুষকে বুঝায়, উহা বাংলাদেশে নেই।
মানসিকভাবে পংগু ও জল্লাদরা শিরিরে যাবেই যাবে।
মুরুব্বি হয়ে গেছে নতুনদের অবগ্যার চোখে দেখা ঠিক না।
১৯৭১ আর ২০২৪ এ দেশ এগিয়ে গেছে। দেশ এগিয়ে যাবার পেছনে নতুন পযন্মই পাওয়ার হাউজ।
বলতে পারেন যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশীরা যেখানে যাওয়া উচিত ছিলো তার থেকে অনেক দুরেই আছে।
বাঙ্গালীর মেথা নিয়ে আমি ভাবিনা। বরং মেথাকে কাজে লাগানো যাচ্চেনা কারন যোগ্য নেতৃত্ব নাই। আর মুরুব্বি প্রযন্মরা নতুনকে নিচু চোখে দেখে তাদের ঠিক মতন গাইড করেনাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০১
জেনারেশন৭১ বলেছেন:
আমার সময় মানুষ লেখাপড়ার সুযপোগ পায়নি; আজকের জেনারেশন সুযোগ পেয়ে সেটাকে দুরে ফেলে দিচ্ছে লাথি মেরে।
ব্লগার রূপকের জীবনকথা পড়েছেন? সে ৪র্থ শ্রেনীতে সমাজবিদ্যার পড়া পারতো না, মার খেতো; কিন্তু সে দাবী করেছে যে, সে ভালো ছাত্র ছিলো।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩
নতুন বলেছেন: আমার সময় মানুষ লেখাপড়ার সুযপোগ পায়নি; আজকের জেনারেশন সুযোগ পেয়ে সেটাকে দুরে ফেলে দিচ্ছে লাথি মেরে।
ব্লগার রূপকের জীবনকথা পড়েছেন? সে ৪র্থ শ্রেনীতে সমাজবিদ্যার পড়া পারতো না, মার খেতো; কিন্তু সে দাবী করেছে যে, সে ভালো ছাত্র ছিলো।
দেশের রাজনিতিকরা কেউই ভিসনারী না ফলে তারা ভবিষ্যতের জন্য কিছু করেনাই। তাই শিক্ষার জন্য উদ্দোগ নেয় নাই।
বিদেশে অসংখ বাংলাদেশী আছে যারা বড় ব্যবসায়ী, বিজ্ঞানী, ইন্জিনিয়ার এবং অনেক বড় প্রতিস্ঠানে বড় পদে আছেন।
২০২৪ এ বর্তমানে ২৩ জন বাংলাদেশী ছাত্র MIT তে পড়াশুনা করতেছেন। ২৪ জন কেম্ব্রিজে পড়াশুনা করতেছেন।
দেশের নতুন প্রজন্মের মেথার অভাব নাই। বরং তাদের পথ দেখানোর মানুষের অভাব আছে।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
জেনারেশন৭১ বলেছেন:
আপনি বলেছেন, "২০২৪ এ বর্তমানে ২৩ জন বাংলাদেশী ছাত্র MIT তে পড়াশুনা করতেছেন। ২৪ জন কেম্ব্রিজে পড়াশুনা করতেছেন। "
-আমার ধারণা, MIT ও কেম্ব্রিজে যারা পড়ছে, তারা বাংলাদেশে ফিরবে না; ফিরলেও তারা মানুষের ক্ষতি করবে।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
নতুন বলেছেন: আমাদের কোমলমতিদের "বিপ্লবী" সরকার গঠন দেখার পর, আমি সেই রাখাল বালক ও আমাদের প্রশ্নফাঁসদের মাঝে মিল দেখছি। প্রশ্নফাঁসরা দেশকে পুর্ন পাকিস্তান কিংরা ইয়েমেন বানানোর চেষ্টা করছে।
কোমলমতিরা না বরং দেশের মূর্খ মোল্যা এবং তাদের অন্ধ অনুসারীরা বেশী স্বাধীনতা পেয়ে গেছে।
বাঙ্গালী আর ঢোল বাড়ীর উপরে রাখতে হয়। আর্মীর উচিত ছিলো লাঠি হাতে রাখা। ৩ মাসের সরকারের প্রতিটা দিনই যাচ্ছে ঝামেলা মোকাবেলা করতে।
আশা করি আফসোসলীগের এই কুটুকৌশল কাজে লাগবেনা এবং দেশে আলোর দিকে এগিয়ে যাবে।