নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

আগরতলা ছিলো ২ নং সেক্টরের হেড-কোয়ার্টার, ওখানে ইন্দিরা গান্ধী এসেছিলেন।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২



বাংলাদেশের স্বাধীনতার সাথে আগরতলা খুবই ঘনিষ্টভাবে জড়িত; ত্রিপুরায় মুক্তিযোদ্ধাদের ২টি সেক্টরের ( ১ ও ২ নং সেক্টরের ) হেডকোয়ার্টার, অনেক ট্রেনিং সেন্টার, হাইড আউট ছিলো; এর বাইরে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেটের সব শরণার্থী পুরো ত্রিপুরায় জড়ো হয়েছিলো; আগরতলা ছিলো বাংলাদেশের বাহিরে আরেক বাংলাদেশ ।

আগরতলায় ছিলো ২ নং সেক্টরের হেডকোয়ার্টার ( কমান্ডার মেজর খালেদ মোশাররফ, পরে মেজর হায়দার ); এই সেক্টরটি কিছুটা দুর্বল ছিলো; ২ জন মেজরের বাইরে ১ জন ক্যা: ছিলেন, ক্যা: হারুন ( পরে বাংলালাদেশে সেনা-প্রধান হয়েছিলেন )। মেজর খালেদ মোশারফ পরে জেনারেল হয়েছিলেন; ১৯৭৫ সালের নভেম্বরে জে: জিয়া ও কর্ণেল তাহেরের ষড়যন্ত্রে নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সরকারও আগরতলায় একত্তিত হয়েছিলো এপ্রিল মাসে আগরতলা সার্কিট হাউসে।

আগরতলায় বাংলাদেশের বামপন্হিদেরও ১টি ট্রেনিং সেন্টার ছিলো। এর বাহিরে এখনে ছিলো "বিএলএফ"এর নেতারা ( রব, সিরাজুল আলম খান, শেখ মনি, প্রমুখ)।

সবচেয়ে বড় ঘটনা ছিলো পিএম ইন্দিরাগান্ধীর আগমন; উহা ছিলো মে/জুনের দিকে। তিনি সেখানে বাংগালীদের বলেছিলেন, "আপনারা শান্তিপ্রিয় জাতি, আপনারা যুদ্ধে জয়ী হবেন ও ভালো থাকবেন; আমি সবদিক থেকে সাহায্য করবো, যাতে আপনারা ভালো করতে পারেন"।


মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সৈয়দ কুতুব বলেছেন: আপনি দয়া করে আপনার অপছন্দের ব্লগার দের ব্লগে কমেন্ট করিয়েন না। অনেক সময় সহ্য করা কঠিন তবুও আপনার প্রতি মানুষের একধরণের আকর্ষণ কাজ করে!

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

জেনারেশন৭১ বলেছেন:



ধন্যবাদ,

হাঁড়ি ব্যবহারের আগে উহাকে বাজিয়ে দেখতে হয়।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস এখন বাংলার মানুষের কাছে ভিলেন হয়ে গেছেন।ব্যবসা বাণিজ্য কিছুই ঠিক নেই। স্কুল কলেজের কিছু বুদ্ধিপ্রতিবন্ধী ভারত নিয়ে পড়ে আছে। অধিকাংশ মানুষ পেটের দায়ে ছুটছেন।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

জেনারেশন৭১ বলেছেন:



পাকিস্তান ডুবে গেছে অকারণে ভারত-বিরোধীতা করে; বাংগালীরা পাকীদের স্নেহের ছোট ভাই।

ড: ইউনুস নিজকে প্রমাণ করেছেন যে, উনি আসলে ইডিয়ট। উনাকে আমেরিকান দুতাবাস এবার বসায়ে দেয়ার পর, মনে হচ্ছিলো যে, জাতি ভালো হাতে পড়েছে; কিন্তু উহা আসলে সুদের ব্যবসা ছাড়া আর অন্য বিষয়ে প্রশ্নফাঁস।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

আজব লিংকন বলেছেন: আগরতলা ছিলো বাংলাদেশের বাহিরে আরেক বাংলাদেশ
বিষয়টা জানা ছিল না।।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

জেনারেশন৭১ বলেছেন:



আপনার লেখা পড়লে মনে হয়, আপনি বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানেন না; আপনি কি প্রশ্নফফাঁস?

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

জেনারেশন৭১ বলেছেন:



আগরতলার অধিবাসীদের মাঝে যারা ভালো পজিশনে আছে, ওদের আদি-পুরুষ বাংলাদেশ (চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট ) থেকে গেছে ওখানে।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০০

আজব লিংকন বলেছেন: আপনার লেখা পড়লে মনে হয়, আপনি বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানেন না; আপনি কি প্রশ্নফফাঁস?
আমাদের কালে প্রশ্ন ফাঁস নামক কোন কিছু ছিল না। থাকলে ভাল হইতো, ভাল কোন পজিশনে থাকিতাম।
আগরতলার অধিবাসীদের মাঝে যারা ভালো পজিশনে আছে, ওদের আদি-পুরুষ বাংলাদেশ (চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট ) থেকে গেছে ওখানে।
এটাও জানতাম না । আই এম নট কিডিং।
জানা হলো। ধন্যবাদ।।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৫

জেনারেশন৭১ বলেছেন:



এখানে এখন যারা বাংলাদেশ কনস্যুলেটে গন্ডগোল করছে, তারাও বাংলাদেশী রিফিউজীদের ছেলেমেয়ে হবে; ওরা একটু জংগী ধরণের; স্হানীয়রা ভালো।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই আগরতলা এখন আমাদের হাই কমিশনে হামলা করে।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৭

জেনারেশন৭১ বলেছেন:



এটা সাধারণ ব্যাপার; আমাদের ছেলেরা জাপানী লোকজনদের ঢাকায় হত্যা করেছে। যারা ঢাকায় জাপানীদের হত্যা করেছে; তাদের লোকজন "নতুন স্বাধীনতা"র কমান্ডো, এরা আমাদেরকে থালি হাতে রাস্তায় বসাবে।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৩৯

নান্দাইলের ইউনুছ বলেছেন:




আমার মিতা ইনুছ জাতীয় ঐক্যের ডাক দিয়াছেন।

কে কে সাড়া দিবেন। দিলে আমার সাথে গানে গলা মেলান- ডাক দিয়াছে দয়াল আমারে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:১৫

জেনারেশন৭১ বলেছেন:



এখন শিবিরেরা সাড়া দিবে; পরে, ওদের হাতে উনার মৃত্যুও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.