নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"জাতীয় ঐক্য" বলতে ড: ইউনুস সাধারণ মানুষের ঐক্যের কথা বলছেন না; ইহার দ্বারা তিনি মুলত: আওয়ামী লীগ বিরোধী দলগুলো থেকে "জাতীয় সরকার" গড়ে তোলার কথা বলছেন; তিনি সেই সরকার প্রধান হতে চান। তিনি সোজাসুজি সেটা বললে ভালো হতো, কিন্তু তিনি নিজকে সেই রকম জনপ্রিয় মানুষ হিসেবে ভাবার মতো সাহসী নন।
তিনি জেনারেল মঈনের সময় "সাময়িক সরকারে" যাননি, তিনি চেয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য সরকার গঠন করতে, এখনো উনি সেটাই চাচ্ছেন। তিনি আজকের বড় দল হিসেবে বিএনপি'কে এই ফর্মুলা দিয়েছেন। মনে হয়, বিএনপি'র মির্জা সাহেবকে আমেরিকান দুতাবাস দ: ইউনুসের সাথাকার জন্য বলছে; এজন্য বিএনপি' নেতৃত্বের মাঝে সমস্যা হচ্ছে। বিএনপিকে ইহাতে আনতে পারলে, জামাত যেকোন শর্ত মেনে নিবে; বাকীদেরকে হাড্ডি, লেজ বা মাথা ধরিয়ে দিলেই তারা খুশী থাকবে।
বিএনপি ড: ইউনুসের ভক্ত নন; বিএনপি নিজেরা শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারেনি বলে, চোখেমুখে বেশী ভদ্রতা দেখাচ্ছে; বিএনপি'র মিলিটারীর অংশ ড: ইউনুসকে ২ পয়সাও দাম দেয়ার মানুষ নন। ওরা জানে এখন ভোট হলে, বিএনপি নিজেদের ভোটের সাথে আওয়ামী ভোট পেয়ে বড় ধরণের বিজয় পাবে; ড: ইউনুসকে কি দরকার? ড: ইউনুস এই জন্য দলগুলোর "ঐক্য" চাচ্ছেন; উনি জানেন, সাধারণ মানুষকে ভুতে পায়নি যে, ওঁরা উনার পেছনে ঐক্যবদ্ধ হবেন।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১২
জেনারেশন৭১ বলেছেন:
আওয়ামী লীগের সাধারণ মানুষদের সাপোর্ট উনি কখনো পাবেন না; বাকীরাও ডুদখোর হিসেবে উনাকে সাপোর্ট করার কথা নয়।
আমার ধারণা, মানুষের ২ পয়সার সাপোর্টও নেই, সেজন্য "দলগুলোর ঐক্য", মানে "জাতীয় সরকার" করতে চাচ্ছেন তিনি।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন নিক মারহারা
স্বাগতম আবারও । আশাকরি সুন্দরমত ব্লগিং করবেন। মানুষের মনে আঘাত দিবেন না
০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগে মানুষের সংখ্যা কম; যাঁরা মানুষ তাঁরা আমার থেকে সন্মান পেয়ে আসছেন সব সময়।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১১
সৈয়দ কুতুব বলেছেন: শুভ সকাল! আপনার শরীর কেমন আছে? ঘুম হয়েছে ঠিকমতো রাতে?
নাস্তিক মোল্লা ইউনূস এখন মৌলবাদি হুজুরদের সাপোর্ট চান! জিন্নাহ যেমন নিজে নাস্তিক হয়ে ইসলামিক রাষ্ট্র গড়তে চেয়েছিলেন মোল্লা ইউনূস সেইম কাজ করতে যাচ্ছেন!
০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫
জেনারেশন৭১ বলেছেন:
ড: ইউনুস সাহেবকে চালাচ্ছে আমেরিকান দুতাবাস; কিন্তু দুতাবাস নিজে চলে আমেরিকার ফরেন সেক্রেটারী/সরকারের নীতি অনুসরণ করে। ফলে, উনি যা বলছেন ও যা করছেন, উহা জাতির প্রয়োজনের সাথে সব সময় মিলবে না।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী সবাই ঐক্যবদ্ধ আছে। আর ড. ইউনুস এর প্রতিও সমর্থন এ যাবৎকালের অন্য যে কোন তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বেশী আছে। উপদেষ্টাদের নিয়ে সমস্যা থাকলেও ড. ইউনুসকে নিয়ে কারো মাথা ব্যথা নেই...
০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭
জেনারেশন৭১ বলেছেন:
ইলেকশান হলে বিএনপি উনাকে বড় পদে থাকতে দিবে? আমেরিকা চাচ্ছে উনিই থাকবেন সবচেয়ে বড় পদে।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি মনে হয়না ইলেকশানের পর আর কিছু আশা করেন। ততদিনে উনার বয়স ৮৫/৮৬ হবে। শেখ হাসিনাকে সরিয়ে তিনি ক্ষমতায় বসেছেন – এর চেয়ে জীবনে আর বড় প্রাপ্তি কী হতে পারে?
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনাকে উনি সরাননি, শেখ হাসিনাকে সরায়েছে আমেরিকা। উনি নিজের বয়সের কথা নিয়ে ভাবছেন না, দুতাবাস উনাকে সুযোগ দিয়েছে, উনি সেটা নিয়ে মেতে আছেন।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১
সৈয়দ কুতুব বলেছেন: বিচার মাবি তালগাছ আমার@ ইহা কেমন তর ভাবনা ? শেখ হাসিনার পদ দখল করে বসা ড. ইউনূসের মতো মানুষের জন্য ক্ষমতায় বসা এত সৌভাগ্যের বিষয় কি করে হয়? বাঙালির মন পাওয়া এত সহজ নয়।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
উনি এখনো জানেন না, শেখ হাসিনাকে কে সরায়েছে।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০১
নান্দাইলের ইউনুছ বলেছেন:
বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ১৬০ এর বেশি সিট পেতে পারে।
আওয়ামীলীগ ভালো নেতৃত্ব নিয়ে সংঘটিত হয়ে নির্বাচন করলে তারাও ভালো করবে।
জামাতের অবস্থান আগের চেয়ে খুব বেশি ভালো হবে না তারা ২০ এর মতো সিট পেতে পারে।
আওয়ামী লীগ যদি নির্বাচন বয়কটের ঘোষণা দেয় সেটা হবে অনেক বড় একটা জটিলতা।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগে বিভক্তি দেখা দিবে; সহসা ভোট হলে, আওয়ামী লীগের পলাতকরা ( দেশের ভেতরে ) বিএনপি'র পক্ষে ভোট চাইবে। সহসা ভোট হলে, সাহস করে আওয়ামী লীগের লোকজন ভোটে দাঁড়াবে না।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
আমেরিকাকে সঠিকভাবে বুঝে কে?রাশিয়া,চীন?
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকাকে সঠিকভাবে বুঝে ইউরোপিয়ানরা, কানাডা ও জাপান।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: ময়দান মাসাকার, কালার রেভুলেশন নিয়ে কারো তেমন আইডিয়া নাই। ২০১৩/২০১৪ সালে আমেরিকা ইউক্রেনে যে ফরমুলা ব্যবহার করেছে তার এক্সট্রিম ভারশন বাংলাদেশে প্রয়োগ করেছে।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকা মানুষের জন্য ভালো কিছু করতে চেয়েছিলো; কিন্তু পদক্ষেপ সঠিক হয়নি; তারা ব্যুরোক্রেট ও সেনাবাহিনীকে ধরলে, আওয়ামী লীগ শেখ হাসিনাকে ফেলে পালাতো।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আমলাতন্ত্রের বিনাশ করা দরকার! ড. ইউনূসের উপর আমার মনে উঠে গেছে কারণ তিনি আলী ইমাম মজুমদারের মতো আমলাকে উপদেষ্টা বানিয়েছেন! এই লোক আওয়ামী লীগ কে খাইছে, ছাত্রদের বিরুদ্ধে লিখতো পত্রিকায়! তার সাথে অন্য আমলাদের রিলেশন ভালো দেখে আমলাদের কবজা করতে আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করেছে।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৮
জেনারেশন৭১ বলেছেন:
হাসিনার সরকারের পতনের পর, দেশের একমাত্র ভরসা ছিলো উণি (যদিও আমেরিকা উনাকে বসায়েছে ); এখন উনি মানুষের মাঝে যেই হতাশার সৃষ্টি করেছেন, ইহা জাতিকে ডুবাচ্ছে।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতি তে ঐক্য কতদিন টেকে ???
কিছুদিন পর যার যার স্বার্থে ভাঙ্গন শুরু হলে
সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে।
০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৩
জেনারেশন৭১ বলেছেন:
উনি ও আমেরিকান দুতাবাস মিলে কি খিচুড়ী পাকাচ্ছে বলা মুশকিল; তবে, জাতিকে ডুবাচ্ছে।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:০২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
তাহার মাথা খারাপ হয়ে গেঝে।
মনে হয় না বেশী দিন টিকতে পারবেন।
বাচতে চাইলে নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে।
নৈলে উনার পালাবার আর কোন উপায় নেই।
বর্তমান সংবিধান অনুযায়ী অবৈধভাব ক্ষমতা দখলে করলে ফাসি হতে পারে।
অনেক লোক এই তালিকায় পরে যাবে।
০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৬
জেনারেশন৭১ বলেছেন:
আমরিকা বিএনপি ও জামাতকে পছন্দ করার কথা নয়; কিন্তু এখন তাদের চয়েস নেই; তারা চাইবে, যেই সরকার হোকনা কেন, ড: ইউনুস যেন সর্বোচ্চ পদে থাকে।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৪৪
ক্লোন রাফা বলেছেন: ঐক্যের নাটক রাজনৈতিক দলগুলোর জন্য সান্ত্বনা। মুলা দেখিয়ে তাদের বুঝ দেওয়া। দেশ চালাইতেছে আমেরিকা। ড. সুদ’কে যত বেশিদিন ক্ষমতায় রাখা যায় আর কি‼️জনগণ কোন ঐক্যের দার ধারেনা। জনগণ বুঝে গেছে তারা নোংরা রাজনীতির বলি হয়ে গেছে।
ধন্যবাদ॥
০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০০
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের মানুষ নিয়ে আপনার অনেক উঁচু ধরণা; আসলে, সাধারণ মানুষ তো দুরের কথা শিক্ষিতরাও মনে করেছে যে, ছাত্ররা শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে।
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৫
নতুন বলেছেন: আমাদের মানুষ নিয়ে আপনার অনেক উঁচু ধরণা; আসলে, সাধারণ মানুষ তো দুরের কথা শিক্ষিতরাও মনে করেছে যে, ছাত্ররা শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে।
শুধুই আয়ামীলীগের মানুষের বিশ্বাস পাকি ট্রেনিং প্রাপ্তরা শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে।
০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৮
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনাকে উৎখাত করেছে আমেরিকা; তারা আমাদের মিলিটারীকে ব্যবহার করেছে; আমেরিকানরা পাকিস্তানের সাহায্য নিয়ে জামাত ও শিবিরকে কাজে লাগায়েছে মানুষকে কৌশলে ( ছাত্র হত্যা করায়ে ) রাস্তায় এনেছিলো।
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডান-বাম কখোনও এক হতে দেখি নাই ।
এই সরকারের কি সেই ক্ষমতা আছে ???
..................................................................
এই কারনে কি ইন্ডিয়া কার্ড সামনে নিয়ে আসছে ???
০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৪
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকান দুতাবসে অনেক চালাক লোকজন কাজ করে; ওরা মিডিয়া ও কিছু মিলিটারী অফিসার ও পরিচিত কিছু লোকজনকে কিনে, দেশের ভেঁড়াদের ভারতর যুদ্ধ জিকির তুলে দেশ প্রেমিকে পরিণত করছে।
ড: ইউনুসের এটা সরকার নয়, ড়টা বাংলাদেশ-বিরোধীদের প্লাটফর্ম।
১৬| ১১ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৩৩
ক্লোন রাফা বলেছেন: আমি এটাকে কখনোই আন্দোলন বিপ্লব কিংবা অভ্যুথান মনে করিনি। শেখ হাসিনার নির্বুদ্ধিতা/ জঙ্গি সহায়তায় জামাত,শিবিরের সাথে পাকিস্তান পন্থী অবঃ সেনা সদস্যদের সন্মিলিত চক্রান্ত।
বাকি নির্বোধ কিছু মানুষের না বুঝেই সমর্থন এই আন্দোলনকে একটা পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করেছিল ।
ধন্যবাদ॥
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:০২
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকান দুতাবাসের প্ল্যান অনুসারে আমেরিকানরা সেনাবাহিনীকে ক্ষমতায় এনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে; শিবিরদের ব্যবহার করেছে সেনাবাহিনীকে আড়াল করে রাখার জন্য।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:০২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
অধ্যাপক সাহেব কিসের ঐক্য করতে চান সেটা পরিস্কার নয়।
প্রায় ৪০ শতাংশ মানুষ আলীগ সাপোর্ট করেন।
তাদের বাদ দিয়ে কিসের ঐক্য ??