নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা কেন শেখ হাসিনার সরকারকে উৎখাত করলো?

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১১



ব্লগে কে কে বলেন, আমেরিকা শেখকে হত্যা করেছে? খুব বেশী ব্লগার ইহা বলেন না; তারা শেখের দুর্নীতি, আওয়ামী লীগের দোষ টোষ নিয়ে বলেন যে, কিছু বিপথগামী সৈনিক শেখকে হত্যা করেছিলো। আমি জানতাম যে, সিআইএ শেখকে হত্যা করেছে। শেখ হাসিনাও ইন্দিরা থেকে আসল ঘটনা জেনেছে; কিন্তু ইহা কখনো মুখে আনেনি। আমেরিকান দুতাবাস জানতো যে, শেখ হাসিনা না'জানার অভিনয় করছে; তারা জানতো যে, ইন্দিরা গান্ধী অবশ্যই এসব বিষয়ে পাঠ দান করেছে।

১৯৭৪ সালের দিক থেকে বাংলাদেশ মিলিটারী আমেরিকার পকেট ছিলো; জিয়ার মৃত্যুর পরও জিয়ার জেনারেলরা ও এরশাদ আমেরিকার পকেটে ছিলো। বেগম জিয়া ও জামাতের মাখামাখি আমেরিকা পছন্দ করতো না; কিন্তু জেনারেলরা বেগম জিয়ার সাথে আছে, আমেরিকার জন্য যথেষ্ট ছিলো।

আমেরিকা সব সময় খেয়াল রেখে আসছিলো হাসিনা নিজ দলের কাছে ও বাংগালীদের মাঝে আমেরিকান-বিরোধী মনোভাব গড়ার চেষ্টা করছে কিনা! আমেরিকা শেখ হাসিনার উপর বড় ধরণের অসন্তুষ্ট হয়েছিলো শেখ হাসিনা যখন মিলটারীকে কন্ট্রোলে নেয়ার চেষ্টা করেছিলো।

শেখ হাসিনা চীনের সাথে ব্যবসা করতে গিয়ে ক্রমেই আমেরিকাকে বিরক্ত করে আসছিলো; আমেরিকা ব্যবসার জন্য মন খারাপ করেনি, মন খারাপ করেছে চীনকে কাজে অকাজে গুরুত্ব দেয়ায়।

আমেরিকা স্পষ্ট প্রমাণ পেয়েছে যে, শেখ হাসিনা মনেপ্রানে বিশ্বাস করে যে আমেরিকাই তার বাবাকে হত্যা করেছে; এবং সে আমেরিকাকে ঘৃণা করে ও আমেরিকার পকেট থেকে মিলিটারীকে বের করে আনার ব্যবস্হা নিয়েছে। বাংলাদেশের মতো দেশের উপর আমেরিকা কেন যে আধিপত্য রাখতে চায়, ইহা বুঝা মুশকি হতে পারে ইহা ১ ধনের ঝোঁক।


মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমেরিকা বলেছিল আবু সাইদকে গুলি করতে, আমেরিকা বলেছিল মুগ্ধকে গুলি করতে। আমেরিকা ১০০০+ ছাত্র জনতাকে গুলি করে মেরেছে। আমেরিকা শেষ মুহূর্তে রেহানাকে দিয়ে, জয় কে দিয়ে শেখ হাসিনাকে রাজি করিয়েছিল পালাতে...

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

জেনারেশন৭১ বলেছেন:



১৯৭১ সালে আপনার বয়স কত ছিলো? তখন পাকী ও জামাত-শিবির যখন বাংগালী নিধন করছিলো, তখনও আমেরিকা পাকী মিলিটারীর মালিক ছিলো।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: আমার সাংবাদিক মামা একই রকম ধারণা দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের বাকশাল অথবা সমাজতান্ত্রিক ধারণা আমেরিকার পছন্দ ছিলো না। মার্শাল টিটো নাকি শেখ সাহেব কে সাবধান করেছিলেন? আবার সেনাবাহিনী তে জিয়ার আমলে কাজ করা একজন আমার দাদা বাড়ির পাশে থাকতেন! তিনি গল্পের ছলে বলেছিলেন ভারত নাকি এই ঘটনা আগেই জেনেছিল যে শেখ মুজিব কে মেরে ফেলা হতে পারে! ইনফেক্ট ভারত ও এর সাথে জড়িত থাকার বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ভারত নাকি দুশ্চিন্তায় থাকতো বাঙালি জাতীয়তাবাদ নিয়ে। কারণ পশ্চিম বাংলার অধিবাসী রাও বাঙালি! আমি এসব বিষয় নিয়ে ঢাবিতে পড়ুয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট দের জিজ্ঞাসা করেছিলাম, এরা হেসেই উড়িয়ে দিয়েছে এসব কথা!

আপনি অনেক সময় জেন জি দের প্রশ্ন ফাঁস বলেন, আমার নিজের ও একটু খারাপ লাগে! আমাদের প্রজন্ম কে ভুল ইতিহাস জানিয়েছে যাদের বয়স এখন ৫৫/৬০ বছরের মধ্যে তারা। এরাই জেন জি দের বাবা/চাচা অথবা আত্নীয়! ৭০ বা তার উপরে যারা আছেন তারা দেখি মোটামুটি সহি ইতিহাস জানেন!

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

জেনারেশন৭১ বলেছেন:


Gen-Z হচ্ছে পশ্চিমা বিশ্বের জন্য, ওরা জন্মের পর ১ম যেই খেলনাটা পেয়েছে সেটা ছিলো ডিজিটেল ( কমপক্ষে ইলেকট্রিক্যাল); ১২ বছরের দিকে কম্প্যুটিং শিখেছে; ওদের মরাল আছে।

১৯৭১ সালে মাত্র শতকরা ১৭ জন নাম লিখতে পারতো, আজকে পারে ৭৪ জন; এই ৭৪ জনের মাঝে বড় অংশ হচ্ছে তরুণ, এরা Gen-F; এরা আমাদের জাতিকে ধ্ংসের মাঝখানে এনেছে।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

জেনারেশন৭১ বলেছেন:



এবার এইচএসসি লেভেলে পরীক্ষ হয়নি, ভালো পাবলিক ইউনিভার্সিটিতে কোন ছেলেমেয়েগুলো ভর্তি হবে? ওদের লিষ্ট কারা করে দেবে?

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭

রানার ব্লগ বলেছেন: এর দায় সম্পুর্ন আপনাদের। আপনারা যারা ইতিহাসের সাক্ষী তারা ইতিহাস কে প্রকাশ করেন নাই। অপরদিকে যারা পরাজিত শক্তি তারা একের পর এক ভুল ইতিহাস, ভুল ব্যাখ্যা প্রকাশ ও আলোচনা করে বর্তমান প্রজন্ম কে বিভ্রান্ত করে ফেলেছে। দায় নিতে শিখুন। জেনজীদের অপবাদ দিয়ে কি লাভ?

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

জেনারেশন৭১ বলেছেন:



আমরা মানে সাড়ে ৭ কোটীর মাজে ৫ কোটী; শেখের ভুলের জন্য আমাদের অবস্হা খারাপের দিকে গিয়েছে; রাজাকারদর জন্য আরবেরা ডলার দিয়েছে ট্রাকে ট্রাকে।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথা ঠিক আছে! কিন্তু ইতিহাস যদি এত বার চেঞ্জ করে রাজনৈতিক দল জেন জি কি করতে পারবে? প্রথম বিশ্বের দেশ গুলোতে এই ধরণের রাজনৈতিক দল নেই যারা ইতিহাস চেঞ্জ করে। এইবার আবারো সকল শ্রেণীর পাঠ্যপুস্তকে ইতিহাস চেঞ্জ হচ্ছে! শিক্ষা বোর্ডে টিচার-টিচার মারামারি করছে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সামনে! তাহলে জেন জি কি শিখবে?

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

জেনারেশন৭১ বলেছেন:



শিক্ষার মান ও প্রয়োজনীয়তা শেখ সাহেব থেকে শেখ হাসিনা, কেহই বুঝতেন না; বেগম জিয়া প্রাইম মিনিষ্টার হওয়ার পর, দেশে কোন শিক্ষার দরকার আছে বলে কেহ মনে করতো না।

দল বলতে আওয়ামী লীগ ব্যতিত বাকীগুলোর জন্মেরও ঠিক নেই। আওয়ামী লীগকে ধ্ংস করে গেছে শেখ হাসিনা। ছেলেমেয়েরা কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ালেখা না'করাতে তাদের জ্ঞানের পরিধি বাড়েনি।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

সৈয়দ কুতুব বলেছেন: এবার পাঠ্যপুস্তকে শেখ মুজিব বাদ! সে জায়গায় ভাসানীকে ঢুকানো হয়েছে। শেখ সাহেব কে প্রতিপক্ষরা অভিযোগ করেন তিনি নাকি পাকিস্তানের জেলে আরামে কাটিয়েছেন! সে অনুসারে তো ভাসানী মুক্তিযুদ্ধের সময় ভারতে ছিলেন যতটুকু জানি! এখন আর কারো ইহা নিয়ে অভিযোগ থাকার কথা নয়।

শেখ রাসেল নিষ্পাপ ছোট শিশুর নামে যে স্থাপনা, স্কুল কলেজ ও পাঠ্যপুস্তকে গল্প ছিলো সব বাদ দিচ্ছে। শেখের পাপে শিশু রাসেল ও দোষী!

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

জেনারেশন৭১ বলেছেন:



জামাত-শিবির ( ইসলামী ছাত্র সংঘ ) পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে; ওরা শেখ ও মুক্তিযোদ্ধা চ্যাপ্টার রাখবে না। জামাত শিবির ফিলিস্তিনে হামাস, মিশরে ব্রাদাহুড ও আলকায়েদা, আফগানিস্তানে তালেবান নামে পরিচিত; এরা সভ্যতাকে ধ্গস করবে, কিংবা সভ্যতা এদেরকে বিনাশ করবে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪

জ্যাকেল বলেছেন: @গাজীসাব
আপনার ত পুন্দেমুখে কথা বলা অভ্যাস। আপনার না লাগে যুক্তির ধার, না লাগে সোর্স, না লাগে জবাবদিহীতা। পাগলে কি-না বলে আর ছাগলে কি-না খায়। তদুপরি বলি-

বহুল প্রচলিত কতিপয় গুজব

আমেরিকা ২৪ এর গণঅভ্যুত্থান করেিয়েছে।
আমেরিকা ৭৫র কাহিনী করিয়েছে।
আমেরিকা সেক হাসিনাকে পসন্দ করে নি।
সব আমেরিকা করিয়াছে, ভারত মুখে শাকপাতা দিয়ে বসিয়াছিল।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৬

জেনারেশন৭১ বলেছেন:



আমেরিকা কি কি করে, সেটা আপনার পক্ষে বুঝা সম্ভব হবে না; বাংলাদেশে আপনার মতো লিলিপুটিয়ানের শতকরা হার ৯৫ ভাগ।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৬

মুসাফির নামা বলেছেন: এসব পাগল ছাগল কোথায় থেকে উঠে আসে!আমেরিকার প্রতি ঘৃণা থেকে পোলারে সেখানে রাখছে প্রতিশোধ নিবার লাই,কি কও রসুন?

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৬

জেনারেশন৭১ বলেছেন:


আপনি আমাকে রসুন বলছেন, ইহা কি ভালো নাকি খারাপ?

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:




ইমরান খানের মতো শেখ হাসিনাও প্রকাশ্যে আমেরিকাকে নিয়ে আজেবাজে কথা বলেতো।
এটা যে কোন আমেরিকানকে কষ্ট দেবার জন্য যথেষ্ট।
আমেরিকা ছাড়বে কেন?

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩২

জেনারেশন৭১ বলেছেন:




আমেরিকার পকেট থেকে সেনাবাহিনীকে বের করার চে্ষ্টা করাতে আমেরিকা ক্ষেপেছে।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫১

সৈয়দ কুতুব বলেছেন: বর্তমান বিশ্বে গ্রেট পলিটিশিয়ান কারা? পুতিন নাকি চীনা প্রেসিডেন্ট? আসলে এত হতাশা কাজ করছে আগস্ট মাসের পর কি কমু! আন্দোলন পর্যন্ত ঠিক ছিলো কিন্তু বিএনপি-জামাত সহ অন্যান্য দল গুলোর কথাবার্তা আচার আচরণ কিছুতেই জনগণের সমস্যা এড্রেস হচ্ছে না। ডেঙ্গুতে আশে পাশে ৮/১০ জন মানুষ অসুস্থ! ডিসেম্বর মাসে আগে এত ডেঙ্গু দেখি নাই। ইউনূস সরকারের বেশির ভাগ উপদেষ্টা উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভিজ্ঞতা না থাকায় আদৌতে কোন অগ্রগতি হচ্ছে না। আওয়ামী লীগ ও ভারত বিরোধী রাজনীতি করে তারা জনগণের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করছে। মূল্যস্ফীতি ১৪.৪৪% গিয়ে ঠেকেছে। রেমিট্যান্স বাদে কোন সেক্টর ভালো করছে না। বৈদেশিক বিনিয়োগ কমে গিয়েছে। ব্লগে দেশের প্রকৃত চিত্র ফুটে উঠছে না। কিছু লিখলেই বলবে ১৬ বছর কই ছিলেন! একটা সরকারের ভালো কাজের ইচ্ছা থাকলে শুরুতেই আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যের জন্য কাজ করতো। ভারত ও আওয়ামী লীগ বিরোধীতা করে কি দীর্ঘদিন ক্ষমতায় থাকা যাবে?

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫

জেনারেশন৭১ বলেছেন:





ব্লগের ৯৫ ভাগ লেখা গার্বেজ, এরা দেশ ও বিশ্বকে বুঝে না; এদের রাজনৈ্তিক জ্ঞান নেই।

ইউনুস, টাকা আয় করতে জানে নিজের জন্য, জাতির প্রতি কোন টান নেই; সে আমেরিকার নিযুক্ত অথর্ব।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১৬

ক্লোন রাফা বলেছেন: আমেরিকা তার কর্তৃত্ব এশিয়াতে মুলত চিনের জন‍্যই রাখতে চায়। আফগানিস্তানে বছরের পর বছর যুদ্ধ জিইয়ে রেখে কোটি কোটি ডলার ইনভেস্ট ও সৈনিকদের প্রাণহানি টানতে পারছিল না ।
তাই ইউক্রেন আর ইসরায়েল দিয়ে দুইটি ফ্রন্ট ওপেন করছে।কিন্তু ভারত’কে কন্ট্রোলে রাখতে একটু অসুবিধা হোচ্ছিলো তাইবাংলাদেশ’কে চপেটাঘাত করে আয়ত্বে নিয়েআসার চেষ্টা।এখন ব্রিস্ক নিয়ে এগিয়ে যেতে ২বার ভাববে। আমেরিকার একক আধিপত্য নষ্ট করে এমন ক্ষুদ্র প্রচেষ্টা’ও সহ‍্য করবেনা আমেরিকা!
ভারত হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায‍্য করার বিনিময়ে আওয়ামীলীগ’কে ডুবিয়েছে।হাসিনা রাজনীতি না করে আমলাদের অন‍্যায় সুযোগ সুবিধা দিয়ে সাধারন মানুষ’কে খেপিয়েছে।অসৎ ব‍্যাবসায়িদের আরো বেশি সুযোগ দিয়েছে।
নিজের কফিনে শেষ পেরেক মেরেছে। বড় বড় দুর্নীতিবাজদের সহযোগিতা করেছে দেশ থেকে নির্বিচারে টাকাপয়সা লুট করে করে বিদেশে লাক্সারি জীবনযাপন করতে ‼️
নিরীহ মানুষ সংগ্রাম করছে দেশ গঠনে আর সেই অর্থ লুটপাট করছে। কিছু সরকারি আমলা ও পুলিশ কর্মকর্তা এমনকি ড্রাইভার, পিয়ন,আর্দালী,পি এস, এপিএস। এমন কোন যায়গা নেই যেখানে দুর্নীতির ছোয়া লাগে নাই।
আমেরিকা সেনাবাহিনী’কে পুরোপুরি কব্জা করে রেখেছে। সবকিছু মিলিয়ে শেখ হাসিনার অতিরিক্ত আত্মবিশ্বাস তার পতন ত্বরান্বিত করেছে।
জামাত/শিবির ও জঙ্গিরা পুরো সুযোগটা কাজে লাগিয়েছে। তারই পুরস্কার মূল্য আদায় করছে দেশ বিরোধী এই অপশক্তি।
ধন্যবাদ॥

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪০

জেনারেশন৭১ বলেছেন:



বাংলাদেশ দিয়ে ভারতকে আয়ত্বে কিভাবে কন্ট্রোল করবে আমেরিকা? বাংলাদেশের অবস্হা লেবানন, ইয়েমেনের মতো, খাবার যোগাড় করতে জীবন যায়; এখানে আধুনিক বিশ্বকে বুঝার মতো মানুষের সংলহ্যা ১৯ কোটীর মাঝে ১৯০০ হবে।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আমরা মানে সাড়ে ৭ কোটীর মাজে ৫ কোটী; শেখের ভুলের জন্য আমাদের অবস্হা খারাপের দিকে গিয়েছে; রাজাকারদর জন্য আরবেরা ডলার দিয়েছে ট্রাকে ট্রাকে

এইগুলা অযৌক্তিক যুক্তি। আপনারা যথেষ্ট সময় সুজুগ পেয়েছিলেন। কিন্তু অন্ত কোন্দল আর বানিজ্য নিয়ে এতোটাই ব্যস্ত ছিলেন যে আসল কাজটাই আপনারা ভুলে গেছেন। আর সেই কাজটাই শুকর ছানারা নীরবে করে গেছে। ফলাফল তারা এখন অন্যের অন্তরবাস ধরে টানাটানি করছে এবং সামনে আরো করবে। নিশ্চিত থাকুন।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪

জেনারেশন৭১ বলেছেন:




এরা জা্তিকে যাযাবরে পরিণত করে, নিজেরা উইপোকার জীবন যাপন করবে।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৮

পুরানমানব বলেছেন: আপনার নিক পরিবর্তন হইয়াছে বটে, তবে আপনি পুরোপুরি সুস্থ্য হইয়া উঠেননি।
মনে হইলে আপনার মানসিক অসুস্থতার বিষয়ে আপনাকে অবহিত করা একখানা ব্লগীয় দায়িত্ব।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৮

জেনারেশন৭১ বলেছেন:



আমার সমস্যা নিয়ে আপনি ভাবছেন? আপনি আমার আপনার চেয়েও আপানজন!

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:

কোন বার্তা ফার্তা নয় যুদ্ধ ঘোষণা করুন। কিসের এতো মিছিল। ডাইরেক্ট অ্যাতশনে চলে যান। হয় শহীদ নয়তে গাজী। মাঝখানে থাকার কোন সুযোগ নেই।

০৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪১

জেনারেশন৭১ বলেছেন:


লিলিপুটিয়ান বাংগালীরা যুদ্ধ যুদ্ধ করে, পাকীদের মতো সমস্যার দিকে রওয়ানা হয়েছে; যুদ্ধ কি জিনিষ '৭১'এর সামান্য কিছু মানুষ ও মুক্তিযোদ্ধারা জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.