নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা বাংলাদেশের মিলিটারীকে আমেরিকার পকেট থেকে বের করতে পারেনি কেন?

০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২০



শেখ হাসিনা অনেক চেষ্টা করেও আমাদের সেনাবাহিনীকে আমেরিকান পকেট থেকে বের করতে পারেননি; কারণ, বাহিনীটা প্রয়োজনের চেয়ে বড়, এরা পাকিস্তানী বাহিনীর সাথে ঘনিষ্ট , এরা পাকীদের মতো আমাদের দেশের সরকারকে কন্ট্রোল করে ও লোভী ( পদাধিকার বলে দেশের সম্পদ দখল করে )।

শেখ হাসিনা নিজের বাবার হত্যাকান্ড, পাকিস্তান ও বার্মার মানুষের দুর্দশা চাক্ষুষভাবে দেখার পরও, বাংলাদেশের মিলিটারীকে আমেরিকান সরকারের পকেট থেকে বের করতে সমর্থ হননি; কারণ, তিনি আমাদের দেশের ভু-রাজনৈতিক পজিশন বুঝার মতো বুদ্ধিমান ছিলেন না। উনার বাবা যেভাবে নিজের মৃত্যুটা নিজে কিনেছিলেন, ঠিক একইভাবে শেখ হাসিনার নিজের মৃত্যর জন্য জল্লাদ লালন পালন করে গেছেন গত ১৫ বছর।

স্বাধীনতার প্রেক্ষাপট, আমাদের জাতির ইতিহাস ও আমাদের ভৌগোলিক অবস্হান, আমাদেরকে ১টি নিরাপদ জাতি হিসেবে বসবাস করার সুযোগ করে দিয়েছিলো। বার্মা মিলিটারীর হাতে থাকলেও, উহা আমাদের সাথে বা কারো সাথে গন্ডগোলের চেষ্টা করেনি কোনকালে; বার্মার মানুষজন শান্তিপ্রিয় ছিলো। এর বাইরে ৩ দিকে ভারত; কিজন্য শেখ পাকী মিলিটারী অফিসারদের নিয়ে মিলিটারীর আকার বড় করলেন?

মুক্তিযোদ্ধা বেংগল রেজিমেন্ট, ইপিআর, আনসার ও জনতার থেকে আসা মুক্তিযোদ্ধা মিলে ২০/২৫ হাজার সৈন্যের একটা বাহিনী ও শুধু মাত্র ২০/২৫ জন মুক্তিযোদ্ধা অফিসার নিয়ে বাহিনী গঠন করলে, উহাতে আমেরিকা ঢুকতে পারতো না, ঢুকলেও মুক্তিযোদ্ধা বাহিনীকে তারা কিনতে পারতো না। স্বপ্ল সময়ের মাঝে বাহিনীর অফিসারদের ( পাকিস্তানের অধীনে চাকুরী-করা ) বড় বড় পদে চাকুরী দিয়ে নতুন অফিসার নিয়ে নিলে পাকিস্তানী-জীবাণু মুক্ত হয়ে যেতো বাহিনী ও কখনো আমেরিকার পকেটে যেতো না।

পিলখানা হত্যাকান্ডের পর, শেখ হাসিনার বুঝা উচিত ছিলো যে, বাহিনীর অফিসারেরা উনাকে পছন্দ করে না ও সুযোগ পেলে উনাকে ধরবে; এত বড় বাহিনী দরকার নেই; বাহিনীর আকার ছোট করলে, বাহিনী জনতাকে ভয় পেতো।

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পিলখানা হত্যাকান্ডের পর, শেখ হাসিনার বুঝা উচিত ছিলো যে,
বাহিনীর অফিসারেরা উনাকে পছন্দ করে না।

......................................................................................
দেশের রাজনীতি বুঝা দায় !
আমি অনেক আগে বলেছিলাম, বিশেষ একটি অন্চল করতে চায় ইউ ।
যার আড়ালে আমেরিকা অবস্হান করছে ।
এখন আবার সেন্টমার্টিন নিয়ে গুজব থামছেনা ।
এর সাথে যোগ হচ্ছে লালমনিরহাট এয়ার বেজ এবং চিকেন নেকের উপর থ্রেট ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০০

আঁধারের যুবরাজ বলেছেন: @ পিলখানা হত্যাকান্ডের পর,

- এই হত্যাকাণ্ডের সাথে কে এবং করা জড়িত ছিল ?

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪১

জেনারেশন৭১ বলেছেন:




ইহার সাথে জড়িত মিলিটারী অফিসারদের ৭০ বছরের অত্যাচার ও ডাকাতি।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ২০১৪ সালে তিনি ফেয়ার ইলেকশন দেন নাই। কারণ তিনি বুঝতে পেরেছিলেন সেনাবাহিনী ভোটের ফলাফল চেঞ্জ করবেই। তাছাড়া বিডিআর হত্যার মামলায় শেখ হাসিনা আসামী হবেন। এসব কারণে ক্ষমতা ছাড়তে চাননি।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৯

জেনারেশন৭১ বলেছেন:




পিতা ও পরিবার হত্যাকান্ডের পর থেকে উনি সব সময়েই ভয়ে ভয়ে ছিলেন; যদিও দেশের সর্বোচ্চ পদে সব সময় ছিলেন, ভয় উনাকে ছাড়েনি; তাই সবকিছুই বেঠিকভাবে করেছেন।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৩

আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: ইহার সাথে জড়িত মিলিটারী অফিসারদের ৭০ বছরের অত্যাচার ও ডাকাতি।

- এটা উত্তর হলো না ,আপনি যেটা বললেন সেটা আপনার ভাষায় কারণ। কিন্তু কে এবং কারা করলো ?

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৬

জেনারেশন৭১ বলেছেন:




বিডিআর যোয়ানেরাই করেছে। বেংগল রেজিমেন্টের অফিসারেরা ডেপুটেশানে গিয়ে সীমান্ত ডাকাতী করতো; সেটা নিয়েই এই ঘতনা ঘটেছে; সেনাবাহিনীর অফিসারেরা বিডিআর সৈনিকদের চাকরেরমতো ব্যবহার করতো।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অযথা সম্মান কাজ করে। অথচ এরা ধান্দা করে ইউরোপ আমেরিকায় নারী নিয়ে আমোদ করে বেড়ান। সেনাবাহিনীরা নিজেদের এলিট ভাবে চাষাভুষোর দেশে!

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৯

জেনারেশন৭১ বলেছেন:




সব অফিসার ঢাকায় "সেনা এলাকায়" রাজকীয় প্লট ও নামমাত্র সুদে ঋণ পেয়ে আসছে; বড় বড় ব্যবসা দখল করেছে, বএ বড় পদ ও সরকারী প্রজেক্টে কন্টা্রাকটারী করে আসছে।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন:পিতা ও পরিবার হত্যাকান্ডের পর থেকে উনি সব সময়েই ভয়ে ভয়ে ছিলেন; যদিও দেশের সর্বোচ্চ পদে সব সময় ছিলেন, ভয় উনাকে ছাড়েনি; তাই সবকিছুই বেঠিকভাবে করেছেন।
- উনি ভয়ে কখনোই ছিলেন না। উনি জানতেন ,উনার ইন্ডিয়া উনার সাথে আছে। উনি থাকতেন সারাক্ষন প্রতিহিংসা নিয়ে।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৩

জেনারেশন৭১ বলেছেন:



প্রতিহিংসা উনি নিয়েছেন; মিলিটারী, জামাত-শিবির স্বাধীনতার সময় থেকে অনেক অনেক হতয়াকান্ড চালায়েছে, মিলিটারী ভোটের রেজাল্ট বদলায়েছে।

সবচেয়ে বড় কথা, উনি ক্ষমতায় গেছেন মিলিটারী শেখকে হত্যা করায়।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার দল সাধারণ মানুষকে অনেক জ্বালাইছে; শিক্ষার্থীদের জ্বালাইসে। এসব কিছুর দায় এখন শেখ হাসিনার উপর পড়েছে। আওয়ামী লীগ একটি অলিগার্ক ও মাফিয়া দের দলে পরিণত হয়েছে।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৪

জেনারেশন৭১ বলেছেন:



শেখ হাসিনা দেশের ভয়ংকর ক্ষতি করে গেছে আওয়ামী লীগকে লাঠোয়াল ও ডাকাত দলে পরিণত করে।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১১

আঁধারের যুবরাজ বলেছেন: গাজী ভাই , আপনি কয়েকটি পোস্টে বলেছেন " কোন ভারতীয় মনে করে না যে, বাংলাদেশের সাথে তাদেরকে যুদ্ধ করতে হবে " কথাটা সঠিক না। আপনি যেহেতু ফেসবুকে নাই তাই দেখেননি হয়তো । ইউটুবে আর ফেসবুকে এখন দুইদেশের কিছু বলদদের যুদ্ধ চলছে। অসংখ ভারতীয় আছে তারা পারলে এখনই বাংলাদেশকে তাদের ভাষায় কাংলাদেশ ,বেঈমানজাতি কে শায়েস্তা করবে । আমাদের দেশেরও অসংখ মানুষ অমনটা তাদেরকে বলছে।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৮

জেনারেশন৭১ বলেছেন:



বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা পশ্চিম বাংলা, ত্রিপুরা ও আসাম গেছে, ওরা আমাদের লোকজন, ভারতে গিয়েও ওদের শান্তি নেই। ওরা ও আমাদের ভেঁড়ারা "কথা যুদ্ধ" করছে। তবে, এতে পার্বত্য অন্চলের সন্ত্রাসীরা উলফা ও "র"এর সাহায্য পেতে পারে।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: আধারের যুবরাজ@ আপনার কথা ঠিক আছে। আজকে এক বলদা ভারতীয় কে বলতে শুনলাম চট্টগ্রাম ভারত দখল করে যাতে বাংলাদেশের হিন্দুদের বসবাসের ব্যবস্থা করে দেয়। এই হলো বলদ দের অবস্থা।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:১০

জেনারেশন৭১ বলেছেন:



ভারত মানে শুধু পশ্চিম বাংলা নয়; ভারতের মানুষ সব সময় বাংলাদেশের মানুষের ভালো চেয়ে আসছে।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:

লেখক বলেছেন: আপনি রিসেট বাটন চেপে দেন "

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:১১

জেনারেশন৭১ বলেছেন:



ইউনুস দেশের ভালোর জন্য রাজনীতি করেননি; উনি বুঝতেন যে, মানউষ উনাকে পছন্দ করে না।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:০১

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: বিডিআর যোয়ানেরাই করেছে। বেংগল রেজিমেন্টের অফিসারেরা ডেপুটেশানে গিয়ে সীমান্ত ডাকাতী করতো; সেটা নিয়েই এই ঘতনা ঘটেছে; সেনাবাহিনীর অফিসারেরা বিডিআর সৈনিকদের চাকরেরমতো ব্যবহার করতো।

- আপনি মন থেকে এই কথা বিশ্বাস করেন ? এতো বড় বিদ্রোহ হলো ,এতো মানুষ মারা গেলো ,সব কিছু হটাৎ পুঞ্জীভূত রাগের স্ফুলিঙ্গ থেকে হয়ে গেলো ? এটা যদি আপনার মনের কথা হয়ে থাকে , আমি বিতর্কে যাবো না।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩০

জেনারেশন৭১ বলেছেন:




যুদ্ধে আমি ইপিআর'দের সাথে ৬ মাস ছিলাম; জেডফোর্সের ৩০০ সৈন্যের মাঝে ২০০ জনের বেশী ইপিআর ছিলেন; মুলযুদ্ধ উনারাই করেছেন; বেংগল রাজিমেন্টের সাধারণ সৈনিক ইপিআর'এর সুাবাদারের কামন্ড শুনতেন না; এই ছিলো অবস্হা।

আমার এলাকার ১ মেজর পিলখানা থেকে জীবিত ফিরেছেন, বিডিআর সৈনিকেরা উনাকে লুকায়ে রেখেছিলো ২ দিন। আমি উনার মুখে সব শুনেছি; তিনি এএখন ঢাকায় ব্যবসা করেন। ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করেছিলেন।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০৯

সৈয়দ কুতুব বলেছেন: আমাদের মতো ছোট দেশের পক্ষে বড়ো দেশগুলোর প্রভাব মুক্ত হওয়া আদৌতে সম্ভব? ধরেন সেনাবাহিনী কে নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া হলো বা তাদের কাটছাট করা হলো। আমেরিকা রেগে যাবে। সোশ্যালিস্ট ইকোনমির জন্য কাজ আরম্ভ করা হলো। ব্যবসায়ীরা ক্ষেপে যাবেন। সেনাবাহিনী কে দিয়ে ভোটের রেজাল্ট পরিবর্তন বন্ধ করে দেয়া হলো! আমেরিকা ভালো ভাবে নিবে না। খোদ সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যদি তাদের ধান্দা বন্ধ হয়ে যায়। ব্যাপক জনসমর্থন ছাড়া ইহা সম্ভব নয়।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

জেনারেশন৭১ বলেছেন:




বিদ্যান ও সৎকে নিয়ে কেহ গন্ডগোল করে না; শ্রীলংকার সেনাবাহিনী কারো পকেটে নেই; কিন্তু পাকী, বাংলাদেশী, মিশরের, ইউক্রেনের সেনাবাহিনী আমেরিকার পকেটে

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১১

ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশের সেনাবাহিনীর মন মানসিকতায় পাকিস্তানের সেনাবাহিনীর আচরণ শতভাগ। পাকিস্তানের সেনাবাহিনী প্রকাশ্যে জমিনের দরে রাষ্ট্র পরিচালনার জন্য। আর আমাদের সেনাবাহিনী ইউনাইটেডন ‍ন‍্যাশনের কলার লোভে দেশের ক্ষতি করে। আমেরিকা বাংলাদেশ’কে নিয়ন্ত্রনের হাতিয়ার হিসেবে সকল বাহিনীকে ব‍্যবহার করে।
*ভারতকে নিয়ন্ত্রনে রাখতে চায় আমেরিকা।যাতে এশিয়ার আধিপত্য বিস্তার লাভ না করতে পারে সমগ্র পৃথিবীতে। যদি ভারত, চীন ও রাশিয়া একটি জ‍্যান্টলম‍্যান এগ্রিমেন্টে সমঝোতায় পৌছায় । তাহলে পরাশক্তি হিসেবে আমেরিকার আধিপত‍্য ভেঙ্গে যাবে। এই জন‍্যই বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে বের করে দেখিয়েছে। আমেরিকার ছায়া ভারতের উপর না থাকলে ভারত একটা শুন‍্য।
ধন‍্যবাদ॥
সেনাবাহিনী কখনো আওয়ামীলীগকে পছন্দ করেনা ! কারন বাংলাদেশে একমাত্র দল জনগণের শাসন কায়েম করতে চায়।বাকি সব দল সেনাবাহিনীর চাকর হিসেবে সার্ভ করতে রাজি।
ধন্যবাদ॥

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

জেনারেশন৭১ বলেছেন:





আপনি দেশে আছেন, নাকি বিদেশে আছেন, আমি জানি না; আমেরিকায় এখন ভারতীয়রা, চীনারা, রাশিয়ানরা ( ইহুদী ) বেশ বড় বড় পজিশনে আছে। আপনি মানান সই কাপড়চোপড় পরে, কোন বড় কর্পরেশনের সামনে দাঁড়িয়ে থাকেন; ভারতীয়, চীনা, বা রাশিয়ান আপনার পাশ দিয়ে হেঁটে যাবার সময় আপনার দিকে থাকাবার সম্ভাবনা কম; তাকালে "হ্যালো" বলার সম্ভাবান ৫ ভাগ। এজন আমেরিকান আপনার দিকে তাকিয়ে হ্যালো বলার সম্ভাবনা ৭০ ভাগ। এজন্য আমেরিকানরা বিশ্বে সব সময় নেতৃত্ব দিয়ে যাবে।

পাকিস্তানী ও বাংলাদেশী সেনাবাহিনী মানুষকে ইডিয়ট হিসেব গণ্য করে, মানুষের সম্পদ দখল করে, সাধারণ মানুষকে অথর্ব হিসেবে নেয়।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৯

আঁধারের যুবরাজ বলেছেন: ক্লোন রাফা বলেছেন: সেনাবাহিনী কখনো আওয়ামীলীগকে পছন্দ করেনা ! কারন বাংলাদেশে একমাত্র দল জনগণের শাসন কায়েম করতে চায়।
- একদম ঠিক বলেছেন ,গত ১৫ বছর জনগণের শাসন ছিল !

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


রাজনীতিতে চোখ-কান কেমন খোলা রাখতে হয়?

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

জেনারেশন৭১ বলেছেন:



জাতি ও বিশ্বকে বুঝার মতো মগজ হলো ১ম দরকারী বিষয়।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

বিষাদ সময় বলেছেন: সেনাবাহিনীর কাছে সেনা পরিবারের সদস্য ছাড়া কেউ আপন হতে পারবে না। কাজেই সেনা পরিবারের লোকজন ছাড়া অন্যদল যতই চেষ্টা করুক তাদের মন জয় করতে পারবে না। যারা সেনাবাহিনীর গুণমুগ্ধ তারা রঙ্গিন চশমা দিয়ে সব কিছু দেখেন। এ নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু ব্লগ সব কথা বলার জায়গা না।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

জেনারেশন৭১ বলেছেন:




পাকিস্তানের শুরুতে আইয়ুব খান সেনা বাহিনীকে এমন ধারণা দিয়েছিলো যে, তারা রাজ বংশ, মানুষ হলো দাস; সেটা চলে আসছে পাকিস্তান, বাংলাদেশ, মিশর ও বার্মায়।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

বিষাদ সময় বলেছেন: এক কথায় বলেন "ব্লাডি সিভিলিয়ান"

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১০

জেনারেশন৭১ বলেছেন:



এত জঘন্য মিলিটারী বিশ্বের কোন দেশে নেই।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:



ক্ষমতা দখলদারদের মিথ্যাচারের একটা নমুনা দেখুন।
তারা বলছে, ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে ।

১৫ বছরের জাতীয় বাজেট কত ছিল? ১৫ লাখ কোটি টাকা।

বাজেটের চেয়ে বেশি টাকা পাচার হয়ে গেল?

এটা কিভাবে সম্ভব হলো?

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১২

জেনারেশন৭১ বলেছেন:



সংখ্যা সমস্যা নয়; জয়, রেহানা, রেহানার ছেলে, তাপস ও শেখ পেিবারের লোকজন টাকা বাহিরে নিয়েছে, এটা মানেন তো?

অন্যেরা টাকা সবব সময় বাহিরে নিয়েছে, কিন্তু শেখ পরিবারের মানুষ টাকা বাহিরে নেয়া মানে বিশ্বাসঘাতকতা।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

বিষাদ সময় বলেছেন: @ নান্দাইলের ইউনুছ
১৫ বছরের বাজেটের পরিমাণ প্রায় ৫৬ লক্ষ কোটি টাকা। বাজেটে শুধু সেই বছরের আয়, ব্যয় এর প্রতিফলন ঘটে। তার বাইরে পূর্বের সঞ্চয়, প্রোপার্টি অনেক কিছু থাকে।
তারপরও ২৮ লক্ষ কোটি টাকা অঙ্কটা অস্বাভাবিক। আসলে এই রিপোর্টটা যতটা না গবেষণামূলক তারচেয়ে বেশি অনুমান নির্ভর। ধন্যবাদ।

২০| ১০ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশে থেকে আপনি যদি ২০ কোটি টাকা নিয়ে আমেরিকা গিয়ে কোন ব্যাংকে জমা দিতে যান ব্যাংক কি জমা নিবে? আমার মনে হয় নিবে না।

আমার এখানে ব্যাংক একাউন্ট খুলতে ৪ মাস লেগে গেছে। আমার জান বেরিয়ে যাবার যোগাড়। আর মানুষ নাকি বাংলাদেশ থেকে টাকার বস্তা নিয়ে কি ভাবে জমা দেয়।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৯

জেনারেশন৭১ বলেছেন:


টাকা পাচার করার জন্য কিছু ব্যাংকের স্পশাল ব্রান্চ আছে।

আপনি কেমন আছেন? দেশের যেই পরিমাণ দুষ্ট শিক্ষিত আছে, জাতি কোন অবস্হায় নিজ পায়ে দাঁড়াতে পারবে না; দুষ্টরা জাতিকে ভেঁড়া বানায়ে ওদের সুযোগ ও অধিকারগুলো নিজেরা ভোগ করছে।

২১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমি ভালো আছি।

ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি।
ব্যাংক একাউন্ট খুলতে পেরেছি।
এখন একটা পড়াশোনার জন্য একটা কোর্স খুঁজছি।
পড়াশোনা করার ধৈর্য্য আমার আছে। কিন্তু টাকা একটা সমস্যা।

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৩৮

জেনারেশন৭১ বলেছেন:




আপনার বেসিক পড়ালেখা কোন বিষয়ে? যেসব কাজের জন্য চাীদা আছে, সেই রকম কিছু শিখেন।

২২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের আকাশে এখনো কালো মেঘের ঘনঘটা।

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৪০

জেনারেশন৭১ বলেছেন:



দেশের অবস্হা খারাপ; তবে, কোমলমতিদের পালিয়ে যেতে হবে।

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার বেসিক পড়ালেখা কোন বিষয়ে? যেসব কাজের জন্য চাীদা আছে, সেই রকম কিছু শিখেন।


আমার পড়াশোনার বিষয় ছিল কৃষি।
সমস্যা আমার জমি নেই। জমি থাকলে আমি দেশেই চাষাবাদ করতাম।
এই দেশে কৃষি পণ্যের দাম অনেক। আবার দাম যে খুব বেশী তাও নয়। এরা পাউন্ডে ইনকাম করে। আয় ভালো। দেশের মানুষ টাকায় ইনকাম করে। সেই আয়ে আরাম পাওয়া যায় না।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

জেনারেশন৭১ বলেছেন:



আপনি কি পড়ার কথা ভাবছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.