নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা ভারতীয় আক্রমণ ঠেকায়ে দিয়েছেন?

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০



আজ সকাল থেকে সামুর ১ম পাতায় ভারতের সাথে যুদ্ধ নিয়ে কোন পোষ্ট দেখছি না; মনে হচ্ছে, ব্লগারেরা ভারতের আক্রমণ ঠেকায়ে দিয়েছেন! চট্টগ্রাম রক্ষার জন্য ব্লগারদের ধন্যবাদ; আমি চট্টগ্রামের মানুষ, নিজের জেলাটা ভারতের অংশ হয়ে গেলে মনে অনেক কষ্ট পেতাম। ত্রিপুরার যেই এলাকাগুলো নোয়াখালী ও চট্গ্রামের সাথে লাগানো সেখানকার হিন্দু অধিবাসীদের বড় অংশ পাকিস্তানী আমলে ত্রিপুরায় গিয়েছিলেন; এখন সবাই ভালো আছেন; কিন্তু ভারত যদি চট্টগ্রাম দখল করতো, এরা আগের বাড়ী ও যায়গা জমি ফেরত পাবার আশায় চট্টগ্রাম আসতো; তখন ভয়ংকর গন্ডগোল লেগে যেতো।

শেখ হত্যার পর, সিআইএ শেখ সাহেবের নামে অনেক কুৎসা রটায়ে ছিলো; ইহার জন্য সিআইএ স্বয়ং আওয়ামী লীগের দখলে থাকা "ইত্তেফাক"কে ব্যবহার করেছিলো। ১৯৭৫ সালে শেখকে সব বাংগালী চিনতো, এরাই বলাবলি করতে লাগলো যে, শেখের বাড়ীতে নাকি টনে টনে সোনা ও বিদেশী মুদ্রা পাওয়া গেছে, শেখের বড় পোলা নাকি ব্যাংক ডাকাতি করতো, অন্যদের নতুন বউ ধরে এনে জিং জিং করতো। আমাদের গর্দভদের মাথায় সিএইএ ঢুকায়ে দিলো যে, মিলিটারী শেখকে হত্যাকে করে জাতিকে রক্ষা করেছে।

এবার আবারো আমেরিকান দুতাবাস মিলিটারীকে ক্ষমতায় নিয়ে এসেছে; এবারও মিলিটারী জাতিকে রক্ষা করেছে; এবার সিআইএ মিলিটারীকে ড: ইউনুসের ছায়ায় লুকায়ে রেখেছে ও সোস্যাল মিডিয়ায় ছড়ায়ে দিয়েছে যে, ভারত বাংলাদেশ দখল করে নিবে। এটা নিয়ে মানুষ ব্যস্ত, বেশী করে পেঁয়াজ, কাঁছা মরিচ কিনে রাখছে; সোস্যাল মিডিয়ায় যুদ্ধ চলছে, সামুর ফিল্ড মার্শালরা প্রতিদিন যুদ্ধের নতুন নতুন প্ল্যান প্রকাশ করছেন, বিজয়ের অগ্রিম বার্তা দিয়ে যাচ্ছিলেন।

আজকে সকালে দেখছি, যুদ্ধ নিয়ে নতুন কোন পোষ্ট আসেনি; মনে হচ্ছে, ভারত পিছু হটেছে। আমাদের বীরদের অভিনন্দন, এদের চেঁচামেচিতে ভারতীয় আক্রমণ প্রতিহত হয়ে গেছে।


মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার দৃষ্টিতে বাঙালি জাতির পিতা কি শেখ মুজিব হবেন নাকি অন্য কেউ? ১৯৭৩-৭৪ সালের সময় বাংলাদেশের মানুষ খুব অভাবে ছিলো তাই না? আমার সাংবাদিক মামা বলেছিলেন, শহরে আটা পাওয়া গেলেও গ্রামে নাকি প্রচন্ড অভাব ছিলো। কাজের অভাবে নাকি পুরুষেরা বউ, মেয়ে সহ নিজের কাপড়ের ব্যবস্থা করতে হিমশিম খেয়েছিলেন? ভুল হলে ধরায়ে দিয়েন।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

জেনারেশন৭১ বলেছেন:




ততকালীন সময়ের জন্য শেখ ছিলেন কমবুদ্ধিমান রাষ্ট্র নায়ক; উনার বেকুবীকে কাজে লাগিয়ে আমরিকা ও পাকিস্তান আমাদের মিলিটারী, ব্যুরোক্রেট, বাম সন্ত্রাসী, জামাত ও ব্যবসায়ীদের কাজে লাগিয়ে দেশে অরাজকতার সৃষ্টি করে কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করেছিলো। সেই যে, আমেরিকা আমাদের মিলিটারীকে ২ পয়সায় কিনেছিলো, আজো তারা আমেরিকার পকেটে আছে।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

জেনারেশন৭১ বলেছেন:



এখন দেশে যেই অরাজকতার সৃষ্টি করছে ছাত্ররা, জামাতশিবির মিলে, এতে জাতি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে; এগুলো করার জন্য আমেরিকান দুতাবাস পয়সা খরচ করছে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২০

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা কি চায় আমাদের মতো গরীব দেশের কাছে? আশ্চর্যজনক ব্যাপার হলো আমেরিকার যত মাথাব্যথা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে। ফিলিপাইন, মালয়শিয়া ও ইন্দোনেশিয়ার মুসলিম দের নিয়ে তাদের মাথাব্যথা নাই। :(

০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩০

জেনারেশন৭১ বলেছেন:



আমেরিকার সরকারে কিছু ইডিয়ট আছে, যারা আমেরিকাকে পরাজিত করায়েছে ভিয়েতনামে, নাকাল করায়েছে আফগানিস্তানে; সেইরুপে ওরা ১৯৭১ সালে বাংলাদেশের বিপক্ষে অবস্হান নিয়েছিলো। পরে, শেখ সোভোয়েত ব্লকে যাচ্ছে মনে করে উনাকে হত্যা করে; তখন থেকে মিলিটারীকে যে পকেটে ঢুকায়েছে, ইহা নিয়ে এখনো অপ্রয়োজনীয় কাজ করে বেড়াচ্ছে।

কিছু আমেরিকান ইডিয়ট কুটনীতিবিদ, ড: ইউনুসের মতো লোকজন, কিছু ব্যুরোক্রেট, আমাদের মিলিটারী, পাকিস্তান মিলে, আমাদের জাতিটাকে ভিক্ষুক বানায়ে আনন্দ পাচ্ছে আমেরিকার সরকারের কিছু ইডিয়ট লোকজন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৭

রানার ব্লগ বলেছেন: :)

০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৪

জেনারেশন৭১ বলেছেন:





জাতির শিক্ষিতরা গর্দভের মতো যুদ্ধ যুদ্ধ করছে, এতে মিলিটারী ক্ষমতা নেয়াটা জায়েজ হচ্ছে। আমেরিকান দুতাবাস, পাকিস্তানী গোয়েন্দারা ও আমাদের মিলিটারী এগুলোর পেছনে আছে।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩

বিষাদ সময় বলেছেন: আমরা হেলমেটলীগের দোষ দেই। হেলমেটলীগ যা করেছে তা অত্যন্ত জঘন্য। কিন্তু রাষ্ট্র থেকে ব্লগ পর্যন্ত সব কিছু পরিচালানার জন্য হেলমেট বাহিনী লাগে্ই। রাষ্ট্রে যেমন এখন হেলমেট সমন্ময়ক আছে তেমনি ব্লগে কিছু হেলমেট ব্লগার আছে । তবে এদেরকে শৈল্পীক ভাবে পরিচালনা করেত পারলে সাপ ও মরে লাঠিও ভাঙ্গেনা।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

জেনারেশন৭১ বলেছেন:



বাংগালীরা বই দেখে, বই পড়ে লিখতে পারে; নিজের সন্চিত ও লব্ধ জ্ঞান থেকে লিখতে পারে না; সেজন্য ৯০ ভাগ ব্লগার গার্বেজ লিখছে ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.