নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেলিম আনোয়ার ব্লগে নেই; ১ জন ব্লগারও উনার অভাব অনুভব করছেন না? উনি তা'হলে এ্তদিন কি লিখছিলেন? আমার ধারণা, উনার লেখা কারো মনে দাগ কাটেনি, কেহ উনার অভাব অনুভব করছেন না। যেই ধরণের গুণ মানুষকে ছন্দ দেয়, ভাষা দেয়, উনার নেলায় উহার অভাব ছিলো বলে মনে হয়।
কিন্তু উনার লেখা বন্ন্ধ করা ঠিক হয়নি, উনাকে ব্যানমুক্ত করা হোক।
১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
জেনারেশন৭১ বলেছেন:
ট্রাম্পের কেবিনেটে আসছে ভয়ংকর ভয়ংকর রেসিষ্টরা; আসলে, এসব রেসিষ্টরা প্রজেক্ট ২০২৫ নামে একটা ম্যানুয়েল তৈরি করেছে, যা তারা অনুসরণ করে আমেরিকাকে পুরোপুরি "হোয়াইট সুপ্রিমিষ্টদের দেশ"এ পরিনত করবে।
২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কারও নিক ব্যান থাকুক তা
এই আকাশ মুক্ত ব্লগে থাকা উচিৎ নয় ।
.....................................................................
সেলিম আনোয়ার ব্লগ যদি ব্যান থাকে
তাহলে কর্তৃপক্ষকে অনুরোধ করব,
তাকে মুক্ত করে দি ন !
ভাষা ও সাহিত্য কখনো নিষিদ্ধ বা বন্দী করা যায়না ।..
১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
জেনারেশন৭১ বলেছেন:
সামুটিমে সোস্যাল মিডিয়ার বিজ্ঞানীরা সমবেত হয়েছেন।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা ও ইউরোপ থেকে মুসলিম কমিয়ে ফেলা দরকার। কারণ সেদেশের মর্ডারেট মুসলিমরা জাকাতের টাকা পাঠিয়ে মুসলিম অধ্যুষিত দেশ গুলোকে অশান্তিতে রেখেছে। মর্ডারেট মুসলিমদের মধ্যে অনেকে স্বপ্ন দেখে ইউরোপ ও আমেরিকা ইসলামের ছায়াতলে আনবে। আশঙ্কার কথা হলো তাহলে আবার বিশ্বে ক্রুসেডের মতো ঘটনা ঘটতে পারে।
১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৭
জেনারেশন৭১ বলেছেন:
মুসলিম পরিবারের ১ম জেনারেশনই বদলে যাচ্ছে পশ্চিমে এসে; তবে, কিছু পরিমাণ সন্ত্রাসী জন্ম নিচ্ছে। ক্রমেই আমেরিকা এশিয়ানদের ও আফ্রিকানদের আসা কমায়ে দিবে; ইউরোপে আর যায়গা নেই। গ্লোবেল ওয়ার্মিং'এর ফলে, ইউরোপ সবার আগে বিপদে পড়ছে।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৯
আঁধারের যুবরাজ বলেছেন: @সৈয়দ কুতুব আপনার মন্তব্যের সাতে দ্বিমত করছি। মুসলিমরা বা বহিরাগতরা প্রচন্ড পরিশ্রম করে বেঁচে রয়েছে। তাদের এতো সময় নেই আকাশ কুসুম ভাবনার। উপরোন্ত মুসলিমরা প্রচলিত রাজনীতিতে অন্যদের তুলনায় এখনো পিছিয়ে রয়েছে। গাজীভাই আমেরিকাতে আছেন ,ব্লগের অনেকেই রয়েছেন। আমার মনে হয় না ওখানে মুসলিমরা ভাবে আমেরিকা মুসলিম দেশ হবে। ২/১ জন অবাস্তব স্বপ্ন দেখতে পারে ,তবে সেটা উদহারণ না।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের ব্যাপারে আপনার প্রেডিকশন কি? আমরা কি চীনের মতো হইতে পারবো? বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। যেই ক্ষমতায় আসে তাকেই জোর করে নামানো লাগে। এছাড়া পুজিবাদী ব্যবসা প্রতিষ্ঠান গুলো অসৎ ও রক্তচোষা। তরুণদের কাছে টাকা, চেষ্টা ও পর্যাপ্ত দক্ষতার অভাব রয়েছে। ক্যাপিটালিজমের ভবিষ্যৎ দেখি না। বাকি আছে আপনার সোশ্যালিষ্ট ইকোনমি। দেশের তরুণেরা চায় সরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতে। এমন কোন সরকার আসা প্রয়োজন যারা নিজ টাকা ব্যয়ে প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে তুলবে যেখানে তরুণেরা কাজ করবে। বেসরকারি চাকুরিতে এই দেশে গুটিকয়েক প্রতিষ্ঠান ছাড়া বেতন কম কিন্তু গাধার খাটুনি। আমাদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া দরকার যা কাজে লাগিয়ে নিজেদের কর্মক্ষম জনগোষ্ঠী কে কাজ দিতে পারবো। এইজন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি।
মধ্যবিত্তের সঞ্চয় কমে গিয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে খাচ্ছে। করোনার পর থেকে এই অবস্থা।
১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৬
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের মানুষকে পড়ালেখা শিখতে দেয়নি ব্যুরোক্রেটরা ও শেখ সাহেব এবং শখ হাসিনা; ইহার ফলাফল এখন জাতি পাচ্ছে। আমাদের তরুণদের ৭০/ভাগ ইডিয়ট; বাকীরা যদি কিছু করতে পারে, সেটাই আশা।
দেশ ৫/১০ বছর পাকিস্তানের মতো চলবে, তারপে ঘুরে দাঁড়াবে।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: আধাঁরের যুবরাজ@ আল কায়েদা, আইএসআইএস, হিজবুল্লাহ, হামাস এদের ফান্ড কারা করে? সব ধনী আরব দেশগুলো। সাথে যুক্ত আছে। হামাসকে আগে খুব ভালো সংগঠন ভাবতাম। সিনওয়ারের গায়েবানা জানাযা পড়েছি। পরে দেখি হামাসের শীর্ষ নেতারা সবাই বড়োলোক। কুয়েত, কাতার ও তুরস্কে এরা ফাইভ স্টার হোটেলে থাকে। অথচ ফিলিস্তিনের শিশু মায়ের বুকের দুধ পাচ্ছে না। মা অপুষ্টিতে ভুগছে। মুসলিম দেশগুলোতে যত ফান্ড আসে তার দুইটা সোর্স : হয় ইউরোপ আমেরিকা থেকে জাকাত যাচ্ছে অথবা ধনী দেশগুলো থেকে ফান্ড যাচ্ছে। আপনি আমার কথা বিশ্বাস করা লাগবে না। নিজে মিডল ইস্টের গবেষকদের লেখা পড়েন অথবা নিউজ পেপার পড়েন।
৭| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৫
রবিন_২০২০ বলেছেন: কমেন্টে আমেরিকান মুসলিমদের নিয়ে উদ্ভট সব ধারণা। ১ম জেনারেশন হয়তো কষ্ট করেছে, কিন্তু ২য় জেনারেশন মূল সোসাইটি তে মিশে গেছে। আজ সিলিকন ভ্যালিতে মুসলিমদের প্রাধান্য বাড়ছে (এতোটাই বেড়েছে যে প্রায় সব হাই টেক অফিসগুলোতে নামাজ পড়ার ব্যবস্থা আছে), হাসপাতাল গুলোতে মুসলিম ডাক্তার এর ছড়াছড়ি। মিডিয়া তে ফিনান্সিয়াল এনালিস্ট পদে প্রচুর মুসলিম।
মডারেট মুসলিম বলে কিছু নেই। কথাটা প্রাক্টিসিং মুসলিম।
১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫০
জেনারেশন৭১ বলেছেন:
যদি আপনার কথা মতো ব্যাপারটা চলতে থাকে, সিকিকন ভ্যালী একদিন বাংলাদেশের লেভেলে আসবে।
৮| ১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৩১
রবিন_২০২০ বলেছেন: আমি তো বাংলাদেশ বলিনি। মুসলিমদের কথা বলেছি। আমি বোঝাতে চেয়েছি আপনি এবং আপনার কিছু ধামাধরা যেভাবে সব সময় মুসলিমদের এবং বাংলাদেশীদের তূচ্ছ করে দেখছেন সেটা ঠিক নয়। আস্তে হলেও দিন বদলাচ্ছে।
১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:৪০
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের দিন বদলাচ্ছে খারাপের দিকে; শেখ হাসিনার শুরুর দিকটা ভালো ছিলো, উহা শেষ হয়েছে ভয়ংকর অবস্হায়; ঠিক উনার সময়ে বাংলাদেশে ইসলাম চর্চা শতগুণে বেড়েছে।
৯| ১১ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৪৭
ক্লোন রাফা বলেছেন: ৩০/৩৫ বছর থেকে চিৎকার করতেছি । বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা নয় সেই টাকা দিয়ে সাইন্স ল্যাবরেটরি , প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় প্রয়োজন! শুধু শুধু একটা কাগজের ডিগ্রীধারি তৈরির কোন প্রয়োজন নাই! যারা সত্যিকার অর্থেই মেধাবী তারাই শুধু পড়ালেখা করার যোগ্যতা রাখে।
কিন্তু প্রকারান্তরে সেই আখেরাতের আশায় দুর্নীতির টাকায় মসজিদ, মাদ্রাসা বেড়েছে।যারা দুনিয়াতে মানুষের কল্যাণে কিছু করতে চায় না । তারা আখেরাতে আল্লাহর মাধ্যমে পুরস্কৃত হতে পারে না।এটাই আমার বিশ্বাস!
আমেরিকায় মুসলিমদের কখনোই এগিয়ে যেতে দেবেনা। এক এগারো সবচাইতে বড় প্রমাণ। একটি ধর্মের লোক কখনই চায় না মুসলিমরা নিতী নির্ধারণে ভূমিকা রাখুক। এখন তাদের সাথে হিন্দু সম্প্রদায়ের লোকজন যুক্ত হচ্ছে।
ধন্যবাদ॥
১১ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
বাংগালী আমেরিকায় ম্যানেজমেন্টে পিএইচডি করে বই লেখেছেন, বইয়ের নাম "অলৌকিক কোরান, বিস্ময়কর হাদিস"; ইনি সামুর ব্লগার।
অন্য ব্লগার সোস্যাল সায়েন্সের পিএইচডি, লন্ডনের মসজিদের ইমামের খুতবাকে কবিতাকারে প্রকাশ করছেন।
১০| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ক্লোন রাফা@ আপনার সাথে একমত নই। আপনি দেখি এদেশেত টিপিক্যাল শিক্ষকদের মতো; লেখাপড়া সার্বজনীন। মেধাবী এবং কম মেধাবী বলে কিছু হয় না। সবার জীবিকা অর্জনের জন্য শিক্ষা প্রয়োজন। যার যার দক্ষতা অনুসারে সে দেশে কর্ম করে খাবে। প্রত্যেকের শিক্ষা লাভের ও কর্ম করে খাওয়ার অধিকার তার মৌলিক অধিকার।
১১| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: আমি সামুতে কি হচ্ছে কোনো খোজ খবর রাখছি না।
একজন কবিকে পর্যন্ত ব্যান করা হয়!!!!
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
জেনারেশন৭১ বলেছেন:
সামুটিমের লোকজন বাংলাদেশের সোস্যাল মিডিয়ার দিকপাল।
১২| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী টপিক আর কী নিয়ে আলোচনা হচ্ছে।
#কুতুব ভাই আপনি পোস্টের সাথে সামঞ্জস্য রেখে মন্তব্য করতে পারতেন। একজন কবিকে ব্যান করা হয়েছে
আমিও চাই তিনি ব্যানমুক্ত হন। উনার কথা মনে হয়। উনি বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। ফেসবুকে দেখি সরব আছেন।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
জেনারেশন৭১ বলেছেন:
উনাকে অকারণে ব্যান করা হয়েছে।
১৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০০
রানার ব্লগ বলেছেন: সেলিম ভাইয়ের কিছু মন্তব্য শিষ্ঠ্যাচার এর বাহিরে পরেছে । হয়তো এই কারনে ব্যান ।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
জেনারেশন৭১ বলেছেন:
উনি ১ জন ব্লগারের উপর রাগান্বিত ছিলেন।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৩
রানার ব্লগ বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি সামুতে কি হচ্ছে কোনো খোজ খবর রাখছি না।
একজন কবিকে পর্যন্ত ব্যান করা হয়!!!!
কবি মশায় তার সীমানা অতিক্রম করে কারো ব্যক্তিগত সীমানায় ঢুকে পরেছিলো । সম্ভাবত এই কারনেই ব্যান । ওনাকে মুক্ত করা উচিৎ , যদি আক্কেল ফিরে আসে ।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
জেনারেশন৭১ বলেছেন:
যাকে খারাপ কথা বলা হয়েছে, উনার আচরণ ভালো ছিলো না কোনকালে।
১৫| ১১ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০১
সৈয়দ কুতুব বলেছেন: কাজী ফাতেমা ছবি@ দুঃখিত।
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৫
ক্লোন রাফা বলেছেন: @সৈ. কুতুব আপনি আমার পয়েন্ট মিস করেছেন। উচ্চ শিক্ষার কথা বুঝিয়েছি আমি! প্রাথমিক শিক্ষা শতভ্গ বিনামূল্যে একমুখী হোতে হবে।
উচ্চ শিক্ষার জন্য আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করতে হবে। শুধু সার্টিফিকেট বিক্রি করার জন্য না। ডক্টর, ইনি্জনিয়ার কিংবা সাইন্টিস্ট গন্ডায় গন্ডায় হয়না । কাজেই প্রাক্টিক্যাল কাজের জন্য স্কিল লোক দরকার। যারা ইন্ড্রাষ্ট্রি’তে কাজ করবে। টেকনিক্যাল কাজে দক্ষ হবে। বড় কথা কাজ করবে হাটে মাঠে ঘাটে।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২২
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্পের মন্ত্রীসভার কেনেডি এবং গোয়েন্দা প্রধান তুলসী কে নিয়ে কি ঘটছে আমেরিকায়? সাবেক সেনা প্রধান ও বিশিষ্ট নাগরিকেরা নাকি অসন্তোষ প্রকাশ করেছেন?