নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

আমি সামুতে আসার ২য় দিন থেকে আমাকে থামানোর চেষ্টা চলছে।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫৭



আমি সামুতে এসেছিলাম ২০১২ সালের শেষে দিকে; আমার ২/১টি কমেন্টের পরপরই কিছু ব্লগার আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন; তখন অনেক অনেক ব্লগার ছিলেন সামুতে; কিন্তু দক্ষ ব্লগার তখনো ছিলেন না; শতকরা ১০ ভাগ এটাসেটা লিখতে পারতন, বাকীদের অবস্হা লিলিপুট। কোন একটি বিষয়ের উপর পুর্ণ ও সঠিক ধারণা নিয়ে লেখার মতো ব্লগার সামুতে হাজারে ২/৪ জন ছিলেন।

লেখক যা ছিলেন, পাঠকদের অবস্হা ছিলো আরো ভয়ংকর, কি পড়ে কি বুঝতেন, সেটা আল্লাহ জানতেন, গড়ে কমেন্ট ছিলো ৬ পায়ের গরুর রচনার মতো। কমেন্ট যে ফিডব্যাক দেয়ার জন্য উহা বাংগালী ব্লগারেরা বুঝতেন বলে মনে হয় না; ফিডব্যাক বলতে তেন কিছু আমার চোখে পড়তো না; কমেন্টে পারিকবারিক আলোচনা থেকে শুরু করে গালাগালি সবই থাকতো।

সামু আমার ৭টি নিক খেয়ে ও মোট ব্লগিং'এর সময়ের ৩ ভাগের ১ ভাগ সময় সেমিব্যানে রেখে, আমাকে স্বাভাবিক ব্লগিং'এ বাধা দিয়েছে। এরপরও আমি চেষ্টা করছি ব্লগিং করতে ও ফিডব্যাক দিতে।

ধারণাগত ভুল ব্লগিং'এর ২ টি সাম্প্রতিক উদাহরণ দিচ্ছি নীচে:

(১) ১ জন ব্লগার লিখেছেন যে, আওয়ামী সরকারের পতনের পর, বাংগালীদের ভারত ভ্রমণ অনেকটা বন্ধ; এর ফলে, "ভারতীয় মুদ্রার মান কমে গেছে।" ( ট্যুরিজম ও মেডিক্যাল সেবা থেকে আয় সামান্য কমেছে; কিন্তু তাতে ভারতীয় মুদ্রার মান কমতে পারে না )

(২) ১ জন ব্লগার বিস্ময় প্রকাশ করে পোষ্ট দিয়েছেন, "ভারত অর্থনৈতিকভাবে সব সময় আমাদের পেছনে ছিলো, সম্প্রতি কিভাবে ওরা আমাদের সামনে চলে গেলো?" ( ১৯৭১ সাল থেকেই ভারতীয় অর্থনীতি অনেক সবল ছিলো পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের তুলনায় )

এই ২টি পোষ্টে আমি ব্যতিত অন্য কেহ সঠিক ফিডব্যাক দেননি; আমি উনাদের ভুল ধরিয়ে দেয়ার পর, ২ জনই আমার উপর ক্ষেপেছেন; এইভাবে হাজার হাজার ব্লগার আমার উপর ক্ষেপেছেন। এমনকি সামুটিমের ব্লগারেরা হিজিবিজি লিখেন ও আমার ফিডব্যাকে উনারা আমার উপর ক্ষেপেছেন সব সময়।

ব্লগার রাজিব আমার পোষ্টে বারবার কমেন্ট করে ১ জন কলিকাতার ব্লগারের সুনাম করতেন; আমি ব্লগে উনার আচরণ দেখতাম টং দোকানে বন্ধুদের মতো, উনার ফিডব্যাকগুলো আবর্জনা ছাড়া কিছুই ছিলো না। আমি উনার কেমন্টের সমালোচনা করার পর, সামুর অনেক ব্লগার আমার উপর ক্ষেপেছেন। কিন্তু আমি জানতাম যে, আমি সব সময় সঠিক মন্তব্য করার চেষ্টা করি।

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: এতদিন ধরে শত প্রতিকূল সিচুয়েশন ফেইস করে ব্লগে লিখে গিয়েছেন বলে হে বিপ্লবী আপনাকে স্যালুট!

১৪ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬

জেনারেশন৭১ বলেছেন:



দেশের অবস্হা দেখেন, এখানে ব সুস্হভাবে লেখার মতো পড়ালেখা কয়জনে করেন? এখানকার বড় বড় ব্লগারদের আমি ইউরোপে অডজব করতে দেখেছি। এক বিখ্যাত ব্লগারকে আমি সুইডেনের রাস্তায় আইসক্রিম বিক্রয় করতে দেখেছি, ইংরেজী না জানার কারণে সামান্য চাকুরীও যোগাড় করতে পারেনি; ইনি আমাকে নিয়মিত গালি দিতেন ( সামু ও অন্য আরেকটি ব্লগে ব্লগিং করতেন)।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


সামু সেরা ব্লগারের ঠিক কোথায় সেরা অবস্থানে আছে জানেন কিছু?

১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

জেনারেশন৭১ বলেছেন:



সামুতে সেরা ব্লগার বলতে কিছু নেই; শতকরা ৪/৫ জন কোন কিছু ( যেই বিষয়ের উপর লেখে ) সঠিকভাবে লিখতে পারেন; বাকীদের লেখা পড়ে কেহ সঠিকভাবে কিছু পায় না।

সামুর পাঠকেরা ( আমাদের দেশের শিক্ষিতরা ) কোন বিষয় সঠিকভাবে জানেন না। এরা ব্লগার না'হল তরকারীর পোষ্ট পড়েও কমেন্ট করেন, "অনেক নতুন কিছু জানলাম"। ড: এম আলী ১ জন পিএইডি (সোস্যাল সায়েন্স ), কিন্তু ধর্মকে প্রশংসা করে আপনি মিথ্যা কিছু লিখে দেন, উনি আপনার পাষ্টে কবিতা লিখে আপনার প্রশংসা করবেন।

সামুর বেশীরভাগ ব্লগারের ব্যক্তিত্ব নেই, সততা নেই, জ্ঞান মেই।
এগুলো সমস্যা,


১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৫

জেনারেশন৭১ বলেছেন:




আপনি যদি স্পেশালী কারো কথা বলে থাকেন, আমি বুঝিনি।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: যারা আপনাকে অপছন্দ করে তারা সবাই আপনার ব্লগ পড়ে :D

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৭

জেনারেশন৭১ বলেছেন:




আমিও তাদের লেখা গার্বেজ পড়ে দেখি; বুঝতে চাই এসব পিগমীদের এই দেশে জন্ম কেন হলো, মানুষকে কষ্ট দেয়ার জন্য?

জনসংখ্যার জ্ঞান, দক্ষতা, সততা, ব্যক্তিত্বের কারণেই জাতিগুলো উন্নত জাতিতে পরিণত হয়েছে! আমরা কিভাবে তলানীতে এলাম? কারণ, আমাদের মানুষের মাঝে বড় অংশকে অশিক্ষিত করে রেখেছে শিক্ষিত পিগমীরা।

আমাদের শিক্ষিতরাই ক্ষমতায় সেনাবাহিনীকে স্বাগত জানায়েছে, এদের একাংশ আমেরিকাকে ডেকে এনেছে, এরাই বাকীদের সম্পদ ও সুযোগ ডাকাতী করেছে

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি আমার খুব প্রিয় একজন ব্লগার।

আপনি যা লিখেন, তা সব সময়ে সঠিক হয়, তা নয়। আমি এক দুইবার আপনাকে তা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

আপনিো আমার ভুল লেখায় কটাক্ষ করে কমেন্ট করেছেন। আম কষ্ট পেয়েছি। কিন্তু, নিজের ভুল থাকলে তা স্বীকার করে নিয়েছি।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৭

জেনারেশন৭১ বলেছেন:




ধন্যবাদ।

আমারও ভুল হওয়া অস্বাভাবিক নয়। আমি যে বিষয় নিয়ে লিখি, যেটা জেনে শুনে, আমর নিজস্ব মতামত যোগ করে লিখি। আমি যা বুঝি না, সেটা নিয়ে লিখি না; এবং প্রচলিত ও প্রতিষ্ঠিত সত্যকে অবমাননা করে লিখি না।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৭

আদিত্য ০১ বলেছেন: আপনি সেমি ব্যান বা পুরুপুরি ব্যানে যাবেন না, বরং সবার (তাদের কথা বলছি যারা আপনা তিরস্কার করে মডু বা অনেক কিছুই বলে ) কাছে আপনি প্রশংসনীয় হবেন যদি তাদের পোস্টে লিখেন "সহমত" বা "ঠিক বলেছেন"। আমরা বাঙ্গালীদের প্রধান ত্রুটি হল আমরা প্রশংসা ছাড়া অন্য কিছু শুনে অভ্যস্ত নই, দোষ ধরা যাবে না, ভুল হলেও বলা যাবে না। আমরা কড়া সমালোচনা নিতে পারিনা, কিন্তু অপরকে শুনাতে পছন্দ করি।

আপনার ব্লগ তারাও পড়ে যারা আপনার পিছনে কড়া সমালোচনা করে, আপনাকে নিয়ে পোস্টও দেয়, তার মানে আপনার লেখায় অবশ্যই ভালো কিছু থাকে, আমি সবার লেখা পড়ি, কিন্তু ব্লগ লিখিনা, আমার লিখতে ভালো লাগে না, সবগুলো ব্লগারের মাঝে ৫/৭ জনের লেখায় ভালো কিছু থাকে যেটা তথ্য ও পড়াশোনা করে লেখা। আর বাকি সব কেউ নিজের আবেগে মনের মাধুরি মিশিয়ে লিখে।

আপনি আবার ব্লগ লেখা শুরু করেন। কাউকে শুধরাতে যাবেন না। যাস্ট আপনি আপনার মন্তব্য দিবে এমনভাবে যেন সে আপনার ওপর রাগ বা কষ্ট না পায়, দরকার নাই কাউকে এত কিছু বল। সত্য যা তা সবসময় জাজ্জ্বল্যমান থাকবে কেউ সেটাকে যতই কালিমা দেওয়া চেষ্টা করুক

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৪

জেনারেশন৭১ বলেছেন:



ধন্যবাদ।

আমি সব সময় চেয়েছিলাম যে, বাংগালীরা ভেবেচিন্তে লিখুক, যাতে অন্যেরা দেশ ও জাতিকে সঠিকভাবে বুঝতে পারে। ব্লগটিমের লোকজন সোস্যাল মিডিয়াতে কাজ করেন বাংগালী হিসেবে, ইহা যে আধুনিক ভাবনার বাহক সেটা বুঝেন বলে মনে হয় না।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

আদিত্য ০১ বলেছেন: কেউ মানুক আর না মানুক, আপনি ব্লগিং-এ যা লিখেন তা ভালোভাবে পড়াশোনা করে ও জেনে লিখেন সাথে আপনার মতামত, আপনার ব্লগিং এর লেখাগুলো বাস্তব ঘটনার সাথে মিলে যায়, শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় আপনি যা বলেছে বা এখনও যা বলছে, আপনি স্ববিরোধী লিখেন না। আর বাস্তবের সাথে মিল পাওয়া যায়

আপনি লিখেন, আমরা আপনার লেখা মিস করি

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৫

জেনারেশন৭১ বলেছেন:



আমার লেখা বন্ধ হবে না; সামুতে অসুবিধা হলে, আমি অন্য মিডিয়ায় লিখবো; আপনাকে ধন্যবাদ,

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩২

কামাল১৮ বলেছেন: প্রত্যেকেই তার জ্ঞানের সবটা দিয়ে লেখার চেষ্টা করে।সবার জ্ঞান সমান না।দৃষ্টিভঙ্গির একটা ব্যপার আছে।
বিশ্বাসীদের দৃষ্টিভঙ্গি এক রকম যুক্তিবাদীদের দৃষ্টভঙ্গি অন্য রকম।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৭

জেনারেশন৭১ বলেছেন:



বিশ্বাসী বলতে কিছু নেই, এরা হলো অপর্যাপ্ত জ্ঞানের মানুষ, এরা বর্তামন বিশ্বের জন্য বোঝা ছাড়া আর কিছু নয়। কমজ্ঞানীরা মানুষকে বিভ্রান্ত করে, জাতিকে ভুল পথে নিয়ে যায়; তাদেরকে মিডিয়া ইত্যাদি থেকে দুরে রাখা দরকার।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@আবার নাকি জেল হত্যা কান্ড ঘটতে পারে? আপনি কিছু শুনেছেন?

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০০

জেনারেশন৭১ বলেছেন:



জেল হত্যাকান্ড চলছে, অনেক আ্ওয়ামীদের ঔষধ ইত্যাদি বন্ধ করে রাখা হয়েছে। এখন জেলের ভেতর তাজউদ্দিন সাহবের মতো নেতা নেই; ফলে, হত্যাকান্ড করে কোনভাবে কেহ লাভবান হতে পারবে না।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: কি একটা রাজনীতি যে দেশ চলছে আবহমান কাল থেকে!

১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৪

জেনারেশন৭১ বলেছেন:



বাংগালী জাতীয়তাবাদ যখন শীর্ষে (১৯৭১ সাল) তখন মাত্র শতকরা ১৭ জন মানুষ নাম লিখতে পারতেন; কিন্তু জাতি জয়ী হয়েছিলেন রাজনীতিতে;কারণ, তাঁরা জাতির স্বাধীন্যতার জন্য সৎ ছিলেন।

এখন ৭০ ভাগ নাম লিখতে জানে, পড়ালেখার মান নেই ও জাতির স্বার্থে মানুষ সৎ নন।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:০০

কিরকুট বলেছেন: আমি একটা বিষয় নিয়ে খুবি চিন্তার মধ্যে পরে গেছি। আপনার এক সহযোদ্ধা আপনার আগোমনে গ্যাসের চুলার মত দাউ দাউ করে জ্বলে উঠছেন। কেন?



জটিল ভাবীর কথা না হয় বাদ দিলাম। ভদ্রলোক / মহিলা আপনার আগমনের খুশিতে অর্গাজম করে ফেলেছেন। জিকিরে জিকিরে আপনার নাম নিচ্ছনে।


ছবি নামের একজন মহিলা কবি দেখলাম নালিশ করে ভাসিয়ে দিচ্ছে।

আপনি কি এদের পাকা ধানে মই দিয়েছেন নাকি অন্যকিছু। পরিষ্কার করে বলুন তো।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৬

জেনারেশন৭১ বলেছেন:




উনি সরকারী চাকুরী করেন ও অপ্রয়োজনীয় কবিতা লিখেন।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৩

কিরকুট বলেছেন: সত্যপথিকের মত শিবিরের চামচা যদি আপনার ফ্যান হয়৷ আপনার মুক্তিযোদ্ধা পরিচয় পানিতে ফেলে দিন। যেমন দেয়া উচিৎ চাটগাঁইয়া এক সাবেক আর্মী অফিসার ও মৃত মুক্তিযুদ্ধার। অলি আহমেদ।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৫০

জেনারেশন৭১ বলেছেন:



উনি ইসলামের দিনের ( সামন্তবাদ ) রাজনীতিতে বিশ্বাসী; উনি ব্লগিং আছরণ পছন্দ করেন।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



@কিরকুট,

পতাকা তোমার পাছায় ভরে দিবো, উদবিড়ালের পোলা।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৫২

জেনারেশন৭১ বলেছেন:



আপনি তো এভাবে ক্থা বলার চেষ্টা আগে করেননি!

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ২:২৯

আঁধারের যুবরাজ বলেছেন: জানি আপনি শুনবেন না ,তবু অনুরোধ আপনি আপনার ব্লগেই লিখুন। মন্তব্য যদি পুনরায় করতে পারেন ,যারা আপনাকে অপছন্দ করে তাদের ওখানে মন্তব্য করা থেকে বিরত থাকুন।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৫২

জেনারেশন৭১ বলেছেন:




ধন্যবাদ, আমি সেটাই করবো।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নতুন নিক
নতুন প্রত্যাশা

.....................................................................................
নতুন বাংলাদেশে {অর্ন্তবতী সরকারের সময়ে} বিচক্ষনতা আশা করি ।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৫৫

জেনারেশন৭১ বলেছেন:



সমস্যা হলো, সামুটিমে কিছু লোকজন স্হান পেয়েছেন যারা আমাকে ২০১২ সাল থেকে থামানোর চেষ্টা করছেন।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এখন যখন তখন ব্যান করে দেয়।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৫৭

জেনারেশন৭১ বলেছেন:



সোস্যাল মিডিয়া হলে সর্বাধুনিক মিডিয়া, ইহা চালানোর মত মানুষ পাওয়া মুশকিল।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৭

কিরকুট বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন: @কিরকুট,

পতাকা তোমার পাছায় ভরে দিবো, উদবিড়ালের পোলা।


পাছায় পতাকা ভরবা, আর কি কি করবা কও! পতাকাটা পাকিস্তানি নি? পাকিস্তানি আর তেনার সমার্থকরা খালি পাছার দিকেই নজর রাইখা চলে!

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৯

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: আপনি তো এভাবে ক্থা বলার চেষ্টা আগে করেননি!

চোর ধরা পরলে এর থেকে খারাপ ভাষা ব্যবহার করে। উনি তো ডাকাইতের উত্তরসূরী। শুকরিয়া পরেন বলে নাই রগ কাইটা দিমু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.