নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

কোন দেশে ছাত্ররা পুর্ণাংগ রাজনৈতক দল গঠন করতে শুনেছেন?

১০ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১



আপনার জীবনে, কোন দেশে ছাত্ররা রাজনৈতক দল গঠন করতে শুনেছেন? পাকি জল্লাদেরা দেশের মানুষকে ইডিয়টে পরিণত করে জংগী সংগঠন গড়ছে আমাদের চোখের সামনে?

ছাত্ররা যেই দলটি করতে চাচ্ছে, ইহা হুতি, আল-কায়েদা কিংবা ইসলামী জ্বিহাদের মতো দল হবে; ইহাতে পাকিস্তানের মুজাহিদ ও অনেক রোহিংগা থাকবে; ইহা আমেরিকান দুতাবাসের অবস্হা ( দুতাবাসকে দুর্বল মনে হলে ) বুঝে, দেশ দখলের জন্য গৃহযুদ্ধ করবে।

জুলাই মাসের আন্দোলনটা যে 'প্রতারণার আন্দোলন' ছিলো ইহা আপনার কাছে বোধগম্য হতে কত মাস সময় লেগেছে? সেই প্রতারকেরা "রাজনৈতিক দলের" নামে "গৃযুদ্ধের জন্য জল্লাদ বাহিনী" গঠন করেছে এখন; উহাকে এখন বৈধ করার জন্য কোন একটা বালছাল নাম নিয়ে সাইনবোর্ড লাগাবে, তারপর বেকারদের মাঝ থেকে রিক্রুট শুরু করবে জল্লাদদের।

জুলাই মাসে "সাধারণ ছাত্রদের" আন্দোলনের বর্তমান নামটা কি যেন আরেকটা বালছাল দিয়েছে? যেদিন পাকি জল্লাদেরা সাধারণ ছাত্রদের ক্যাম্পাস থেকে পুলিশের সামনে নিয়ে গেছে ( জুলাই'এর মাঝামাঝি হবে ), সেদিন থেকে আমি বলে এসেছিলাম যে, ইহারা 'শিরির", ইহারা পাকি জল্লাদ; ইহারা বেকুব সাধারণ ছাত্রদের শতশত লাশ ফেলে দেশের ডোডোদের রাস্তায় নামাবে।

তখন জাতি এদের চিনতে পারেনি; এখন জাতির বড় অংশ এদের চিনেছে; কিন্তু মিলিটারীর ভয়ে ও আও্যামী লীগের বিপক্ষে প্রতিবাদ হিসেবে এদের থামানোর চেষ্টা করছে না। তবে, দেরীতে চেষ্টা করলে দেশ ইয়েমেন/লেবাননে পরিণত হবে।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪১

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার সাথে বাশার আল আসাদের একটি জায়গায় মিল আছে তা হলো বাশার আসাদের শাসনকালে লেবাননের ৭০ ভাগ জেন-জি হিজবুল্লাহ দলে যোগ দেয়। ইহাকে লেবাননের গোল্ডেন জেনারেশন বলা হয়। অন্যদিকে শেখ হাসিনার সময় ৭০ ভাগ তরুণ ইসলামিক ভাবধারার প্রতি অনুরক্ত হয়। ইহা খারাপ ছিলো না ততক্ষণ যতক্ষন তারা হিজবুত তাহরীর মতো সংগঠনে যোগ দেয়া শুরু করেছে। আসাদ ও হাসিনাকে ইসলামের সিরিয়া, লেবানন ও বাংলাদেশের ইসলামের নবজাগরণের জন্য মুসলমান রা ধন্যবাদ দিতে পারে।

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫১

জেনারেশন৭১ বলেছেন:



শেখ হাসিনার অপশাসন ১টা ফ্যাক্টর; তবে, ইসলামিক তেেরুণদের পুর্বসুরীদের রাজকার হওয়া, গণহত্যা চালানো, নারীদের উপর অত্যাচারের কথা ভাবেন, এরা এটা করতোই করতো; তবে, লেভেলটা সামান্য ভিন্ন হতো।

২| ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৬

সৈয়দ কুতুব বলেছেন: আমি অনার্স উঠে কোচিং সেন্টার দেয়ার জন্য ফ্ল্যাট খুজতাম। তখন আমার একটি বিরাট অসংগতি নজরে আসে। প্রচুর নুরানী ও হাফেজী মাদরাসা হচ্ছে শহর কেন্দ্রিক। আমার কোচিং সেন্টারের পাশে একটি পুরো বিল্ডিং ক্যাডেট মাদরাসা ভাড়া নিয়েছে। আমার মনে প্রশ্ন আসতো যেখানে স্কুলে পড়ে মানুষের জব হচ্ছে না মাদরাসা করার কি কারণ থাকতে পারে। শহরের ফ্ল্যাট বাসার বেশির ভাগ পিতা মাতা মোটামুটি শিক্ষিত। কয়েকজনের সাথে কথা বলেছিলাম যে কেন তারা মাদরাসায় দিচ্ছে সন্তানদের! জবাব ছিলো স্কুলে কিছুই পড়ায় না, কিশোর গ্যাং, ছেলেমেয়ে ক্লাস ৩/৪ নীল ছবি দেখে, মেয়েদের সাথে চিপায় গিয়ে জিনজাং করে, মাস্টারভেশন করতে গিয়ে বাবা মায়ের কাছে ধরা খায়। পশ্চিমা বিশ্বের কাছে এসব নরমাল হলেও আমাদের দেশে তা নয়। তাছাড়া স্কুলের টিচাররা প্রাইভেট পড়ানোর জন্য বাধ্য করে। নৈতিক অবনতির জন্য তারা ক্যাডেট মাদরাসায় দিচ্ছে। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা তাদের খারাপ কাজ থেকে দূরে রাখবে। এখন ধরেন প্রতি রোডে ৫/৬ করে মাদরাসা এবং সেগুলোকে যদি ঘাটি হিসাবে কেউ ইউজ করে আইনশৃঙ্খলা বাহিনী এদের প্রতিরোধ করতে পারবে? এসব মনিটরিং করা জরুরি ছিলো। সব কথা ব্লগে লিখা সম্ভব নয়।

১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১০

জেনারেশন৭১ বলেছেন:



ব্যাংগের ছাতার মতো মাদ্রাসা করেছে আরবী, ইরানী, পাকিস্তানী ও লন্ডনী টাকায়। এখন থেকে গ্রামের প্রাইমারী স্কুলে ছাত্র থাকবে না।

কামাল আতাতুর্কের মতো করে, সব মাদ্রাসা সরকারকে গ্রহন করতে হবে; কোন প্রাইভেট মাদ্রাসা থাকতে পারবে না।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০০

কামাল১৮ বলেছেন: তালেবান ছাত্রদের দল।আমাদের দেশের ছাত্ররা নতুন তালেবানী দল গঠন করবে।শীবিরে এদের পোষাচ্ছে না।
আমার কাছে পরিস্কার হয়ে যায় যেনি ওরা বলে ছিলো ‘আমি রাজাকার’।

১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২৯

জেনারেশন৭১ বলেছেন:



জাতিকে এমন যায়গায় নিয়ে গেছে আমেরিকান দুতাবাস, সেনাবাহিনী ও পাকি জল্লাদেরা ইহা থেকে জাতি কিভাবে স্বাভাবিক অবস্হায় ফিরবে, বলা মুশকিল।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যার যা কাম না
জোলায় বেচে তেল।

১১ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩০

জেনারেশন৭১ বলেছেন:



এসব জোলারা তেল বেচেছে সিরিয়া, লেবানন, ইয়েমেন, পাকিস্তানে; এখন আমাদের দেশে।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রধান নেতা কে হবেম বলে ধারণা? ভালো সুযোগ আছে কিন্তু পরিবারতন্ত্র থেকে মুক্ত হওয়ার। কারণ পরিবারের সব সদস্য করাপশনের সাথে যুক্ত

৬| ১১ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯

কিরকুট বলেছেন: বলদ জনগোষ্ঠীর এই দেশে সব সম্ভব । আমরা জাতিগত ভাবে গরু । কাধে হাল না পরলে সোজা থাকি না ।

৭| ১১ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




মাদ্রাসা এখন ঢাকা শহরে তো বটেই সারা দেশেই একটি লাভজনক ব্যবসা। পিতামাতারা চায় তাদের বাচ্চারা দ্বীনি এলেম হাছেল করুক। জান্নাতের পথে জন্ম থেকেই পা রাখুক।

ফলে জ্ঞান-বিজ্ঞানের চর্চা এই দেশে থেকে বিদায় নিয়েছে। এই প্রজন্মই বড় হয়ে হলি আর্টিজানের মতো আক্রমণের জন্য তৈরী হয়। তাদের টার্গেটই থাকে ৭২ টি রগরগে হুর লাভ করা। দুনিয়াবি জীবন তাদের কাম্য থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.