নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

ড: ইউনুসের জল্লাদ-প্রীতি ও ট্রাম্প থেকে তারেকর জমিদারী কেনার প্রচেষ্টা

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭



তারেক লবিং কোম্পানীর সাহায্য নিয়ে ট্রাম্পের ১ অনুষ্ঠানে উপস্হিত থাকার জন্য সীট কিনেছে! ইহা তাকে সাহায্য করলে, বাংগালীদের আরো বড় ক্ষতি হবে।

বাংলাদেশ এখন আমেরিকার হাতে। আমেরিকায় ক্ষমতা বদল হচ্ছে জানুয়ারীর ২০ তারিখে, ট্রাম্প ক্ষমতায় যাবে। সেই উপলক্ষে, সেই উপল্ষে ধর্মীয়রা ট্রাম্পের সন্মানে "ন্যাশনাল প্রেয়ার ও ব্রেকফাষ্ট" অনুষ্ঠানের আয়োজন করছে ফেব্রুয়ারীতে (৫ ও ৬ তারিখে )। ট্রাম্পের সময়, এখানে ধর্মীয়দের সাথে মুলত ব্যবসায়ী ও কিছু দেশের ডানপন্হী রাজনৈতিক নেতারা উপস্হিত থাকবে।

তারেক রহমান সেখানে সীট কিনেছে। ট্রাম্পের বেলায়, এই ধরণের সব অনুষ্ঠান হবে ব্যবসায়িক ধরণের: ট্রাম্প ও তার সাংগপাংগরা এখান থেকে নিজের ও দলের জন্য টাকা আয় করবে। তারেকের পক্ষ হয়ে কোন না কোন লবিং কোম্পানী সীট কিনেছে। ড: ইউনুস আপাতত সীট কিনতে পারেনি। আমার ধারণা, ট্রাম্পের লোকেরা ড: ইউনুস, জামাত ও কোমলমতি জল্লাদদের পছন্দ করার কথা নয়; সেজন্য ধর্মীয়রা ড: ইউনুসকে নিমন্ত্রণ করতে নাও পারে।

তারেক চেষ্টা করছে বাংলাদেশে জমিদারী কেনার জন্য; তবে, ট্রাম্প তারেকের অতীত ডাকাতীর ইতিহাস জেনে গেলে জমিদারী পেতে সহজ হবে না। ট্রাম্প চোর/ডাকাত ধরণের ব্যবসায়ীদের পছন্দ করে, তবে মাফিয়া তারেকের মতো মগজহীনদের পছন্দ করার কথা নয়।

ড; ইউনুস ২০ তারিখের বড় অনুষ্ঠানে দাওয়াত পাবার কথা; সেখানে দাওয়াত পেলেও, ওখানে উনি সমাদর পাবেন না; কারণ, ট্রাম্পের কাছে ড: ইউনুস, বিএনপি/জামাত সবাই মুসলিম দেশের লোকজন; সে কোন মুসলিম দেশের প্রতিনিধির সাথে সহজ হওয়ার কথা নয়; সে ক্ষমতায় আসছে দেখে সৌদী প্রিন্সও কাঁপছে।


মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১

সৈয়দ কুতুব বলেছেন: তারেক রহমানের থেকে ড. ইউনূস ও জামায়াতের আমীরের দাওয়াত না পাওয়া নিয়ে পাড়ার দোকানে বেশি আলাপ হচ্ছে। আমি চা খেতে গিয়ে থামালাম তাদের। নিজের পেটের বারোটা বাজতেসে বাঙালি বিজি কে দাওয়াত পেলো আর কে পেলো না। ২০২৫ সাল কেমন ভাবে কাটবে তা নিয়ে দেশের ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবার চিন্তিত।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

জেনারেশন৭১ বলেছেন:



ট্রাম্পের কাছে ড: ইউনুস, জামাত-শিবির, বিএনপি জামাত সবাই মুসলিম জংগী; তবে, তার সাংগপাংগ ও লবিং কোম্পানীরা ইহাকে ব্যবসায়িক দিকে থেকে দেখছে। যারা তারেকের জন্য টিকেট কিনেছে, তারা হয়তো ব্যবস্হা করেছে, ড: ইউনুস যেন দাওয়াত না'পায়।

তারেক টাকা দিয়ে দাওয়াত কিনেছে।

২| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ কুতুব বলেছেন: অন্য একটা টপিক্স নিয়ে কথা বলতে চাই।

আপনি জাদু-টোনা, কুফরী কালাম, ভুডু, ব্লাক ম্যাজিক, স্যাটানিজম এসবে বিশ্বাস করেন? গ্রামে তো মহিলারা ১০০ তাবিজ লাগায় রাখে গলায়।

আমার কিছুটা হিন্দু ও বৈদিক বিষয় নিয়ে আগ্রহ আছে। যেমন: seven chakra, kundulini, থার্ড আই মেডিটেশন, astral projection, lucid dream, morse code নিয়ে আগ্রহ আছে। এগুলো কি ফালতু জিনিস?


আমার ব্লাক ম্যাজিক, মিডিয়াম এসব নিয়েও আগ্রহ আছে। ফ্রী মেসন ও ইলুমিনাতি নিয়ে অনেক ভিডিও দেখেছি। এগুলো এখন পদার্থ বিজ্ঞানের শিক্ষক হিসাবে কি চোখে দেখেন?

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

জেনারেশন৭১ বলেছেন:





জাদু-টোনা, কুফরী কালাম, ভুডু, ব্লাক ম্যাজিক, স্যাটানিজম, সবই ভুয়া।

মেডিটেশন হচ্ছে মস্তিকের সাহায্যে মানসিক ব্যায়াম, ইহা কাজ করে।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

জেনারেশন৭১ বলেছেন:



আমি সায়েন্সের সাবজেক্ট পড়ায়েছি স্কুলে ও কলেজে ( পার্ট টাইম ); আমার প্রফেশান শিক্ষকতা ছিলো না; আমি কাজ করেছি ইন্জিনিয়ার হিসেবে ও ফাইন্যানসিয়েলে।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আওয়ামী লীগের কোন বড়ো পদপদবী তে ছিলেন? আপনার মতো মানুষ ফাইনান্স মিনিস্টার হলে অথবা কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে দেশ এগিয়ে যেত। আপনাকে তরুণ ও বয়স্কদের মধ্যে ব্রীজ বলা যাইতে পারে।

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৭

জেনারেশন৭১ বলেছেন:



আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমাদের এমপি ও ২ জন মিনিষ্টার আমাকে আওয়ামী লীগ বিরোধী হিসেবে জনসন্মুখে বলেছে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫৭

কামাল১৮ বলেছেন: এই অনুষ্ঠানে যে যাবে সেই ইমান হারাবে।এটা পরিচালনা করে রিপাবলিকান পন্থী কিছু চার্জ।তারা তাদের মতো করে সপথ করান দেশের ও সরকারের মঙ্গল কামনা করে।আমাদের যেমন তাবলিগের মাঠে আখেরী মুনাজাত হয় তেমন।এটা কোন সরকারী অনুষ্ঠান না।

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২২

জেনারেশন৭১ বলেছেন:



এটা সরকারী নয়, এটি ধর্মীয় গ্রুপ ( বিশেষ করে আমেরিকান ) ও রাজনীতিবিদদের টুকিটাকি। তবে, ট্রাম্প এটাকে ভিন্ণরূপ দিচ্ছে।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০৩

কামাল১৮ বলেছেন: @ কুতুব,আপনার জানার আগ্রহ থাকলে জানার আছে অনেক কিছু।আপনি ভুল কিছু জানছেন।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: কামাল ১৮@জুলাই মাসের আগে এসব নিয়ে ভালোই আগ্রহ ছিলো। এখন আগ্রহ শুধু রাজনীতি নিয়ে। মাইনকার চিপায় ফাইস্যা গেছে দেশের মানুষ।

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২৩

জেনারেশন৭১ বলেছেন:


আগেও মিলিটারী দেশকে ভুপ পথে নিয়ে গেছে; এবার জল্লাদেরা দেশকে জংগীদের জোটে নিয়ে যাবে।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:২১

কামাল১৮ বলেছেন: @কুতুব, আপনি ফাইস্যা গেছেন আরো বড় চিপায়।সেটা হলো মনোজগতের চিপায়।জ্বীন ভূতে বিশ্বাস করে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: কামাল ১৮@আমি জ্বীনে বিশ্বাস করি কি করি না সেটার উত্তর দিবো না। তবে আমি সুরা, দোয়া পড়লেই বেহেশত যাওয়া যায় এমনটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি হাফেজী পড়ে বর্তমানে সময় নষ্ট। ইসলাম ধর্ম এখন আর হারিয়ে যাবে না।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৩:১৮

এইচ এন নার্গিস বলেছেন: দেশে কবে শান্তি আসবে ? শান্তিতে নোবেল পাওয়া ইউনুস দেশে শান্তি আনতে পারলো কই?

১৩ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:২০

জেনারেশন৭১ বলেছেন:



ড: ইউনুস জাতির জন্য কিছু করতে পারবে না, উনি জাতিকে ভালোবাসেন বলে মনে হয় না; উনি আসলে জালিযাত: পশ্চিম থেকে গরীবদের নামে ফ্রি টাকা এনে নিজে বিলিওনিয়ার হয়েছে।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



দোয়া ইউনুছ পাঠ করতে থাকুন।
কাজ হবে।
ইহা পরীক্ষিত।

১৩ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৫:০৮

জেনারেশন৭১ বলেছেন:



আমাদের চোখের সামনে দেশটা জংগীবাদের দিকে মোড় নিচ্ছে; ঠিক যেইভাবে জহির শাহের পরে আফগানিস্তানের মানুষের পতন ঘটলো।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপাতত শেখ হাসিনা অজনপ্রিয় হিসাবে প্রচারিত। ট্রাম্প অজনপ্রিয় হিসাবে শেখ হাসিনার পক্ষ নিবে না।আর হিলারীর বন্ধু ইউনুসকেও ট্রাম্প বুকেটেনে নিবে না। সুতরাং তৃতীয় পক্ষ হিসাবে তারেক সুবিধা পেতে পারে।

১২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৬

যবড়জং বলেছেন: তারেকের, ট্রাম্প সাহেবের বেনিফিট অফ ডাউট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ভারতের আওয়ামী খায়েশ কমে ।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:

দাওয়াত পেলেও তারেক কখনোই আমেরিকা যেতে পারবে না।
কারন সিমেন্স কেলেঙ্কারির পর তারেকের বিরুদ্ধে আদালতের হুলিয়া ছিল। সিমেন্স জরিমানা দিয়ে মউকুফ নিছে, কিন্তু তারেক কিছুই করে নি। আদালতের সমনের জবাবও দেয় নি।
মার্কিন আদালতের হুলিয়া অনেক কঠিন। খোদ ট্রাম্পও হুকুম দিয়ে বাতল করতে পারবে না। তারেক নিজে এসে বা ভিডিও কনফারেন্সে মামলা মোকাবেলা করতে হবে।
এছাড়া তার আগেও বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসি সাথে যুক্ত সন্দেহ কারনে তারেকের বিরুদ্ধে আমেরিকার হোমল্যান্ড সিকুরিটির ফ্লাইট ব্যান আছে। সে কখনোই আমেরিকাগামি বিমানে উঠতে পারবে না। যাওয়া তো আরো দুরের কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.