নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেশন৭১

জেনারেশন৭১ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের উন্নত দেশগুলোতে ডানপন্হীরা ক্ষমতা দখল করেছে এবং আরো করবে!

১৩ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭



বিশ্বব্যাপি ট্রাম্প সিন্ড্রোম দেখা দিয়েছে: আমেরিকা, ইতালী, ফ্রান্স, জার্মানী, দ: কোরিয়া ও পুরো ইউরোপে ডানপন্হীরা ক্ষমতা দখল করেছে, কিংবা করবে। শুধুমাত্র ভারত ভালো দিকে যাচ্ছে ক্রমশ, মোদীর দল ক্রমেই দুর্বল হওয়ার সম্ভাবনা।

ইহা কেন ঘটছে? আপনি বিশ্ব রাজনীতি অনুসরণ করলে, ইহার কারণগুলো আপনার কাছে পরিস্কার হওয়ার কথা। আমাদের ব্লগার জুল ভার্ণ'এর সর্বশেষ পোষ্টে উনি বলছেন যে, ইহার কারণ শেখ হাসিনা: শেখ হাসিনার সাথে সেসব রাষ্ট্র-প্রধান হ্যান্ডসেক ( শেখ হাসিনা যাকে জড়ায়ে ধরেছে ) করেছে, তাদের কপাল পুড়েছে। জুল ভার্ণ আমাদের ব্লগের ১ জন বিখ্যাত লেখক!

ইউরোপের সম্পদ সীমিত, তারা জাপানী বা চীনাদের মতো কাজ করে সম্পদের পাহাড় গড়ে, মরার মতো জাতি নয়; তারা জীবনকে উপভোগ করেন, সেখানে জীবন সুস্হির। কিন্তু তাদের সংস্কৃতি, জীবন ও জীবিকার উপর চাপ সৃষ্টি করেছে আফ্রিকা ও এশিয়ার বেআইনী ইমিগ্রেন্টরা। এই সমস্যা ও গ্লোবেল ওয়ার্মিং ইউরোপের মানুষে জীবনকে ক্রমেই কঠিন করে তুলেছে। তারা বেআইনী ইমিগ্রেন্টের ভার সহ্য করার মতো পজিশনে নেই। কিন্তু মার্কেলের মতো বড় মনের মানুষেরা আফ্রিকা ও এশিয়ার মানুষদের স্হান দেয়াতে পুরো ইউরোপের মানুষ ইমিগ্রেন্ট-বিরোধী হয়ে উঠেছে; ডানপন্হীরা সব সময় এশিয়ান ও আফ্রিকান ইমিগ্রেশান বিরোধী। এছাড়া আছে রাশিয়ার যুদ্ধ।

কানাডার রাজনীতিবিদদের মাঝে ট্রাম্পের মতো মনোভাবের লোকজন বেড়েছে; সাথে সাথে ট্রাম্প চাচ্ছিলো ট্রুডো যেন ক্ষমতা ছাড়ে; ট্রুডোর মানবিক রাজনীতি ট্রাম্প পছন্দ করছে না, ট্রুডোর জনপ্রিয়তা কমাতে ট্রাম্প কানাডার এক্ষপোর্টের উপর ট্যাক্স আরোপ করতে পারে, সেজন্য ট্রুডো সরে গেছেন; উনি শেখ হাসিনার সাথে হ্যান্ডসেক করার কারণে গদি হারাননি।




মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৮

সৈয়দ কুতুব বলেছেন: দরকার আছে। অন্য দেশের উটপাখিদের মানুষ করার ঠিকাদারি নিয়েছে নাকি ইউরোপ-আমেরিকা? ওদের দেশে থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করে তাদের বিরুদ্ধে ধর্মীয় প্রার্থনায় অভিশাপ দিলে কেমনে হবে?

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬

জেনারেশন৭১ বলেছেন:



ইউরোপ আমেরিকায় মানুষের দরকার আছে; কিন্তু তারা দক্ষ ও সৎ মানুষ পায় না।

মার্কেল ১০ লাখ সিরিয়ান শরনার্থী নিয়েছিলো কৃষিকাজ করার জন্য; ১০০ জনও উহাতে যায়নি; তদুপরি রেইপ ইতয়াদি করে, মার্কেলকে কবর দিয়ে দিয়েছে। এখন জার্মানরা ক্যাশ দিয়ে তাদেরকে দেশে পাথাতে গিয়ে হিমশিম খাচ্ছে।

২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আমি এইজন্য বারবার বলি উটপাখিদের পাঠানো বিশেষ অর্থ কি কাজে ব্যবহার হচ্ছে তা সকল উন্নত রাষ্ট্রের খোঁজ রাখা উচিত।

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

জেনারেশন৭১ বলেছেন:



আফ্রিকানরা বিদেশে এলে, আয় করলে দেশে টাকা পা ঠায় না; এশিয়ানরা টাকা পাঠায়গরীব দেশগুলোতে

মানুষ আসে গরীব দেশ থেকে, গরীব দেশগুলোতে সরকারে থাকে আমাদের দেশের থেকেও খারাপ মানুষজন, কে হিসেব রাখবে।

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২

জেনারেশন৭১ বলেছেন:




দেখেছেন, বিবিধ দেশে ডানপন্হীদর কাছে সুশাসকদের হারকে জুল ভার্ণ কিভাবে লিখেছেন; কি লিলিপুটিয়ান পোষ্ট দিয়েছেন? মনে হয়, শেখ হাসিনার কারণে আমেরিকা, ফ্রান্স ও কানাডায় পরিবর্তন আসছে! ব্লগে এখন ৯০ ভাগ লিলিপুটিয়ান।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: গোলাম মাওলা রনিও সেইম টপিকসে ভিডিও বানাইসে।

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৪

জেনারেশন৭১ বলেছেন:




আমি উনার লেখা "আমার ব্লগ" ও সামুতে পড়ার পর, উনাকে আওয়ামী ইডিয়ট হিসেবে নিয়েছিলেম; পরে কিভাবে আওয়ামী-বিরোধী হয়েগিয়েছিলেন; কিন্তু ইডিয়টগিরি ব্যতিত তেমন কইছু জানে না

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৮

কামাল১৮ বলেছেন: ইউক্রেন যুদ্ধ এবং ইসলামী জঙ্গিবাদ এর জন্য কিছুটা দায়ী।ইউরোপের অর্থনীতিকে সামালদিতে পারছেনা বামপন্থী সরকার গুলো।তারা মানতাবাদী হওয়ায় বহিরাগতের জন্য কঠোর হতে পারছেনা।

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২০

জেনারেশন৭১ বলেছেন:



ইউরোপে গত ১০ বছরে আধা-সোস্যালিষ্টরা ভালো করেছিলো; সেই সুযোগে পুরো সিরিয়া, আফ্রিকা, পাকিস্তান, বনাগলাদেেশ, আফগানিস্তান ইউরোপে চলে গিয়েয়েছে; ইউরোপ এখন সমস্যায়; তাই, মানবিকরা ডানপহিদের কাছে পরাজিত হচ্ছে! আমাদের বিখ্যাত ব্লগার ভাবছেন যে, ইহা শেখ হাসিনার কারণে!!!!

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@ইসলামি জঙ্গীবাদের সাথে আমেরিকার যোগসূত্র আছে।

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:২১

জেনারেশন৭১ বলেছেন:



আমেরিকার কুটনীতিবিদরা পুরো আমেরিকা থেকে আলাদা; এরা আমাদের দেশের ব্যুরোক্রেটদের মতো সমস্যার সৃষ্টি করে।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে সবচাইতে ভালো শাসক আসলেও আমলাদের জন্য ভালো কিছু করতে পারবে না। এরা যেন দেশের আরেক সরকার!

১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৮

জেনারেশন৭১ বলেছেন:



শেখ সাহেব বা তাজউদ্দিন সাহেব ব্যুরোক্রেটদের মতো ইমপ্লিমেন্টেসান জানতেন না; ওদের থেকে বেশী আইডিয়া ছিলো না; সেজন্য ব্যুরোক্রেটরা আুনাদের সন্মান করতো না।

জিয়া, এরশাদ, বেগম জিয়াকে নিয়ে ওরা জোক করতো। শেখ হাসিনাকে শুরুতে মেনে চলতো, শেষের দিকে ওরাই উনাকে বানরে পরিণত করেছিলো।

৭| ১৪ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই পাগলা বাবা মনে হয় সারা পৃথিবীটাকে অশান্তিতে ভরিয়ে দিবে।

১৪ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৭

জেনারেশন৭১ বলেছেন:



একদিকে বিশ্ব অস্হির, সেই সময়ে এই শয়তানের আগমণ, ভয়ংকর অবস্হা।

৮| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭

সৈয়দ কুতুব বলেছেন: ছাড়া সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হচ্ছে। ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার’—এই তিনটিকে সংবিধানের মূলনীতি করার সুপারিশ করবে কমিশন। এই তিনটির পাশাপাশি আরও দুটি মূলনীতিও যোগ করা হতে পারে।

সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মনে হয় বাদ যাবে।

৯| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: জুলভার্ন আমাকে ব্লক করেছেন।
কিন্তু কেন? আমি কি করছি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.