নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে, আমাদের জনপ্রিয় ও মুক্তিযোদ্ধা ব্লগার, জুল ভার্ণ জিয়া এতিমখানার বিচারের নামে ষড়যন্ত্র করে বেগম জিয়াকে যারা জেলে দিয়েছিলো, তাদের সবার বিচার চেয়ে ১ খানা পোষ্ট দিয়েছেন! আপনি কি মনে করেন, বিচার করা কি ঠিক হয়েছিলো, নাকি বিচার না করাই উচিত ছিলো?
১৯৯৩ সালে, কুয়েতের আমীর প্রাইম মিষ্টার বেগম জিয়ার চেরিটেবল এতিমখানা "জিয়া এতিমখানা" প্রজেক্ট শুরু করার জন্য প্রায় ২ কোটী টাকা দান করেন। এখনো বেগম জিয়া জীবিত আছেন, কিন্তু ৩২ বছর পরও "জিয়া এতিমখানা" নেই! ইহার জন্য বিচার হওয়ার দরকার আছে কিনা? যদি আপনার মনে হয় যে, ইহার জন্য বিচার হওয়ার দরকার নেই, আপনি কয়েক কোটী প্রশ্নফাঁসদের মাঝে ১ জন!
আপনি যদি এতিমখানা করার জন্য কুয়েতের আমীর থেকে টাকা পেতেন আপনি কি ইহা করতেন, নাকি না'করে বসে থাকতেন? বেগম জিয়া কাজ শুরু করেননি কেন? কারণ, জমি কিনতে পারেননি! জমি না'পেলে,ভাড়া-করা বাড়ীতে শুরু করা যেতে কিনা?
আপনাকে আমি বলি, বেগম জিয়া লোভী ও চোর ছিলেন; কিন্তু উনার বিচারটা সেই জন্য হয়নি, উনার বিচার হওয়ার মুল কারণ হচ্ছে শেখ হাসিনা চেয়েছিলো উনাকে শিক্ষা দিতে। শেখ হাসিনার বাবার মৃত্যু দিবসে "কেক কেটে জন্মদিন পালন করার জন্য সাজা দিতে চেয়েছিলেন শেখ হাসিনা"। সেইজন্য আইনীভাবে জিয়া এতিমখানার কেইসে উনাকে লালা ঘরে নিয়েছিলো!
চাঁদগাজী নিকে আমি হয়তো ৪০/৫০টা পোষ্ট লিখেছিলাম এই ঘটনা নিয়ে। ২০০৮ সালে শেখ হাসিনা ভোটে জয়ী হওয়ার পরও কি বেগম জিয়ার বুঝার দরকার ছিলো না যে, কেক কাটার সময় আর নেই! তখন উনার থিংক ট্যাংক এডভাইজার ছিলেন ভাইস চ্যানচেলর এমাজুদ্দিন সাহেব; উনিও অনেক অনেক কেক খেয়েছিলেন! কেক-খাওয়া ইডিয়ট প্রফেসরকে এডভাইজার করলে তো জেলে যেতেই হয়।
বিচার শুরু হওয়ার পরপরই বেগম জিয়া সিরিয়াসভাবে অসুস্হ হয়ে পড়েন, এবং শেখ হাসিনার পতনের দিন অবধি অসুস্হ ছিলেন। সম্প্রতি উনাকে আপনারা ছবিতে ও ভিডিওতে দেখেছেন, এই বয়সে উনাকে যে রকম দেখাচ্ছে, দেখে কি মনে হয় হয় যে, উনি ২০১৮ সাল থেকে সিরিয়াসভাবে অসুস্হ ছিলেন?
১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
জেনারেশন৭১ বলেছেন:
আওয়ামী লীগের সময় শিক্ষা ব্যবস্হাকে ধ্ংস করেছে ছাত্রলীগ; শেখ নেতা হয়েছিলেন ছাত্রলীগ গঠন করে, শেখের মৃত্যুর ১টি বড় কারণ ছাত্রলীগ।
শেখ হাসিনার পতনের অনেক কারণের মাঝেও ছাত্রলীগ বড় ফ্যাক্টর। প্রাইমারী ও হাইস্কুলগুলো একাজার আওয়ামী পান্ডাদের আয়ের উৎস ছিলো।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১
জেনারেশন৭১ বলেছেন:
জুল ভার্ণের পোষ্ট পড়েছেন? জুল ভার্ণ নাকি "গুম হয়েছিলেন"; উনার লেখা দেখলে মনে হয়, ইহাতে কোন গন্ডগোল আছে।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২২
সৈয়দ কুতুব বলেছেন: তাও প্রাথমিক বিদ্যালয় গুলো আজকে ৪/৫ তলা বিল্ডিং হয়েছে। অবশ্যই শেখের কন্যার ক্রেডিট! শুধু শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করলে আর কওমী জননী উপাধি না নিলে উনার প্রতি মানুষের ভালোবাসা থাকতো।
রিকশাওয়ালা, বাসওয়ালা সবাই তারপরও কিছু রাস্তাঘাট করার জন্য প্রশংসা করে। সে তো ঢাকার মিরপুরে বেড়িবাঁধ নির্মাণের জন্য এরশাদের ও করে অনেকে।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের উন্নতি ও সরকারী টাকা ডাকাতী যা হওয়ার উনার সময়েই হয়েছে; বেগম জিয়ার আমলে উন্নতি হয়নি. শুধু ডাকাতী হয়েছিলো। বিএনপির লোকজন ঢাকার নবাবদের সব খাস জমি দখল করে নিয়েছিলো।
বেগম জিয়া সুন্দরী ছিলেন ( সাড়ে চুয়াত্তরের মতে ); কিন্তু ইডিয়ট ছিলেন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৬
সৈয়দ কুতুব বলেছেন: বিরক্তিকর শব্দ ব্যবহারের জন্য দুঃখিত। উহা বিতারিত শয়তানের শব্দ!
১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫১
জেনারেশন৭১ বলেছেন:
বিতাড়িত শয়তান ও জ্বীন ব্লগার রাজনীতি নিয়েও লিখেন; আরেকজন আছেন কামারুজ্জমান; এঁদের লেখা আমি পড়ে দেখি। ২ জন আরবে থাকেন; বাকীজনও আরবে থাকলে ভালো হতো।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৩
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আপনার ভাবনা কি? রংপুরের একজন মানুষ যদি ঢাকায় এসে চিকিৎসা করা লাগে উহার কত সময় ও অর্থ ব্যয় হয়ে দেখেছেন ? ঢাকার বাইরে চিকিৎসা সেবা একেবারে অপ্রতুল। সামান্য মুসলমানী ও বাচ্চা ডেলিভারিতে মানুষ মারা যায়। ডাক্তারদের ফী অত্যন্ত বেশি!
১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৪
জেনারেশন৭১ বলেছেন:
যতগুলো প্রাইভেট করেছে, সবগুলো থেকে ৮০ ভাগ ইডিয়ট ডাকাত বের হচ্ছে! এরা ধনীদের ছেলেমেয়ে পড়ালেখা করে না, এরা জীবন্ত জল্লাদ।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আরেক সমস্যা খাদ্যে ভেজাল। বাঙালির প্রিয় খাবার ভাত এখন বিষাক্ত হয়ে উঠেছে। প্রতিটি মধ্যবিত্ত পরিবারের বাবা ও মায়ের ওষুধের বাজেট রাখা লাগে ৮/১০ হাজার। এত ভেজাল খাবার দুনিয়ায় আছে কিনা কে জানে। গরীব শ্রেণী ৩৫/৪০ এর পর কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। একটি গবেষণায় দেখা গিয়েছে ৩৫ উর্ধ্ধ মহিলারা কারখানায় এখন তেমন কাজ করার শক্তি পান না।
১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৮
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের নাম বদলায়ে রাখার দরকার "ক্যান্সার বাংলা"; ক্যামিক্যাল ও ভেজালে মানুষের কিডনী, লিভার ও প্যানক্রিয়াস আক্রান্ত হচ্ছে! পুরো জাতির রক্ত দুষিত হয়ে গেছে। দেখি, আমি আসতে পারি কিনা, ভেজাল ও ক্যামিকেল থামাতে চেষ্টা করবো।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৪
সৈয়দ কুতুব বলেছেন: হা হা ! আপনি এসে আর কি করবেন? আপনার নিজের সুস্থতা দরকার আগে । আসলে বেশি কমেন্ট করি কারণ আপনারে চিপায় রাখতে রাখতে মানুষের কমেন্ট কমে গেছে পোস্টে। যদিও ব্লগাররা অনিয়মিত এখন!
১৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩০
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগ গার্বেজে ভরে গেছে; ফলে, মানুষ আগ্রহ হারায়ে ফেলেছেন।
৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৩৬
আদিত্য ০১ বলেছেন: আমার খুব জানতে ইচ্ছে করে, এই জুল ভার্নরা কি আসলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলো নাকি পাকিদেরই একটা বি-টীম হিসেবে ছিলো, ডালিম বা এরশাদরা ছিলো পাকি আর্মি ফেরত, তাদের মধ্যে অনেক পাকিদের ইনহেরেন্ট শয়তানি বুদ্ধি ছিলো, আর পাকি পরবর্তীতে এদেরকে দিয়েই ৭১ এর প্রতিশোধ নিচ্ছে
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৪০
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগে জুল ভার্ণ'এর লেখা থেকে ( মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উনার পোষ্টগুলো থেকেও ), আমার অনুমান উনি মুক্তিযুদ্ধে ছিলেন না। উনার কথার মাঝে আমি কখনো সততা দেখিনি।
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৪
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হত্যা করে জিয়া যেই ভয়ংকর অপরাধ করেছে জাতির বিপক্ষে, ইহা জাতির অর্ধেক মানুষ বুঝতে পারেননি; কারণ, জাতির শিক্ষা নেই।
জিয়ার অপরাধ, এরশাদের ও বেগম জিয়ার ডাকাতি বেশীর ভাগ মানুষের মগজে ধরা পড়েনি; সেজন্য আজকে জাতি এই ভয়ংকর অবস্হায়।
৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৭
আদিত্য ০১ বলেছেন: জুল ভার্ন দিপ্তির মত "আমি মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান" কিন্তু প্রমান করতে গিয়ে ফেসে গেছে, তার চৌদ্ধ গুষ্টিতে কেউ মুক্তিযুদ্ধা নাই। জটিল, অপু, আরও কিছু আছে, এগুলা একটা একটা পিস, এদের ব্লগ পড়লেই মনে হয় মনের মাধুরী দিয়ে গরুর রচনা লিখছে। কিন্তু রচনায় লিখে ফেলে গরুর হাতও আছে সেই হাত দিয়ে ওদের গালে চপটে ঘাত করে
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:০৭
জেনারেশন৭১ বলেছেন:
১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধার মাঝে, সামান্য কয়েকজন ( ততকালীন ছাত্র ) মাত্র ব্লগিং করার সুযোগ পেয়েছিলেন; তাঁদের লেখা থেকে বুঝা যেতো।
৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:৫১
আদিত্য ০১ বলেছেন: শেখ হত্যা করে জিয়া যেই ভয়ংকর অপরাধ করেছে জাতির বিপক্ষে, ইহা জাতির অর্ধেক মানুষ বুঝতে পারেননি; কারণ, জাতির শিক্ষা নেই।
বাংলাদেশের স্বাধিনতার জন্য যে লোকটা ৪৬৮২ দিন কারাগারে কাটাইছে,এখন শেখ সাহেব হল ভিলেইন। কি দরকার ছিলো এত সংগ্রাম করার। এই শেখ সাহেব কেন স্বাধিনতা ডাক দিছিলো। ভুট্টু ইয়াহিয়ার সাথে হাত মিলিয়ে ১৯৫৪ ও ১৯৫৬ সালের মত ১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের সরকার প্রধান হইতো, তাইলে ৭৫-এ তাকে জিবন দিতে হইতো, আজকে তাকে নিয়ে এত কুরুচি কথা হত না। আসলেই লোকটা বাংলাদেশের স্বাধিনতা এনে দিয়ে ভুল করেছে, খুব ভুল করেছে।
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:১২
জেনারেশন৭১ বলেছেন:
শেখ ভুলে গিয়েছিলেন যে, কোল্ড-ওয়ারের সময় পাকিস্তান ছিলো আমেরিকান ব্লকে ( যদিও ভিক্ষুক ); দেশের স্বাধীনতায় ভারত ও সোভিয়েতের সাহায্য দরকার ছিলো; ইহা আমেরিকাকে ভয়ংকরভাবে রাগান্বিত করে; এরপর, আবার "বাকশাল"। তখনি আমেরিকা বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদের ২ পয়সায় কিনে, শেখ হতয়া করে, ২য় পাকিস্তানের সৃষ্টি করে।
১০| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখা অসংখ্য মানুষ পড়তে চায় তার বড়ো প্রমাণ আপনাকে নিয়ে দেয়া পোস্ট সাক্ষ্য দিচ্ছে। আপনার সম্পর্কে যদিও সঠিক ভাবে লিখতে পারি নাই স্বল্প আলাপের কারণে তবুও মানুষ পড়েছে আপনার বর্তমান অবস্থা জানার জন্য। অন্তত ১৫ জন ব্লগার আপনাকে ব্যান হতে মুক্ত করার পক্ষে রয়েছে। বিপক্ষ কেউ চাইলেই আপনার বিরুদ্ধে লিখতে পারতেন সে সুযোগ ছিলো। কিন্তু তারা আপনাকে অপছন্দ করার পাশাপাশি আমাকেও পছন্দ করে না। । তাই নীরব ভূমিকা পালন করছে এবং নিজেদের লেখা পোস্টে এসব নিয়ে বলাবলি করছে।
সামুর মডুতে এখন গণতন্ত্রমনা লোকের অভাব আছে। কমেন্ট কে যদি ভোট হিসাবে কাউন্ট করি তবে আপনার আজকেই মুক্ত হয়ে যাওয়ার কথা। পক্ষে তো অনেক ভোট পড়েছে। সামুর ভিজিটরের দিকটাও দেখা উচিত।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
সৈয়দ কুতুব বলেছেন: কুয়েতের আমীর এমন আজাইরা প্রজেক্টে কেন টাকা দিলো? সেই টাকা দিয়ে তো সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো উন্নত করা যেত। আমি শেখ হাসিনা ও বর্তমান আম্লিককে পছন্দ করি না। তবুও আমি ঘোরাঘুরির সুবাদে জানি প্রাথমিক বিদ্যালয় গুলো উন্নত করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু সমস্যা হলো উন্নত করতে গিয়ে আগে যারা চাকুরি করতো সেখান থেকে অনেক কে বাদ দিয়ে টাকা ও ক্ষমতার জোরে প্রচুর শিক্ষক ঢুকিয়েছেন। আমার পরচিত একজন টিনশেড ছাউনির প্রাথমিক বিদ্যালয় ছিলো তখন সেখানে চাকুরি করতে। পরে সরকারি করণের সময় তার নাম এন্ট্রি করার জন্য একবছর বেতন তুলেননি। তারপরও সে ম্যাডাম কে রাখা হয়নি। ম্যাডাম খুব ভালো পড়াতেন এবং শিক্ষার্থীদের উপর ফুল কন্ট্রোল ছিলো। কিন্তু ঘুষ না দেয়ায় এবং প্রভাবশালীদের না ধরায় চাকুরি স্থায়ী হয় না।