নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট'এর পর আমেরিকান এম্বসী আরেকটি বড় ক্যু করেছিলো এরশাদকে ক্ষমতা দখলে সাহায্য করে; এরপর আরেকটি বড় ক্যু করে শেখ হাসিনার সরকারের পতন ঘটায়েছে।
১৯৭৫ সালে, রাস্তায় নামিয়েছিলো জাসদ, মুসলিম লীগ, জামাতকে; এবার নামায়েছে জামাত-শিবির ও হিজুর জল্লাদদের; এবারের ক্যু'টাকে একটু বর্ণাঢ্য করায় ইডিয়টদের চোখে ধাঁ ধাঁ লেগে গেছে, ৬ মাসেও ইহা ডোডোদের মগজে প্রবেশ করেনি; তাই আমিও সামু থেকে "নতুন স্বাধীনতা"র অভিনন্দিন পেয়েছিলাম; ঐ অভিনন্দন আমি গ্রহন করিনি।
দেশে এখনো ১০ ভাগ শিক্ষিত আছেন, যাঁরা দেশ ও জাতিকে ভালোবাসেন ও বুঝিয়ে বললে বুঝেন, তাঁরা নিশ্চয় জাতিকে নিয়ে চিন্তিত; কেননা, সামান্য পরিচিত প্রতারক জল্লাদরা জাতিক যেভাবে "বিপ্লব" উপহার দিচ্ছে ও সহজে বিভ্রান্ত করতে পারছে, জাতির প্রজ্ঞার মান মাপার জন্য ডোডো স্কেলের দরকার।
যাক, সুস্হভাবে ভাবার শুরু করেন: পরিচিত প্রতারক ও জল্লাদরা আমেরিকান এম্বেসীর পক্ষে কাজ করে জাতিকে বিপদের মাঝে নিয়ে এসেছে, ইহা থেকে জাতিকে বের করতে হবে।
১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনা ৪৪ বছরে আওয়ামী লীগকে পুরো লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিলো; আমাদের এমপি ১ হাজারের কাছাকাছি ক্যাডার পালন করতো, যাদের চাকুরী ছিলো না, কিন্তু একজন প্রফেসর থেকে বেশী খর করতো; ইহা আওয়ামী লীগকে মুছে দিয়েছে।
আওয়ামী লীগে মতিয়া ব্যতিত কোন রাজনীতিবিদ অবশিষ্ট ছিলো না; কিন্তু মতিয়াও সাহস করে শেখ হাসিনাকে সভানেত্রীর পদ থেকে সরতে বলেননি।
আমি ২০১২ সাল থেকে উনার সরার কথা বলেছি, আমাদের এমপি জানতেন।
২| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের জেন-জি ও মিলেনিয়াল ওরফে প্রশ্নফাঁস জেনারেশন বুঝতে পারছে না আওয়ামী লীগের মূল নেতৃত্ব কে দিবে! তারা এখনো শেখ হাসিনা ও তার পরিবার কে ভাবছে যা শতভাগ ভুল। শেখ হাসিনার প্রথম প্রত্যাবর্তন আর এবারের প্রত্যাবর্তন মিলালে হবে না। উপরে উল্লেখিত দুই প্রজন্ম এখনো আওয়ামী লীগের অতীত গৌরব নিয়ে প্রচারে ব্যস্ত। অথচ ইন্টেরিম সরকার তাদের হাতে হাজারো ভুলের অস্ত্র তুলে দিচ্ছে তাদের হাতে। এগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারছে না উপরের দুই প্রজন্ম। কারণ তারা পুরাতন নেতৃত্ব নির্ভর রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৬
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের নতুন প্রজন্ম হচ্ছে পুরোপুরি গার্বেজ; কিন্তু ওরাই আমাদের মুল নাগরিক; ওরা নিজেরা নিজ দেশে পায়খানা করে, উহার মাঝে বাসবাস শুরু করেছে। এখন সমন্বক, বা বৈষম্য-বিরোধী ইত্যাদি যা শুনছেন, ১৯৭১ সালে এরাই রাজাকার ও আলবদরে নাম লেখায়েছিলো।
শেখ হাসিনাকে বাদ না'দিলে স্বাধীনতারপক্ষ বিলীন হয়ে যাবে।
৩| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৪
বিষাদ সময় বলেছেন: আমরেরিকা বা যাদের ব্লুুুপ্রিন্টেই এ কাজ হয়ে থাকনা কেন, ইহাতে ব্যাপক পরিমাণে সাধারণ জনগনের অংশগ্রহন ছিল। তবে সেই সাধারণ জনগনের বেশিরভাগই এখন প্রকৃত ঘটনা বুঝতে পেরে নিজেরা প্রতারিত হয়েছে বলে মনে করছে।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
সাধারণ মানুষকে ইডিয়ট বানায়ে রেখেছে ব্যুরোক্রেটরা এজন্যই, যে আজীবন ভেঁড়া হয়ে থাকে। এইজন্য ৫৪ বছর ডাকাতী করছে ব্যুরোকরেটরা, সেনাবাহিনী ও ব্যবসায়ীরা মিলে।
৪| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইহা ছিল মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন এবং পুরো বাংলাদেশের বিরুদ্ধে প্রতারণার আন্দোলন ।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮
জেনারেশন৭১ বলেছেন:
আমাদেরর স্বাধীনতা-বিরোধীদের পাকীরা ব্যব হার করেছে, আমেরিকা ব্যব হার করে চলছে; রাজাকারের উত্তরসুরীদের বিপ্লবী বানায়েছে আমােরিকান এম্বেসী।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯
জেনারেশন৭১ বলেছেন:
ভুয়ারা ব্লগে "৩৬ শে জুলাইর স্বাধীনতা"র প্রচার চালাচ্ছে।
৫| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন@শেখ হাসিনা ১৮ সালে কোটা উটিয়ে আবার বহাল করতে চেয়ে মারাত্মক ভুল করেছে। ২০২০ সালের পর তীব্র কর্মসংস্থান সংকট চলছে। মুক্তিযোদ্ধা কোটার নামে ভুয়া লোকজন সরকারি চাকুরিতে প্রবেশ করেছে।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৪
জেনারেশন৭১ বলেছেন:
কোন আসল মুক্তিযোদ্ধার সন্তান এই কোটা ব্যবহার করতে পারেনি; ব্যুরোক্রেট, প্রভাবশালী আওয়ামী, ভুয়া ও ব্যবসায়ীদের ছেলেমেয়েরা ইহা পেয়েছে।
৬| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২০
কামাল১৮ বলেছেন: ব্লগের অনেকে এই বিষয়টা বোঝে না।তারা গভীর ভাবে চিন্তা করতে পারে না।ঘটনা পর্যায়ের উপর ভালো পর্যবেক্ষন নাই।সব কিছুকে সরলীকরণ করে।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৬
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগের ৮০ ভাগ মানুষ ডোডো; ১০ ভাগ ব্লগার, ১০ ভাগ ক্রিমিনাল।
৭| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৬
কামাল১৮ বলেছেন: আমেরিকা মনে হয় বুঝতে পারছে,বিষয়টা ভুল হয়ে গেছে।তাই শুধরে নেবার চেষ্টা করছে ভারতের সহযোগিতায়।আমেরিকা আর যাই চাক জঙ্গীবাদের উথ্থান চায় না।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬
জেনারেশন৭১ বলেছেন:
আমেরিকার কুটনীতিবিদদের কারণে ভিয়েটনাম যুদ্ধ হয়েছিলো, গাজার শিশুরা প্রাণ হরায়েছে, ইউক্রেনের মানুষ দেশ ছাড়ে পালেয়েছে; এরা আমাদের ব্যুরোক্রেটদের চেয়েও বড় হায়েনা; এরা আমাদের হায়েনাদের কাজে লাগায়ে জাতিকে ডুবায়ে দিয়েছে; আসল আমেরিকানরা জানেও না বাংলাদেশে কি হচ্ছে! ইডিয়টগুলো ইহাকে শোধরাতেও পারবে না, ইহারা সিরিয়ায়, ইরাকে ও লিবিয়ায় শোধরাতে পারেনি।
৮| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@আমেরিকা কোন ভুল করেনি। তারা জেনে বুঝেই করেছে। আমেরিকার কোম্পানি গুলো ঠিকমতো পেমেন্ট পাইতেসে না। আমেরিকা অনেক সময় দিয়েছে এবার শেখ হাসিনা ও আওয়ামী লীগকে। কিন্তু এরা মানুষের জীবন আরো কষ্টসাধ্য করে তুলেছে। আমেরিকা জানে বিএনপি বেকুব আর জামাত মুনাফিক!
২০১৬ সালে মাদরাসার সার্টিফিকেট কে মেট্রিক পাশের সমমান ঘোষণা করে শেখ হাসিনা সামাজিক ভাবে চরমপন্থীদের স্থান করে দিয়েছে। যেমন তালেবান!
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬
জেনারেশন৭১ বলেছেন:
শেখ হাসিনা মাদ্রাসা থেকে ডোড ও জল্লাদদের ঢাকা ইউনিভার্সিটিতে আমদানী করে জাতিকে বিপদে ফেলেছে।
৯| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৬
কামাল১৮ বলেছেন: @কুতুব,আপনার মন্তব্য দেখে মনে হয় না,আপনি গাজী সাহেবের পোষ্টের মর্মার্থ বোঝেন।যে কোন মতামত দেয়ার স্বাধীনতা আপনার আছে।
১০| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@আমি আমার চারপাশে যা দেখি তার থেকে ধারণা নিয়ে লিখি।। গাজী সাহেবের পোস্ট না বুঝলেও আমি যা লিখি তা আপনি ও গাজী সাহেব বুঝেন। ইহা অনেক গুরুত্বপূর্ণ! কারণ আমি দেশে থাকি।
১১| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: Click This Link
অবস্থা বেশি সুবিধার নয়।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
জুলাই মাসের ক্যু'তে পাকী মিলিটারী বড় ভুমিকা পালন করেছে, ওরা শিবির ও হিজুদের ট্রেনিং দিচ্ছে অনেক বছর থেকে ; ভেতরে আরো খিঁচড়ি রান্না হচ্ছে।
১২| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্ব মোড়ল থাকার জন্য আমেরিকা সারা বিশ্বে অনেক কিছু করে।আমরা আমাদের দেশে তাদের ইচ্ছা বাস্তবায়নের সুযোগ দিয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করছি। আওয়ামী লীগের কিছু লোক সম্পদের পাহাড় গড়েছে। তাদের সাধারণ লোক এর ভাগ পায়নি। এখন তারা রাস্তায় নামে না বিধায় আওয়ামী লীগ আমেরিকা ও তাদের দোসরদের হাতে নাজেহাল হচ্ছে।
১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪২
জেনারেশন৭১ বলেছেন:
পাকিস্তান ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য চেষ্টা করছিলো; সেই সময়ে, শেখ বাকশাল ( সমাজ্তন্ত্রের প্লাটফর্ম ) করাতে, আমেরিকা শেখকে হত্যা করার জন্য আমাদের মিলিটারীর অফিসারদের কিনেছিল; এখনো আমাদের অফিসারেরা ওদের পকেটে বাস করে।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের অফিসারেরা ওদের পকেটে বাস করে। রাজনৈতিক দল জনগণের পকেট কাটে, তা দেখে সহ্য করতে না পেরে আর্মি অফিসারেরা আমেরিকার পকেটে ঢুকে বসে থাকে। দেশপ্রেম হলো আপনার বলা সেই রূপকথা।
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৩
জেনারেশন৭১ বলেছেন:
১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে, নিতান্ত গ্রাম্য যুবককে দেশের মানুষের ভালোর জন্য, মানুষকে রক্ষা করার জন্য প্রাণ হাতে যুদ্ধ যুদ্ধ করতে দেখেছি; ইপিআর সৈনিকেরা নিতান্ত গরীব পরিবারের মানুষ ছিলেন, এরা মানুষের জন্য চিন্তা করতেন। আমি মওলানা ভাসানী ব্যতিত অন্য কোন রাজনীতিবিদের চেহারায় মানুষের প্রতি ভালোবাসা দেখিনি। আমার মিলিটারী অফিসারেরা ঠিক বাংগালী নয়।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মিলিটারী অফিসারেরা ঠিক বাংগালী নয়। এরা কি বিদেশ থেকে আমদানী করা?
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৫
জেনারেশন৭১ বলেছেন:
এরা সাধারণ বাংগালী নয়, এটা আলাদা শ্রেণী; এরা দেশের মানুষকে গণনার মাঝে নেয় না। আমাদের ব্যুরোক্রেটরাও মানুষকে হিসেবের বাহিরে রাখে।
১৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এরা সাধারণ বাংগালী নয়, এটা আলাদা শ্রেণী; এরা দেশের মানুষকে গণনার মাঝে নেয় না। আমাদের ব্যুরোক্রেটরাও মানুষকে হিসেবের বাহিরে রাখে। এরা এ দেশে কোথা থেকে কিভাবে এল? আপনার খাদ্যাভ্যাসে কোন ঝামেলা আছে কি?
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৫০
জেনারেশন৭১ বলেছেন:
এদের খাদ্যাভ্যাস আলাদা ধরণের; এদেরকে দামী দামী খাবার ১/২ টাকায় ( মিলিটারী রেশন ) দেয়া হয়; মিলিটারী অফিসার্স ক্যান্টিনে যা খাওয়ানো হয়, বসুন্ধরা/বেক্সিমকোর মালিকারা ঐ ধরণের খাবার খায়।
আমাদের ভুয়া মুক্তিযোদ্ধা ও ব্লগার জুল ভার্ণ ক্যাডেট কলেজের হোষ্টেলে যা খেয়েছেন ( সরকারী সাবসিডিয়ারীতে ) আপনার বাসায় সেই রকম রান্না হয় শুধু ঈদের দিনে।
১৬| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:১০
ক্লোন রাফা বলেছেন: কিছুই ঘটতো না যদি রুপপুর প্রজেক্ট আমেরিকাকে দেওয়া হতো। পদ্মাব্রিজ ভারতকে দেওয়া হলে। রাশিয়ার সতর্কতার কোন গুরত্ব দেয়নি ভারত এবং হাসিনা‼ চিন তার সাপোর্ট প্রতাহার করেছিলো বার বার প্রজেক্ট বাতিল করায়।
মুর্খ এডভাইজাররা যা বুঝিয়েছে হাসিনা তাই করেছে! সাথে যুক্ত হয়েছে অসাধু ,ব্যবসায়ী, দুর্নীতিগ্রস্ত আমলা, মাস্তান পুলিশ আর নিকৃষ্ট অপরাধি আর অযোগ্য রাজনীতিবিদ ‼️
আপনি হাসিনার চারিদিকে কাদের দেখতে পেতেন? একশ্রেণির চাটুকার ছাড়া! বহির্বিশ্বের সাথে চ্যালেন্জ করতে হোলে,নিজের দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে। তাদেরকে একতাবদ্ধ করতে হবে। তাদের সমস্যার প্রাধান্য দিতে হবে। এগুলোর সবকিছুই অনুপস্থিতি তৈরি করে দিয়েছে ক্যু করার পটভূমি।
ধন্যবাদ, চাদগাজী ।
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৬
জেনারেশন৭১ বলেছেন:
উনাকে ইন্দিরা গান্ধী নিশ্চয় বলেছিলেন যে, উনার বাবাকে যারা হত্যা করেছে, তরা উনাকেও হত্যা করবে সুযোগ পেলে। উহা থেকে বাঁচতে হলেদরকার ছিলো শক্ত দল ও মানুষের সাপোর্ট। উনি ৪৪ বছর দলের সভানেত্রী থেকে, দলটাকে বানালেন বর্গীদের দল; সাধারণ মানুষেের চাকুরী সৌদীতে। যা ঘটেছে কম ঘটেছে, অল্পের জন্য প্রানটা রক্ষা হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ পুরাতন ধারার রাজনীতি করতে চাইলে ব্যর্থ হবে। এবারের অভ্যুত্থান আর বিগত যে কোন অভ্যুত্থান আলাদা। আওয়ামী লীগ কে যখন বিতাড়িত করা হয়েছিলো প্রথমবার তখন তাদের অনেক জনসমর্থন ছিলো। ছিলো শিক্ষিত ছাত্রলীগ কর্মী। দ্বিতীয়বার যখন বিতাড়িত করেছিল তখন মাত্র কয়েকবছর শাসন করার সময় পেয়েছিল। সে জন্য মানুষ আওয়ামী লীগের খারাপ কাজ ভুলে গিয়েছিল। এবার টানা তিনবার ক্ষমতায় ছিলো। বিদেশি শক্তি যথেষ্ট সময় দিয়েছে শুধরানোর। কিন্তু আওয়ামী লীগ ভালো সৎ কর্মী তৈরি করতে ব্যর্থ হয়েছে। যাদের উপর ভর করে আওয়ামী লীগ কে রাজনীতিতে আসতে হবে সেই প্রশ্নফাঁস জেনারেশন আওয়ামী লীগ কে ভালো ভাবে নিবে না। কারণ তাদের মধ্যে গোড়ামি ও কুসংস্কার ঢুকে গিয়েছে। আর যারা সুশীল প্রশ্নফাঁস তাদের প্রতি আওয়ামী লীগের একটা ক্ষোভ থাকবে কারণ তারা এই আওয়ামী লীগ পতনে ভূমিকা রেখেছে।