নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৬ মাস আমাদের ব্লগারদের আলাপ আলোচনা থেকে দেশ নিয়ে আমার যেই ধারণা হয়েছে, উহা নিচে লিখালাম; দেখেন, আপনার ধারণার সাথে মিলে কিনা?
শেখ হাসিনার সরকারে ও প্রশাসনে ডাকাত ও বর্গী ব্যতিত কোন রাজনীতিবিদ ও সৎ, প্রফেশানেল মানুষ ছিলো না; এই সরকারকে সরানোর দরকার ছিলো। উনার সরকারকে সরানোর দায়িত্ব কাহাদের ছিলো, আমেরিকা, '৭১'এর পরাজিত শক্তি, সেনাবাহিনী, নাকি স্বাধীনতাকামীরদের?
আমার মতে, উনাকে সরানোর দায়িত্ব ছিলো শুধুমাত্র স্বাধীনতাকামীদের উপর; যেমন, সেটার নেতৃত্ব দিতে পারতেন বেগম মতিয়া চৌধুরী। সেটা ঘটেনি, ঘটেছে খারাপ কিছু, উনাকে সরায়েছে আমেরিকান কনস্যুলেট; এবং উহাতে ভাড়া টিয়া খেটেছে '৭১'এর পরাজিত শক্তি। স্বাধীনতাকামীরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায়, শেখ ও স্বাধীনতাকামীরা প্রতারক "বিপ্লবীদের" হাতে আজকে নির্যাতীত হচ্ছে।
"নতুন স্বাধীনতা"র অভিনন্দন আমিও পেয়েছিলাম; যাক, ৬ মাস পর "নতুন স্বাধীনতা"র শোরগোল মোটামুটি থেমে গেছে; মানুষ বুঝতে শুরু করেছেন যে, যারা "বিপ্লব করে" নতুন স্বাধীনতার কথা বলছে, ওরা আসলে ভাড়াটিয়া খেটেছে মাত্রও এরা প্রতারক; আসলে, যা ঘটেছে, উহা হলো শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আরেকটি বড় আমেরিকান ক্যু, ঠিক ১৯৭৫ সালের মতো!
স্বাধীনতাকামীরা নিজেদের দায়িত্ব পালন না করায়, '৭১'এর পরাজিতশক্তি সাময়িকভাবে জয়ী হয়েছে, দেশ "পুর্ব পাকিস্তানের" মতো অবস্হায় ফিরে গেছে; তবে, উহা এখনো পাকিস্তানের অংশ হয়নি। দেখা যাক, আমেরিকা কি করে ও "নতুন স্বাধীনতা"র বীরেরা কি পদক্ষেপ নেয় '৭১'এর প্রচুর মানুষ এখনো জীবিত আছেন, দেশে বিপর্যয় ঘটেছে সত্য, তবে, দেশ হারিয়ে যায়নি এখনো।
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩০
জেনারেশন৭১ বলেছেন:
যারা চাকুরী সৃষ্টি করার পজিশনে ছিলো ( শেখ, তাজউদ্দিন, শেখ হাসিনা ), এদের ১ জনেরও উন্নত মগজ ছিলো না; এরা নিজেরা বড় বড় চাকুরী নিয়ে বেশ ভালো সময় কাটানোতে, আজকে দেশ আবার পুর্ব পাকিস্তানের অবস্হানে ফিরে গেছে।
এখন যারা ক্ষমতা দখল করেছে, এরা বর্গী; এরাও নিজেদের ধ্ংস নিজেরা ডেকে আনবে।
২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: তাজুদ্দীনের ছেলে সোহেল তাজ কে নিয়ে আপনার কি মতামত? উহা গতকাল সাতবারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৫
জেনারেশন৭১ বলেছেন:
এই ছেলে ও তাজুদ্দিন সাহেবের মেয়েও জন্মগত ইডিয়ট।
সেই ইডিয়টের কাছে মেয়ে কারা বিয়ে দেয়? এরাও কি ইডিয়ট?
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪০
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে আবার ব্যান করা হচ্ছে নাকি? ভালো!
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৭
জেনারেশন৭১ বলেছেন:
মোল্লাশফির লোকজন আমার ব্যান চাচ্ছে। সামুর থেকে কেহ লিষ্ট দেয়ার পর মোল্লার শফির লোকেরা ব্লগার হতয়ার শুরু করেছিলো।
৪| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৫
কামাল১৮ বলেছেন: দেশ দিন দিন রসাতলে যাচ্ছে।কেউ কেউ বুঝতে পারছে অনেকে বুঝতে পারছে না।সবার আগে বুঝতে পেরেছে ইউনুস।তাই ভাগার তালে আছে।সুউজারল্যান্ড যাচ্ছে।ফিরবে কিনা বুঝা যাচ্ছে না।
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৮
জেনারেশন৭১ বলেছেন:
মনে হয়, শিবির থেকে বাঁচতে হলে উনাকে এক সময় পালাতে হবে।
৫| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৮
কামাল১৮ বলেছেন: @কুতুব,তাজউদ্দীনের ছেলে নবী হবার তালে আছে।
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:২০
জেনারেশন৭১ বলেছেন:
তাজউদ্দিন সাহবে নারা গেছেন নিজের নির্বুদ্ধিতার ফলে; শেখ হতয়ার পর, উনার পালিয়ে যাবার দরকার ছিলো। উনার ছেলেটা আস্ত ইডিয়ট
৬| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাহারা পলায়ন করিবে।
৭| ১৯ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের ইতিহাসে দেশের সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে। ২৪ এর আন্দোলনে।
এর খেসারত কয়েক দশক ধরে জাতিকে দিতে হবে।
৮| ১৯ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাবিয়ান বলেছেন: আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক বিলিয়ন ডলার ঋন চেয়েছে। আইএমএফ'র শর্ত মানতে গিয়েই বাড়ানো হয়েছে ভ্যাট-ট্যাক্স । অন্তর্বর্তী সরকারকে আসলে দোষারোপ করে লাভ নাই। ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। সরকার দেশ চালাবে কিভাবে ? ঋন না নিয়েতো কোন উপায় নাই।
বিগত ৫ বছরের মোট জাতীয় বাজেটের পরিমাণ কত ছিল?
বাজেটের চেয়ে বেশী পরিমাণ টাকা কিভাবে পাচার করতে পারলো?
কায়দাটা কী?
ব্যাখ্যা করুন।
৯| ১৯ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টাইপো- বিগত ১৫ বছরের মোট জাতীয় বাজেটের পরিমাণ কত ছিল?
১০| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৫
পথিক২৪ বলেছেন: আপনি এত দ্রুত প্রথম পাতায় কিভাবে ?
১১| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৮
কু-ক-রা বলেছেন: পাঁদগাজির ধারণা অনুযায়ী দেশে নাকি বিপর্যয় ঘটেছে। ইহা উহার (পাঁদগাজীর) অমূলক ধারণা মাত্র। তবে সাবেক সরকারের লোক জনের উপর একধরণের বিপর্যয় ঘটেছে, ইহা সত্য। উহাদের ফ্যাসিস্ট মন্ত্রীরা (যথা ডেপো মনি ইত্যাদি) ধরা খেয়ে কোর্টে গিয়ে পঁচা ডিমের ঢিল খেয়ে কান্নাকাটি করেছে। দরবেশ বাবা লুংগির মধ্যে হাগু করে দিয়েছে। ছত্র লীগ নিষিদ্ধ হওয়ায় উহাদের গুন্ডা বাহিনী যেখানে সেখানে কর্মসূচির নামে গোলোযোগ করতে পারছে না।
একাত্তরের চেতনা বিক্রি করে খাওয়া পাঁদগাজির মত বুড়ো ভামদের এখন আর তরূন প্রজন্ম পছন্দ করে না। উহাদের ১৫ বছরের তান্ডব সকলের চোখ খুলে দিয়েছে।
পাঁদগাজী অন্য কোথাও বেইল না পেয়ে সামু ব্লগে এসে নামে বেনামে পাঁদড়ামি করছে। উহার পাঁদড়ামিতে ব্লগের লোকজনও যার পর নাই বিরক্ত - ইহা বিভিন্ন পোস্টের মাধ্যমে জানা যাচ্ছে।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৩
সৈয়দ কুতুব বলেছেন: প্রশ্নফাঁস জেনারেশন ছাড়ার বোধদয় ছাড়া ৭১ এর প্রজন্ম কিছু করতে পারবে না। উনারা বুদ্ধিদাতা হতে পারেন;আসল সৈনিক প্রশ্নফাঁস জেনারেশন। আশার কথা উহারা মেটিকুলাস ডিজাইন বুঝতে পেরেছে। কারণ অধিকাংশ প্রশ্নফাঁস বেকার। ৭ মাস ধরে দেশে কোন চাকুরির পরীক্ষা হচ্ছে না।