নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ২ লাখ মানুষকে আমন্ত্রণ করে টিকিট দেয়া হয়েছিলো; প্রচন্ড শীতের কারণে বাহিরে শপথ নেয়া সম্ভব হয়নি। পার্লামেন্ট ভবনের ভেতরে শপথ হয়েছিলো, সেখানে প্রাক্তন প্রেসিডেন্টগণ, বিচারপতিরা, সিনেটর ও কংগ্রেসম্যানরা উপস্হিত ছিলো। তার মুল সাপোর্টারদের (সাদা সুপ্রমিষ্টরা ) জড়ো করে এক তাপনিয়ন্রিত ষ্টেডিয়ামে। ট্রাম্পের জন্য সেখানে প্যারেডের ব্যবস্হা করা হয়; প্যারেড শেষে সে সেখানে বক্তব্য রাখে।
সেই বক্তব্য রাখার সময়, শুরুতে সাপোর্টারেরা যেই পরিমাণ এনার্জি দেখায়েছিলো, ৫ মিনিট পর থেকে এনার্জি কমছিলো; কারণ, ট্রাম্প সেখানেও ভোটের আগে, প্রচারণার জন্য যেসব অপ্র্যোজনীয় কথা বলতো, সেগুলোই বলছিলো; সে ১টা ব্যাপার ভুলেগিয়েছিলো যে, তার সাপোর্টারেরা কিন্তু বাংগালী কিংবা আফ্রিকান নয়, ওরা কিন্তু আমেরিকান।
বক্তব্যের মাঝে সে উল্লেখ করে যে, বাইডেনের সময় অকারণে হাজার হাজার ব্যুরোক্রেট ও সরকারী কর্মচারী (উঁচুপদে ) নেয়া হয়েছে ( ৮০ হাজারের বেশী ); সে সেগুলোর চাকুরী খেয়ে ফেলবে! এই কথা শোনার পর, উপস্হিত শ্রোতারা অনেকটা চুপ হয়ে পড়ে; কেহ "ইউএসএ, ইউএসএ" বলে চীৎকার করে ষ্টেডিয়াম প্রকম্পিত করেনি; শ্রোতারা মোটামুটি পরস্পরের মুখের দিকে তাকাচ্ছিলো।
ইডিয়ট ট্রাম্প সাধারণ আমেরিকানদের বুঝতে পারেনি আজো, আমেরিকানরা "কারো চাকুরী খেয়ে দেয়াকে পছন্দ করে না", সেটা যার চাকুরীই হোক না কেন!
আমি সবকিছু লাইভে দেখছিলাম, আমার ধরণা, সে চাকুরী খেয়ে দেয়ার কথা বলার পর থেকে তার শ্রোতারা ক্রমেই নীরব হয়ে আসছিলো, সে শ্রোতাদের থেকে উত্তপ্ত ফিডব্যাক না'পেয়ে বকবক করতে উৎসাহ পাচ্ছিলো না। তার বক্তব্য শেষ হওয়ার পর, শ্লোগানে শ্লোগানে ষ্টেডিয়াম প্রকম্পিত হয়নি। কারো চাকুরী চলে যাবে শুনলে আমেরিকানরা খুশী হয় না।
আমার ধারণা, গতকাল বিকেল থেকে তার জনপ্রিয়তা কমার শুরু করেছে।
২১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
জেনারেশন৭১ বলেছেন:
আওয়ামী লীগ পালিয়ে যাবার পর, মানুষ জামাত ও বিএনপির লোকজনকে কাছের থেকে জানার সুযোগ পাচ্ছে।
এর বাহিরে, মানুষ সাধারণ ছাত্রদের নামে কারা প্রতারণা করেছে তাদেরকে বুঝার শুরু করেছে।
৪/৫টি বানর যে সরকারে ঢুকে গেছে, সেটাও মানুষ দেখছে।
২| ২১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
সৈয়দ কুতুব বলেছেন: ভোট*
৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩১
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মানুষ অন্যের চাকুরি গেলে খুশি হয়।
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:০০
জেনারেশন৭১ বলেছেন:
সেজন্য তলানীতে আছে; এখন দরকার ভারতের সাথে ১টা যুদ্ধ করে জয়ী হওয়া; ইহা ব্যতিত কোনভাবে শান্তি পাবে না।
৪| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩১
সৈয়দ কুতুব বলেছেন: সেজন্য মনে হয় পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনবে! ভারত ভয়ে প্যান্ট খারাপ করে দিবে দেখে নিয়েন। চীন যে বাংলাদেশ কে বাশ দিলো ২০১৮ সালের নির্বাচন বৈধতা দিয়ে সেটা নিয়ে জাতি নিরব। অন্যদিকে রাশিয়ার উপস্থিতির কারণে আমেরিকা যে খেইপা গেলো আরো বেশি করে তা নিয়ে হুশ নাই। ১/২ দিন আগে দেখি রাশিয়ার সুন্দরী এক কূটনীতিক বলছে, বাংলা থেকে ৩০ হাজার লোক কর্মসংস্থানের জন্য রাশিয়া নিবে। এই নিউজের কমেন্ট বক্সে দেখি ল্যাংড়া, খোঁড়া, কানা সবাই কমেন্ট করেছে তারা যাইতে চায়। আমার পারসোনালি মনে হয়েছিল তখন হয়তো চাকুরির কথা বলে যুদ্ধের জন্য নিচ্ছে। অনেক ভারতীয় যুদ্ধে জড়িয়ে পড়ার নিউজ নিশ্চয় দেখেছেন। এখন দেখছি জেলেনেস্কি যুদ্ধ বিরতি চায়৷
২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:০১
জেনারেশন৭১ বলেছেন:
জিলেনস্কিকে ত্রাম্প বলেছে যে, আমেরিকা আর "ক্যাশ" দিবে না। রাশিয়াও যুদ্ধ বন্ধ করবে ট্রাম্পের সাথে আলোচনা করে।
৫| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটাই নিয়তি,
মানুষ আবেগ দিয়ে ভালোবাসে, অন্তরে কিছু প্রাপ্তির আশায়
যখন আশা ভঙ্গ হয়, তখনি জনপ্রিয়তা পারদ নামতে থাকে ।
..........................................................................................
তার পূর্ব প্রস্ততকৃত ১০০ টি বিল, আবেগ ও জিদ দ্বারা প্রস্তত করা হয়েছে
প্রেসিডেন্ট সচিবালয়ের পরামর্শ নেবার আবশ্যকতা মনে করেনি ।
২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:০৪
জেনারেশন৭১ বলেছেন:
ট্রাম্প হচ্ছে ভয়ংকর মিথ্যুক; সে সত্য বলতে পারে না।
৬| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৪৯
ক্লোন রাফা বলেছেন: বিগত চার বছর প্রতি দিন সকাল শুরু করতো একটি মিথ্যা কথা দিয়ে। এবারের টার্মে কি হয় দেখার বিষয় ! কারন এরপরে আর ইলেকশন করতেই পারবেনা আইনের কারনে। দেখা যাক সেই সুযোগ গ্রহণ করে ভালো করে না আবার খারাপের দিকেই ঝুঁকবে।
ধন্যবাদ, চা.গাজী॥
২২ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৪
জেনারেশন৭১ বলেছেন:
ধনিক গোষ্ঠী আমেরিকার প্রশাসন দখল করেছে; ইহার ভাংগন শুরু হবে ইলান মাস্ক ও ট্রাম্পের মাঝে শত্রুতা সৃষ্টির মাধ্যমে।
৭| ২২ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার পরিচিত কেউ কেউ আমেরিকা গিয়ে ডিম ফুটিয়ে সেই দেশের পাসপোর্ট নিয়ে ঘরে ফিরেছে। তাদের কি কোন সমস্যা হতে পারে?
এখন তো মনে হয় কমলা দিদিকে ভোট না দিয়ে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে।
২২ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৭
জেনারেশন৭১ বলেছেন:
কমলা প্রমাণ করেছে যে, সে আমেরিকান রাজনীতির মুল বিষয়, অর্তঃনীতির গুরুত্ব বুঝতে পারেনি।
ট্রাম্প আইন করবে, টুরিষ্টি হয়ে ভিজিট করার সময় বাচ্ছা হলে, সেই বাচ্ছা আমেরিকান সিটিজেন হতে পারবে না; কিন্তু উহা সংবিধানের বিপক্ষে যাবে।
৮| ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৩
কামাল১৮ বলেছেন: কুতুব আপনাকে ট্রাম্পের সাথে তুলনা করেছে।শাহ সাহেবের এক পোষ্টে।আশাকরি দেখেছেন।
ট্রাম্প কি আর ভোটে দাঁড়াতে পারবে।যদি না দাঁড়াতে পারে তবে জনপ্রিয়তার তোয়াক্কা সে তোড়াই করে।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে জনপ্রিয়তা বাড়তে পারে।
২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৬
জেনারেশন৭১ বলেছেন:
ডেমোক্রেটরা ভয় পাচ্ছে যে, ট্রাম্প আমেরিকান সংবিধানে হাত দিতে পারে! তবে, উহা হবে অসম্ভব ব্যাপার।
ট্রাম্পের বিজয়ের পর, জিলেনস্কি অভিনন্দন জানানোর সময় নাকি ট্রাম্প উপদেশ দিয়েছে যে, যুদ্ধের জন্য আমেরিকা ক্যাশ দিতে পারবে না।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
সৈয়দ কুতুব বলেছেন: কাকতালীয় কিনা জানি না তবে ট্রাম্প শপথ নেয়ার দিন ও আজকের দিনে ইন্টেরিম সরকারের অংশীদার কেউ ফেইসবুকে পোস্ট দেয় নি, সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেনি।
জামায়াতে ইসলামী আওয়ামী লীগের পাওয়ার আশায় যেগুলো হাইব্রীড ছিলো তাদের দলে ভিড়াচ্ছে। ভুলের মধ্যে বাস করছে জামায়াত। আমার ফ্রেন্ড সার্কেলের অনেকের বাবা-মা ২০১৪ সালের পর থেকে আওয়ামী লীগ কে ভোট তো দূরের কথা তাদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছিল। এখন দেখি তারা আওয়ামী লীগের প্রতি পজিটিভ। তাদের জিগাইসি কাকু/কাকী জামায়াত কে ভোট দিবেন নাকি যদি আওয়ামী লীগ কে জামায়াত রাজনীতি করার সুযোগ দেয়। তারা উত্তর দিয়েছে দরকার পড়লে না ভোট দিবো তবুও জামাতীদের ভোট দিবো না।