নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব জাতির মানুষ লজিক্যালী ভাবতে পারে না; লজিক্যালী যারা ভাবতে পারে না, তারা ছাত্র অবস্হায় ক্লাশে অংক পারে না। যেই জাতিতে শিক্ষার মান কম, সেই জাতির ছেলেমেয়েরা ক্লাশে অংক পারে না, সায়েন্স বই পড়লে বুঝতে পারে না। আমাদের জাতির সাথে মিল দেখছেন?
বিজ্ঞানের প্রয়োগ হচ্ছে টেকনোলোজীতে, আমাদের জাতি টেকনোলোজীতে পেছনে। আমাদের সবাই টেকনোলোজীতে ভালো নন; কিন্তু সবাই কবিতা, ছড়া ও কচুর ছড়া লিখতে পারেন। আজকাল, ব্লগার সত্যপথিকও "ছড়া" লিখছেন; মনে হয়, সৌদী যাওয়ার পর থেকেই উনার কাঁধে সরস্বতী ভর করেছেন; আগে তিনি রোবোটিক তৈরি করছিলেন। উনি ব্যবসায়ী মানুষ, সম্ভবত: উনি "বাংলাদেশ থেকে সৌদীতে আলু রপ্তানী করবেন। বাংলাদেশে ফ্রেন্চ-ফ্রাই ও পটেটো-চিপ চালু হওয়ার পর থেকে আলু আমদানী শুরু হয়েছ।"
ধর্মের একটা ভালো দিক হচ্ছে, উহা নিয়ে আলাপ করতে ব্লগার কলাবাগান১'এর দরকার নেই; উহা নিয়ে কথা বলার জন্য ব্লগার না'হল তরকারী, মোহামমদ মুসা কিংবা নতুন নকিব হলেই চলে। ব্লগার মহাজাগতিক ব্যাখ্যা করেছেন কিভাবে আল্লাহ সৃষ্টি হয়েছেন; কিন্তু উহার জন্য কেহ উনাকে মনে রাখেনি; আমি উনাকে পছন্দ করি কবিতার জন্য।
ধর্মের ব্যাখ্যা করেন মোল্লারা, ইহাই ভালো! আমার মনে হয়, মোল্লারা অংক পারেন না। ব্লগার সোনাবীজ নাকি ভালো অংক পারেন, তাই তিনি গান নিয়ে ব্যস্ত আছেন; উনার গান শুনেছেন নাকি? আমি ১ বার ১ লাইন শুনেছিলাম।
ব্লগে প্রচুর গার্বেজ আসে, সবকিছু নিয়ে আলাপ হয়; কিন্তু বিজ্ঞান ও টেকনোলোজী নিয়ে আলাপ হয় না; কারণটা সোজা, যারা ছড়া, কচুর ছড়া ইত্যাদি লেখেন, তাঁরা ধর্ম জানেন; কিন্তু বিজ্ঞান জানেন না।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
জেনারেশন৭১ বলেছেন:
আপনার পড়ালেখা কোন বিষয়ে?
আপনি চেষ্টা করলে সাংবাদিকতায় ভালো করতে পারবেন। সাংবাদিকতায় ভালো করার অনেক উপায়ের মাঝে, বড়দিক হলো, কম কথায় কোন কিছুকে সঠিকভাবে বর্ণনা করার ক্ষমতা ও সত্য কথা বলা।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
জাতি/ব্লগ নিয়ে বেশি চিন্তিত হবেন না, AI কে জাতি দাজ্জালের প্রোডাক্ট হিসেবে নিবে।
২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
মুসলিম দেশগুলোর মানুষেরা জন্মের পরে ক্রমশ দজ্জালে পরিণত হচ্ছে; এরা সভ্যতাকে ধ্ংস করে কেয়ামত নিয়ে আসবে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলার ঘরে ঘরে এখন যে সাব্জেক্টে মানুষ পড়ে সেই সাবজেক্টে। বিবিএ এবং এমবিএ ( ফিনান্স)। পড়ালেখা করেছি মিলিটারি এফ্লিয়েটেড ইউনিভার্সিটি তে। মিলিটারি ইউনিভার্সিটি তে পড়ার সুবাদে তাদের অনেক গোপন কথা জানি। নির্বাচিত সরকার আসলে তখন লিখবো। একটি ঘটনা বলতে পারি তা হলো, তনু হত্যাকান্ড ! ক্যান্টনমেন্টে মেয়েটাকে ধর্ষণ করে মারা হয়। আচ্ছা ক্যান্টনমেন্টের ভিতরে নবাব রা ছাড়া আর কারো এই সাহস আছে ? অথচ আপনার দলের নেতা আসাদুজ্জামান কামাল বলেছে মেয়েটার উপর নাকি ভালুক এট্যাক করেছিল। আচ্ছা ভালুক কি মেয়েটার সালোয়ার খুলে এট্যাক করার মতো সিভিল হয়েছে? মেয়েটা বাম রাজনীতির সাথে জড়িত ছিলো, নাটক করতো।
এসভ নিয়ে আমি ক্লাসে আলোচনা করছিলাম। নবাব দের এক খোচর তা শুনে ফেলে। পড়ে সেমিস্টার ভাইভা তে প্রচুর অপমান করে।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৪
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশে হওয়ার পর, আমাদের দরকার ছিলো ৩০ হাজার সৈন্য ও ৫০০ অফিসার; শেখ বড় সেনাবাহিনী রেখে, তাদের হাতে প্রাণ হারায়েছে। শেখ হাসিনা মিলিটারীকে দেশের আয়ের ৩ ভাগের ১ ভাগ দিয়েও আমেরিকার পকেট থেকে বের করতে পারেনি; মিলিটারীর ভয়ে তনু হত্যার বিচার করেনি।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৩
সৈয়দ কুতুব বলেছেন: আজকের দিনে তিনটি ঘটনা।
১- আমার মায়ের চাচাতো ভাই ফেনীর সোনাগাজীতে থাকে। তার দোকান ছিলো এবং তিনি বিএনপি পন্থী। দোকান লুট হয়ে গেছে। বিগত ১২ বছরে এমন ঘটনা ঘটেনি। তিনি শোকে পাগল প্রায়।
২- পাকিস্তানের আইএসআই চীফ নাকি বাংলাদেশে এসেছিল একদিনের জন্য। ভারতীয় মিডিয়ার দাবী!
৩- এক ফ্যাসিস্ট কে তাড়িয়ে ছাত্ররা নিজেরাই ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে। তারা এই সরকারে থেকে কিংস পার্টি করবে, নির্বাচন দিবে এবং সবাইকে সে নির্বাচনে আসতে হবে। ফখরুল সাহেব উহার প্রতিবাদ করায় ছাত্র উপদেষ্টা নাহিদ বলেছে, বিএনপি নাকি ১/১১ চায় যা ফ্যাসিবাদের দিকে দেশকে নিয়ে যাবে।
বাংলাদেশের মানুষ হুদাই কষ্ট করে, মরে। যে ক্ষমতায় যায় সেই চেঞ্জ হয়ে যায়।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
জেনারেশন৭১ বলেছেন:
বাংলায় প্রবাদ আছে, "ছেলেখেলা"; শিবির আমেরিকার ভাড়া খেটে ছেলেখেলা করছে জাতি নিয়ে।
আপনার মামার দোকান লুট করেছে কাহারা? সোনাগাজীর অনেক মানুষ কিন্তু ভয়ংকর।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২০
জেনারেশন৭১ বলেছেন:
আইএষআই'এর অধীনে বাংলাদেশে ট্রেনিং চলছে।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: সোনাগাজী হচ্ছে রাজাকার দের আতুড়ঘর! যখন শীর্ষ রাজাকারদের বিচার হচ্ছিল তখন আমি একজন সোনাগাজীর রাজাকারের ইন্টারভিউ নিয়েছিলাম। সে মাল এরশাদের সময় ও বেগন জিয়ার প্রথম পিরিয়ডে উপজেলা চেয়ারম্যান হয়েছিল। ভাবা যায়? এলাকার সব পোলাপান কে খারাপ করেছে। সবাই বিএনপি-জামাতের ক্যাডার হয়েছিল।
জয়নাল হাজারী, মাওলা হাজারী কে চিনেন? জয়নাল হাজারী সে রাজাকার কে মারতে গিয়েছিলো। সোনাগাজী তে আরেক অদ্ভুত লোকের সন্ধান পেয়েছি। সে ব্যাটা নাকি মুক্তিযোদ্ধা কিন্তু এখন জামাত করে। অথচ আমি জানতাম প্রকৃত মুক্তিযোদ্ধা, লীগের সাপোর্টার কোনদিন জামায়াত করতে পারে না।
এগুলো সব ১৪/১৫ সালের কথা।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯
জেনারেশন৭১ বলেছেন:
সোনাগাজীর লোকজন চরের লোক, এরা সন্ত্রাসী, যখন যা হতে হয়, তা হয়। যখন ফেনী জয়নাল হাজারীর দখলে ছিলো, তখন একদিন উহার সাথে ফেনীতে দেখা হয়েছিলো। সে কিন্তু সামুতে ব্লগিং করেছে।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫২
কামাল১৮ বলেছেন: বর্তমানে ধর্ম জানার মতো সহজ কাজ আর দ্বিতীয়টি নাই।সুধু দরকার ইন্টারনেট আর তার ব্যবহার জানা।কোন কিছুই বিশ্লেষণ করতে হয় না।শুধু পড় আর মানো।অন লাইনে সব আছে।
ট্রেনি দিচ্ছে পাকিরা।সামনে দুর্দিন অপেক্ষা করছে।
২৪ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৪৬
জেনারেশন৭১ বলেছেন:
ধর্ম শিখার জন্য একটি বাক্য মনে রাখলেই হলো, "মানুষের জ্ঞান যখন অপেক্ষাকৃতভাবে কম ছিলো, তখন মানুষ ধর্ম আবিস্কার করেছিলো, এবং সব ধর্মই মানুষের আবিস্কার"।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৮
কলাবাগান১ বলেছেন: যে দেশের লোকজন নাসার রেকর্ডকৃত শব্দকে (মহাশূন্যের), আল্লার জিকির বলে মনে করছে, তাদের জন্য বিজ্ঞান না।
২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৬
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের লোকজনকে সাধারণ আরবরা ও পাকিরাও বেকুব বানাতে পেরেছে যুগে যুগে।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আল কোরআন সব চেয়ে বড় বিজ্ঞান গ্রস্থ।
এটা পড়লে আর কোন বিজ্ঞানের বই পড়ার কোন দরকার নেই।
৯| ২৪ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার জাতীয় পরিচয়পত্রে ৪খানা মাত্র ভুল করেছিল।
ইহা সংশোধন করিতে আমার জান বাহির হৈয়া গিয়াছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
সৈয়দ কুতুব বলেছেন: উনাদের তো তাও কিছু বিষয়ে প্রতিভা আছে। আমার অবস্থা দেখেন, পত্রিকায় ঘটা কিছু ঘটনা একত্রিত করে ভালো মন্দ মিশিয়ে, বুঝে-না বুঝে একটি ব্লগ লিখে ফেলি। প্রতিভা বলতে কিছুই দেখলাম না আছে আমার জীবনে। এক সময় ভাবতাম ভালো সাংবাদিক হতে পারবো হয়তো কিন্তু বাবা মা ভয় পেত সরকার কিছু করে বসে কিনা, অংক ভালো পারতাম কিন্তু গণিত শিক্ষক হলাম না, বিজ্ঞান ভালো লাগতো কিন্তু উহাকে ব্যবহার করে ব্যবসা করার মতো প্রতিভা নাই। স্ফিল্ম মেকার হতে চেয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত একটা ডিএসএলার ক্যামেরা কিনতে পারলাম না। এখব ভাবছি চাকুরির পাশাপাশি ফুড ব্লগিং করবো। উহা এখন দেশে খুব জনপ্রিয়!