নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেননারেল জিয়া শেখকে হত্যা করে বাংলাদেশ দখল করেছিলো; এরপর, ক্যান্টনমেন্টে বসে, স্বাধীনতা-বিরোধীদের নিয়ে বিএনপি গঠন করেছিলো; ইহা ছিলো ক্রাইম। জামাত জাতির স্বাধীনতা নস্যাৎ করার জন্য জাতির বিপক্ষে যুদ্ধ করে পরাজিত হয়েছিলো। এরশাদ জিয়া-গ্রুপের মিলিটারীর থেকে ক্ষমতা দখল করে জাপা গঠন করেছিলো চোর-ডাকাতদের নিয়ে। এই ৩টি দল ছিলো বেআইনী দল ও ক্রিমিনাল বাংগালীদের আড্ডা। এরা কোনভাবে এই দেশ চালনার ভার পেতে পারে না।
দেশ এখন আমেরিকার কন্ট্রোলে, তারা সেনাবাহিনীকে কিনে ও সাথে দেশের হায়েনাদের ভাড়া করে দেশ দখল করেছে। কন্ট্রোল হাতে রেখে দেশ কিন্তু তারা আবার ছেড়ে দিবে। দেশ কাহাদের হাতে ছেড়ে দেয়া উচিত: স্বাধীনতা-বিরোধী ক্রিমিনালদের হাতে, নাকি স্বাধীনতা যারা এসেছিলো তাদের হাতে?
বিএনপি সৃষ্টির আগের থেকেই জিয়া পাকী মিলিটারীর সাহায্য নিয়ে আইয়ুবী মডেলে দেশ চালায়েছে ও পরে বিএনপি গঠন করেছিলো; তখন থেকে বিএনপি;র লালনপালনে পাকিস্তান যুক্ত। আবার জামতের মুলও পাকিস্তানে; এই দলগুলো আমাদের শত্রুদের পালিত-পুত্র।
২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৬
জেনারেশন৭১ বলেছেন:
আমাদের এনজিওরা হচ্ছে দেশের উচ্চ ডিগ্রীধারী ডাকাত দল। দেশ চালনার জন্য স্বাধীনতাকামীরাই একমাত্র লিগ্যাল পার্টি।
২| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৯
সৈয়দ কুতুব বলেছেন: ভালো কথা, আপনার একটি ব্লগে কামাল আতার্তুকের কথা বলেছেন; তিনি ক্ষমতায় বসেই আবিষ্কার করেছিলেন বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান উচ্ছেদ করা ছাড়া আধুনিক সমাজ সম্ভব নয়। শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে ব্যর্থ ছিলেন। তিনি যদি দেশে ফিরে জরিপের ব্যবস্থা করতেন কারা বেশি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তবে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের মানুষজন সর্বাগ্রে খুজে পেতেন।
প্রথম পাতায় লেখা আলেমদের অবদান সত্যই ভুলবার মতো নয়। উনারা না থাকলে উর্দুতে টাইপ করা লাগতো
২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৯
জেনারেশন৭১ বলেছেন:
আলেমরা আরবীকে আমাদের বেহেতের চাবিকাঠি মনে করে ও উর্দুকে মনে করতো আরবীর ছোট ভাই। আলেমদের থেকে হাজারে ১ জন বাংলা ভাষা ও বাংলাদেশ চেয়েছিলেন।
২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৩
জেনারেশন৭১ বলেছেন:
কামালের জীবনের বড় অংশ কেটেছিলো ইউরোপে; তিনি জানতেন যে, অটোম্যানদের পরাজয়ের পেছনে ছিলো মোল্লাদের অযোগ্যতা।
৩| ২৪ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দিতেই হবে। ২০০১ সালে একবার দেয়া হয়েছিল।
এবার তো তারা অলরেডি পাওয়ারে আছে ।
২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৫
জেনারেশন৭১ বলেছেন:
পাওয়ারে মিলিটারী আছে এখন; সমস্যা হলো মিলিটারী আমেরিকা ও পাকিস্তানের পকেটে; বিএনপি ও জামাত ২টাই পাকিদের সন্তান।
৪| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৯
আঁধারের যুবরাজ বলেছেন: বাংলাদেশে " স্বাধীনতার স্বপক্ষের " দল কোনটি ?
২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪২
জেনারেশন৭১ বলেছেন:
এই মহুর্তে ওদের কোন দল নেই; কিন্তু স্বাধীনতাকামীরা আছেন, তাদের নতুন জেনারেশন আছেন। ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতা চেয়েছিলেন, তরাই এই অংশ। জিয়া বিএনপি গঠন করেছিলো স্বাধীনতা-বিরোধীদের নিয়ে, জামাত ছিলো স্বাধীনতার বিপক্ষের মিলিশিয়া।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০২
সৈয়দ কুতুব বলেছেন: শুনেন ইউনূস সাব লাস্ট ৬ মাসে ৭/৮ বার বিদেশ ভ্রমণ করেছেন। কিন্তু অর্থ আনতে পারছেন না। অন্যদিক্ব পাচার যাওয়া অর্থ ও ফেরত আনতে হিমশিম খাচ্ছেন। এত বড়ো নোবেল লরিয়েট কে কেউ টাকা কেন দিচ্ছে না? রাশিয়ার রুপপুর পারমানবিক কেন্দ্রের পেমেন্ট নিয়ে ঝামেলা চলছে। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে ভারত ও আমেরিকা উষ্মা প্রকাশ করেছে। চীনে গিয়ে লাভ হয়েছে কেবল লোন শোধের পিরিয়ড এক্সটেনশন করেছে কোন সাহায্য পায় নি। ভারতের মিডিয়ায় খবর এসেছে বাংলাদেশ নিয়ে পররাষ্ট্র পর্যায়ে ভারত-যুক্তরাষ্ট্র বৈঠক হয়েছে।
ড. ইউনূস দেশে অনুপস্থিত থাকলে মানুষ খুব উদ্বিগ্ন হয়ে পড়ে।
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
মানুষ খড়কুটোর উপর আস্হা রাখছে; মানুষ জামাত ও তাদের তরুণ হায়েনাদের থেকে ড: ইউনুসের পেছনে পালাতে চাচ্ছে।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৪
আঁধারের যুবরাজ বলেছেন: আগামীতে ভোট হলে কোন দলকে " স্বাধীনতার সপক্ষের " লোকদের ভোট দেয়া উচিত ?
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৬
জেনারেশন৭১ বলেছেন:
কোন দল নয়, দেশের প্রফেশানেলদের নিয়ে একটি সরকার গঠনের দরকার।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০
সৈয়দ কুতুব বলেছেন: @আধারের যুবরাজ একই সমস্যায় আমি ও আছি। অন্তত ৫/১০ বছর টাইম লাগবে যারা শুধু স্বাধীনতা কামী। বহুত হয়েছে আম্লিক বিএনপির কাইজ্যা। এক দল মুক্তিযুদ্ধ নিয়ে অন্য দল ধর্ম নিয়ে ব্যবসা করে। অথচ দেশে ২৬ লাখ পিউর বেকার।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৪
আঁধারের যুবরাজ বলেছেন: সৈয়দ কুতুব দুইটি নোংরা গ্লাসে পানি আছে ,যে কোনো একটি থেকে খেতে হবে। যেটা কম নোংরা সেটাকে নিতে হবে ,যতক্ষণ পরিষ্কার গ্লাসের পানি না আসছে।
৯| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৬
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: কোন দল নয়, দেশের প্রফেশানেলদের নিয়ে একটি সরকার গঠনের দরকার।
- এটা আপনার একটি প্রস্তাব এবং আমি একমত ,এই রকম হওয়া উচিৎ। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে সেটা সম্ভব না। যা হবার সম্ভবনা আছে ,সব দল নিয়ে নির্বাচন। সেক্ষেত্রে কি করণীয় ,না ভোট হয়তো এবারে থাকতে পারে। কিন্তু ভোট দেয়া উচিত সবাইকেই ,সে ক্ষেত্রে কি করবে ,কোন দলকে ?
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০০
জেনারেশন৭১ বলেছেন:
সেই ক্ষেত্রে স্বাধীনতাকামীরা ভোট না'দিলে ভালো হবে; দুষ্টরাই যদি হবে, বাকী দুষ্টরা তাদেরকে নির্বাচিত করুক।
দেশে কোন দলে এমপি হওয়ার মতো ১ জন মানুষও নেই।
১০| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
কোন দল নয়, দেশের প্রফেশানেলদের নিয়ে একটি সরকার গঠনের দরকার। - প্রফেশনালদের এক হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কখনো কোনো সরকার হতে দেয়নি। আন প্রফেশনাল’রা এক হয়েছে, এবং অযোগ্য’রা সব সময় সকল সরকারের জামাতা ও দুলাভাই ছিলো, আছে - থাকবে।
- এখন আপনার করণীয় কি?
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৯
জেনারেশন৭১ বলেছেন:
আমার করণীয় অনেক কিছুই ছিলো; কিন্তু কোনটাই করা সম্ভ হবে না, আমার শরীর ভালো নয়। দেশের স্বাধীনতাকামীদের এখনো ঐক্যবব্ধ করা সম্ভব; কিন্তু সেটার জন্য চেষ্টা করার মতো কাউকে মাঠে দেখা যাচ্ছে না।
১১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৬
সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব! আপনি নতুন নিক খুলে উহাকে লালন পালন করেন। এই টান টান উত্তেজনার সময় খাচায় বন্দী পাখির মতো আপনাকে মানায় না। আমাদের তো অভিজ্ঞতা কম। শুধু একটি অনুরোধ যারা ব্লগে আগা-মাথা নাই, যা লিখে তা নিজেরাই বুঝে কিনা সন্দেহ, কমেন্ট বলদ যোদ্ধা টাইপ গুলোকে এড়িয়ে যান। এখন প্রতিটি প্রাসঙ্গিক পোস্টে আপনার কমেন্ট করা দরকার।
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৪
জেনারেশন৭১ বলেছেন:
বর্তমানে সামুটিমে ২ জন ব্লগার আছেন, উনারা কোন নিকে আমাকে কমেন্ট করতে দিবেন না, আমার লেখা যাতে সামনের পাতায় যেতে না'পরে সেই করবেন। আমি ১টি বাক্য লিখলে, উনারা আমাকে চিনতে পারবেন।
১২| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ। এখন এই জরিমানা আওয়ামী লীগকে ই দিতে হবে। দেশের যা ইচ্ছে তা হোক। দেশের মানুষ যদি কোনো দিন বুঝতে পারে তাহলে তখন যা করার করবে, না করতে পারলে নেই।
যেমন কর্ম তেমন ফল। - কথা শেষ।
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৩
জেনারেশন৭১ বলেছেন:
আওয়ামী লীগের অপকর্মের জন্য মুল্য দিচ্ছে স্বাধীনতাকামীরা, ইহাই কষ্টের বিষয়।
১৩| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি আপনাকে প্রথমেই বলেছি এক বা ঔক্যবদ্ধ করা সম্ভব না। তাহলে কেনো বলছেন করা সম্ভব! সম্ভব না অর্থ সম্ভব না। যা হওয়ার হয়ে গেছে। দোষ আপনার, আপনি নিজে - “সকল ছোটলোক ইতর নষ্ট নর্দমার কীট লম্পট চরিত্রহীন” নিয়ে লীগ গঠন করেছেন। এখন আপনি ও আপনার লীগ ডুবে গেলে, আপনার দোষ অন্য কারো মাথায় তো আর দিতে পারেন না। - কথা কি ১% ভুল বলেছি? আমি তো এই দেশর জন্ম দেখেছি আপনি বলুন কোথাও ভুল বলেছি?
২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫২
জেনারেশন৭১ বলেছেন:
বাংলাদেশের লোকজন অশিক্ষিত হওয়ায়, জাতির "রাজনৈতিক পরিভাষা"টাও সঠিক নয়। দল আওয়ামী লীগ মানে দলের নেতৃত্ব নয়, দলের সদস্যদের বুঝানোর কথা; কিন্তু আমাদের ভুল পরিভাষার দেশে, আওয়ামী লীগ বলতে তাদের দলীয় নেতৃত্বকে ধরা হয়েছে, এবং আমাদের বেলায় সেটাই দল।
আওয়ামী নেতৃত্বের জন্য শেখ হাসিনা শুধু মাত্র ক্রিমিন্যালদের নিয়েছিলো।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৪
শাহ আজিজ বলেছেন: কোন দল নয়, দেশের প্রফেশানেলদের নিয়ে একটি সরকার গঠনের দরকার।
আমার ভাবনাও একই পথে ধাবিত।
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১২
জেনারেশন৭১ বলেছেন:
এটা নিয়ে আলাপের দরকার ছিলো। আমেরিকান এম্বেসীর মাথায় ইহা দেয়ার দরকার।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
একটি কথা বলি, বুঝতে চেষ্টা করুন। মূর্খের কাছে কখনো অমূল্য সম্পদ থাকে না। সে সেই সম্পদ ধরে রাখতে পারে না। তাঁর সেই ক্যালিবার নেই। আপনার শেখ হাসিনা একজন মূর্খ মানুষ। তাঁর মতো এমন মূর্খ নির্বুদ্ধি মানুষের উপর যারা আশা করেছেন তারা প্রতারিত হয়েছেন। তিনি লীগ ছাড়া এই দেশের মানুষকে মানুষ মনে করেনি। তাঁর লীগে ছিলো মুরাদ টাকলার মতো সব লোকজন।
আওয়ামী লীগের কুকর্মের কারণে ১৯৭১ এখন প্রশ্নবিদ্ধ! সকল মুক্তিযোদ্ধা ও শহীদ এখন প্রশ্নবিদ্ধ!
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:১৫
জেনারেশন৭১ বলেছেন:
মুশকিল হলো, আওয়ামী লীগের কারণে, আমরা ১৯৭১ সালের পরাজিতদের কাছে পরাজিত হয়েছি; তবে, এটা সাময়িক, ওরা ঠিক বাংগালী নয়, পরা পাকি; ওদেরকে আবারো পরাজিত করা সম্ভব হবে।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের কুকর্মের জন্য কেন ১৯৭১ কেন প্রশ্নবিদ্ধ হবে? মুক্তিযুদ্ধ ও শহীদেরা কেন প্রশ্নবিদ্ধ হবেন? আওয়ামী লীগ মানে কি স্বাধীনতাকামী?
ভবিষ্যতে মুক্তিযুদ্ধকে সার্বজনীন করে তোলা হবে ইনশাল্লাহ। এটা কোন দলের একক সম্পত্তি নয়। বারবার ইতিহাস মুছা, ক্ষমতায় বসলে আর ছাড়তে না চাওয়া বন্ধ করতে হবে।
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:২১
জেনারেশন৭১ বলেছেন:
১৯৭১ সালে, আওয়ামী লীগের কর্মীরা ও সকল সাপোর্টারেরা স্বাধীনতাকামী ছিলেন; জিয়া, এরশাদ ও বেগম জিয়ার অপকর্ম ও শেখ হাসিনার মগজহীনতার কারণে, দেশের বড় অংশ মানুষ দুষ্ট বাংগালীতে পরিণত হয়েছিলো; ইহার ফলে অসতেরা আওয়ামী লীগে স্হান পেয়ে যায়।
১৭| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
স্যোসাল মিডিয়াতে এখন আলাপ হচ্ছে সবজির দাম এখন কম! কেউ তো এখন বলে না কম দামে সবজি কিনে খাচ্ছি, শুধু মূল্যবৃদ্ধি হলে আফসোস লীগ এসে আফসোস করে!
১। আওয়ামী লীগের শাসনামলে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য কথা হয়েছে নাকি হয়নি?
২। মূল্যবৃদ্ধি আর মুল্যহ্রাস কিভাবে কি অর্থ বোঝায় এই দেশের তথাকথিত ফেসবুকার’রা কি জানে?
৩। আলুর উৎপাদন খরচ আছে ১০-১২ টাকা/ কিলোগ্রাম। কৃষক সেই আলু কিভাবে ৫-৭ টাকা/কিলোগ্রাম বিক্রি করে? এটি মূল্যহ্রাস নাকি লোকসান?
আপনি এদের অশিক্ষিত বলবেন বর্বর বলবেন কি বলতে পারেন?
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:০৪
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগে এখন গড়ে ৩০ জন লগিন-করা থেকেন; এদের মাঝে ৪/৫ জন হয়তো কৃষকদের আয়, জীবনযাত্রার মান, তাদের জমির মালিকানা, পণ্যের উৎপাদন, ইত্যাদি বুঝতে পারবেন; বাকীগুলো ডোডো। ওদের শেখ হাসিনা ব্লাফ দিয়েছিলো "১০ টাকা মুল্যে চাউল দিবে বলে"; বিশ্বের কোথায় কোন চাষী ১০ টাকায় ১ কেজি চাউল উৎপাদন করতে পারবেন? শেখ হাসিনা ইডিয়টদের সহজেই ব্লাফ দিয়েছিলো।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৭:০৩
সৈয়দ কুতুব বলেছেন: দেশ চালাবে এনজিওরা! এমন মডেল কোথাও আছে?